Political Science Honours
Category – Genaral Studies

রাষ্ট্রবিজ্ঞান (Political Science) কি?

দেশের রাজনৈতিক বিষয়বস্তুগুলি নিয়ে চর্চাই হল রাষ্ট্রবিজ্ঞান। সমাজবিজ্ঞানের একটি শাখা হল রাষ্ট্রবিজ্ঞান, যেখানে রাষ্ট্র, সরকার, শাসন ব্যবস্থা, রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কিত বিষয়ে ধারণা দেওয়া হয়।

ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিক পরিকাঠামো, সংবিধান, আইন পরিকাঠামো ইত্যাদি হল রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়।

কলা (Arts) বিভাগের ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে পছন্দের অনার্সগুলির মধ্যে অন্যতম হল রাষ্ট্রবিজ্ঞান অনার্স। রাষ্ট্রবিজ্ঞান অনার্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 3 বছর।


আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours

কারা পড়বেন রাষ্ট্রবিজ্ঞান অনার্স?

  • যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিতে আগ্রহ রয়েছে,
  • যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিতে আগ্রহী,
  • যারা আইনজ্ঞ হতে চান, তারা এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিকাল সায়েন্স অনার্স করতে পারেন।

আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


কিভাবে পড়বো রাষ্ট্রবিজ্ঞান অনার্স?

যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই অনার্স পড়ার জন্য সাধারণত কোনো প্রবেশিকা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না, ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে।


আরো পড়ুন – ভূগোল অনার্স | Geography Honours

রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিকাল সায়েন্স অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

রাষ্ট্রবিজ্ঞান অনার্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –


বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

careerbondhu.com whatsapp channel

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ফি কত?

অনার্সের ফি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন। সরকারি কলেজের অনার্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণত রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিকাল সায়েন্স অনার্স ফি 3,500 থেকে 60,000 টাকা।

রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিকাল সায়েন্স অনার্সে কি কি পড়তে হয়?

রাষ্ট্রবিজ্ঞান অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Political Theory
  • Global Politics
  • Political Processes in India
  • Public Policy and Administration in India
  • Constitutional Government and Democracy in India
  • India’s Foreign Policy in a Globalising World
  • Classical Political Philosophy
  • Modern Indian Political Thought ইত্যাদি।

আরো পড়ুন – সংস্কৃত অনার্স | Sanskrit Honours

careerbondhu.com telegram channel

রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ভবিষ্যৎ কেমন?

রাষ্ট্রবিজ্ঞান অনার্স একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে। বেসরকারি সংস্থার পাশাপাশি, সরকারি সংস্থায়ও প্রচুর কাজের সুযোগ রয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, সেগুলি হল –

  • Political Scientist
  • Political Consultant
  • Public Relations Specialist
  • Social Media Manager
  • Policy Analyst
  • Indian Administrative Services
  • Indian Financial Services ইত্যাদি।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ইতিহাস অনার্স | History Honours 


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!