Streams – Medicine & Allied Studies
অ্যালোপ্যাথি কি?
ডাক্তারি চিকিৎসার অন্যতম একটি ভাগ হল অ্যালোপ্যাথি চিকিৎসা।
‘অ্যালোপ্যাথি’ এই শব্দটি গ্রীক শব্দ “Allos” যার অর্থ ‘other’ বা ‘different’ এবং ‘pathos’ যার অর্থ ‘suffering’ সেখান থেকে উদ্ভূত। প্রথম ‘অ্যালোপ্যাথ’ (allopath) এই শব্দটির সূচনা করেন স্যামুয়েল হ্যানিম্যান (Samuel Hahnemann)।
অ্যালোপ্যাথি বা অ্যালোপ্যাথিক মেডিসিন একটি বহু প্রাচীন শব্দ যেটি চিকিৎসা শাস্ত্রে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এই শব্দ বিজ্ঞানসম্মত উপায়ে যে সমস্ত ওষুধপত্র রোগীকে সুস্থ করার জন্য তৈরি হয়, সেইসব ওষুধপত্র এবং সেই বিশেষ চিকিৎসা পদ্ধতিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়।
এই অ্যালোপ্যাথিক মেডিসিনকে কখনো Western Medicine, Biomedicine, Evidence-based medicine অথবা Modern Medicine ও বলা হয়।
“The orthodox medical method of treating disease, by inducing a condition different from or opposed to the cause of the disease” –
Collins Dictionary
Table of Contents
এমবিবিএস কি?
যারা ডাক্তারি পড়তে আগ্রহী এবং ভবিষ্যতে Allopathic Medicine এর ওপর পড়াশোনা করেই ডাক্তারিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান তাদের জন্য MBBS কোর্সটিই হবে প্রারম্ভিক লেভেলের প্রথম ধাপ। এটি উচ্চমাধ্যমিকের পর মোট সাড়ে পাঁচ বছরের কোর্স।
অ্যালোপ্যাথিক মেডিসিনের ওপর বেসিক কোর্সই হল MBBS অ্যালোপ্যাথি কোর্স ।
প্রাথমিক ধাপে একজন মানুষকে অ্যালোপ্যাথিক ডাক্তার হিসেবে পেশা শুরু করতে গেলে MBBS ডিগ্রি থাকা আবশ্যক। পরবর্তীতে সেই ডাক্তার 3 বছরের MD বা MS ডিগ্রি পড়তে পারেন।
একনজরে MBBS কোর্স
কোর্সের নাম (Name of Course) | MBBS বা Bachelor of Medicine and Bachelor of Surgery (ব্যাচেলর অফ মেডিসিন বা ব্যাচেলর অফ সার্জারি) |
কি ধরনের কোর্স (Level of Course) | স্নাতক |
প্রবেশিকা (Entrance) | NEET (UG) |
কোর্সের শ্রেণি (Type of Course) | ডিগ্রি |
কোর্সের বিষয় (Field of Study) | Allopathy Medicine (অ্যালোপ্যাথি মেডিসিন) and Surgery |
কোর্সের সময়সীমা (Course duration) | সাড়ে পাঁচ বছর (5.6 years) |
কোর্স ফি (Course fee) | (Course fee) মোট খরচ 50,000 - 1,00,000 (সরকারী কলেজ) |
এমবিবিএস কোর্সের যোগ্যতা
MBBS করতে গেলে উচ্চমাধ্যমিক অবশ্যই Physics, Chemistry এবং Biology বিষয়গুলি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এর পাশাপাশি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (NEET – UG) র্যাঙ্ক (Rank) করতে হয়।
General Category -দের জন্য উচ্চমাধ্যমিকে নূন্যতম 50% মোট নম্বর, OBC, SC বা ST দের জন্য 40% মোট নম্বর, PWD দের জন্য 45% মোট নম্বর প্রয়োজন।
শিক্ষার্থীর বয়স কম করে 17 বছর হওয়া আবশ্যক।
মাননীয় সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী বর্ণান্ধ প্রার্থীরাও MBBS কোর্স করার সুযোগ পাবে। দৃষ্টিশক্তিহীন, মূক ও বধির প্রার্থীদের বিশেষ কিছু ক্ষেত্রে মেডিক্যাল স্কুলে যাবার সুযোগ দেওয়া হয় যদি তাঁরা ডাক্তারিকে পেশা হিসেবে বেছে নিতে চান।
এমবিবিএস প্রবেশিকা পরীক্ষা
ভারতবর্ষে MBBS পড়ার জন্য প্রধানত NEET (National Eligibility cum Entrance Test) প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। এটি একটি জাতীয় স্তরের মেডিকেল কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।
নিট পরীক্ষায় প্রাপ্ত র্যাঙ্ক এবং কাউন্সিলিং-এর ভিত্তিতে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে MBBS কোর্সে ভর্তি হওয়া যায়।
এমবিবিএস কোথায় পড়ব
ভারতের বিভিন্ন সরকারী এবং প্রাইভেট কলেজগুলিতে MBBS পড়া যায়।
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার (MCI) এর তথ্য অনুযায়ী মোট 542 টি মেডিকেল কলেজের মধ্যে 272 টি MBBS কলেজে সর্বমোট 41,388 টি সরকারি মেডিকেল সিট রয়েছে; এটি 2021 সালের তথ্য। এর মধ্যে যে কোন একটিতে পড়া যায়।
পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
- Medical College
- R.G. Kar Medical College and Hospital
- Nil Ratan Sircar Medical College
- North Bengal Medical College ইত্যাদি।
ভারতবর্ষের কিছু স্বনামধন্য মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান
- All India Institute of Medical Sciences (New Delhi)
- Post Graduate Institute of Medical Education and Research (Chandigarh)
- Christian Medical College (Vellore)
- National Institute of Mental Health & Neuro Sciences (Bangalore)
- Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences (Lucknow)
এমবিবিএস কোর্সের সময়সীমা কত?
