Philosophy Honours
Category – Genaral Studies

ফিলোসফি (Philosophy) কি?

ফিলোসফি (Philosophy)-এর বাংলা অর্থ দর্শন। এই ফিলোসফি শব্দটি গ্রিক শব্দ ‘ফিলোসোফিয়া’ থেকে এসেছে, এই ফিলোসোফিয়া শব্দের অর্থ “জ্ঞানের প্রতি ভালবাসা (love of wisdom)”।

মানুষের জীবন, সমাজ, তার চেতনা এবং জ্ঞানের প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আলোচনাকে দর্শন বলা হয়। দর্শন হল এমন একটি বিষয় যা জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করে এবং তা বিশ্লেষণ করার চেষ্টা করে। যে ব্যক্তি দর্শন বিষয়টি নিয়ে চর্চা করেন, তাকে দার্শনিক বলা হয়।

ফিলোসফি অনার্স হল একটি তিনবছরের স্নাতক স্তরের কোর্স।


আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours

কারা পড়বেন ফিলোসফি অনার্স?

  • যারা ফিলোসফি পড়তে পছন্দ করেন,
  • ভবিষ্যতে যারা দার্শনিক হতে চান তাদের এই ফিলোসফি অনার্স পড়া উচিত।

কিভাবে পড়বো দর্শন অনার্স?

যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।

এই অনার্সে সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অর্থাৎ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। তবে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, তা উত্তীর্ণ হয়েও ভর্তি হওয়া যায়।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল – DUET, JNU Entrance Exam, PUEE, CUET ইত্যাদি।


আরো পড়ুন – স্ট্যাটিস্টিকস অনার্স | Statistics Honours

ফিলোসফি অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?


বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

ফিলোসফি অনার্স ফি কত?

বিভিন্ন কলেজে অনার্স ফি ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি কম হয়। সাধারণত ফিলোসফি অনার্সের ফি 3,000 টাকা থেকে 40,000 টাকা

দর্শন অনার্সে কি কি পড়তে হয়?

ফিলোসফি অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Indian Philosophy
  • Philosophy in History
  • Philosophy of Language
  • Philosophy in Films
  • Environmental Ethics
  • Meaning of life
  • Theory of Truths ইত্যাদি।

আরো পড়ুন – ইতিহাস অনার্স | History Honours

Philosophy Honours-এর  ভবিষ্যৎ কেমন?

ফিলোসফি অনার্স হল একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

ফিলোসফি অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Counsellor
  • Teacher
  • Professor
  • Researcher ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!