এমবিবিএস কোর্সের সময়সীমা 5.5 (পাঁচ বছর ছয় মাস) বছর। এর মধ্যে মূল কোর্সের সময়সীমা 4.5 বছর এবং 1 বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ থাকে।
এমবিবিএস কোর্সে কি কি পড়তে হয়?
MBBS ডিগ্রি কোর্সের মধ্যে যে যে বিষয়গুলি পড়তে হয়, সেগুলি হল:
- General Medicine
- General Surgery
- Pediatrics
- Obstetrics and Gynecology
- Dermatology
- Ophthalmology
- ENT
- Orthopedics ইত্যাদি বিষয়।
এমবিবিএস কলেজের কোর্স ফি কত?
সরকারী কলেজে এমবিবিএস পড়ার খরচ 50,000 টাকা থেকে 1,00,000 টাকার মধ্যে। বেসরকারি কলেজে পড়ার খরচ অনেকটাই বেশি।
এমবিবিএস কোর্সের ভবিষ্যত কেমন?
ডাক্তারদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কিছু বলার নেই। একজন ভালো ডাক্তারের ভবিষ্যৎ আজকের দিনে যথেষ্ট উজ্জ্বল।
যতদিন মানুষ এই পৃথিবীতে থাকবে, তাদের শরীরে রোগ-ব্যাধিও থাকবে আর ঠিক ততদিন ডাক্তারদের প্রয়োজনও ফুরোবে না।
স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রোগের জটিলতা যতই বৃদ্ধি পাচ্ছে সেই অনুপাতে ডাক্তারদের প্রয়োজ্নীয়তাও ক্রমশ ততটাই বাড়ছে।
যে সমস্ত ইন্ডাস্ট্রিতে ডাক্তাররা কাজ করে থাকেন সেগুলি হল যেমন,
- Health Care Industry
- Pharmaceutical Industry
- Public service Sector
- Sports Industry ইত্যাদি।
অ্যালোপ্যাথি ইন্ডাস্ট্রিতে আছেন এইরকম কয়েকজন স্বনামধন্য ডাক্তারদের নাম এখানে দেওয়া হল। যারা আগামীদিনে ডাক্তারি পড়ার কথা ভাবছো, তারা এই বিখ্যাত ডাক্তারদের থেকে অনুপ্রেরণা নিতে পারো।
সুরেশ এইচ আদবানি (Dr. Suresh Hariram Advani)
ইনি ভারতের একজন নামকরা ক্যানসার বিশেষজ্ঞ বা oncologist।
ডঃ অশোক রাজগোপাল (Dr. Ashok Rajgopal)
ইনি ভারতের একজন বিখ্যাত অস্থিবিশারদ বা orthopaedic expert। Dr. Ashok প্রায় 35,000 এরও বেশি হাঁটুর প্রতিস্থাপন করেছেন। ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে পুলেল্লা গোপিচাঁদের মত নামি খেলোয়াড়ের চিকিৎসা করেছেন এই দিকপাল ডাক্তার।
ডঃ এ জি কে গোখলে (Dr. Alla Gopala Krishna Gokhale)
ভারতের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ। ভারতে প্রথমবার সফলভাবে হৃদযন্ত্র প্রতিস্থাপন (human-to-human heart transplant) করেন ডঃ গোখলে।
ডঃ দেবী শেঠি (Dr. Ashok Seth)
ভারতের আরএকজন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ হলেন ডঃ শেঠি। একজন ভীষণ সফল ডাক্তার হবার পাশাপাশি তিনি Narayana Health নামক হসপিটাল চেইনের চেয়ার পার্সন এবং ফাউনডার। ডঃ শেঠি বহু তাঁর জীবনে বহু সম্মান পেয়েছেন, তার মধ্যে পদ্মভূষণ বিশেষ ভাবে উল্লেখ্য।
এইরকম আরো বহু ডাক্তার আছেন যারা তোমাদের অনুপ্রেরণা হতে পারেন।
এমবিবিএস করে কি কি কাজ করা যেতে পারে?
অধিকাংশ ক্ষেত্রে ডাক্তাররা MBBS কোর্স করার পরে MD কোর্স করেন। আবার অনেকে কাজের জগতে প্রবেশ করেন।
MBBS ডাক্তাররা Consultant হিসাবে নিজে স্বতন্ত্রভাবে কাজ করতে পারেন অথবা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে চিকিৎসার কাজ করতে পারেন।
এই দুটি ক্ষেত্র ছাড়াও MBBS ডাক্তারদের জন্য কিছু সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে, যেমন –
Armed Forces
Railways ইত্যাদি।
পর্ব সমাপ্ত! আরো পড়ুন → BAMS Ayurveda | আয়ুর্বেদ
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।