Category – Genaral Studies
Table of Contents
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স (Instrumentation Science) কি?
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স হল বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখা, যেখানে বিভিন্ন পরিমাপ সংক্রান্ত যন্ত্রপাতি নিয়ে ধারণা দেওয়া হয় এবং পরিমাপের সায়েন্টিফিক ও টেকনোলোজির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্স বা B.Sc in Instrumentation Science হল একটি 3 বছরের স্নাতক কোর্স।
কারা পড়বেন ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্স?
- যাদের বিজ্ঞানে বিষয়ে আগ্রহ রয়েছে,
- যন্ত্রপাতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যারা জানতে আগ্রহী,
- ইন্সট্রুমেন্টেশন সায়েন্স নিয়ে ভবিষ্যৎ গড়তে চান, তারা এই কোর্স করতে পারেন।
আরো পড়ুন – কম্পিউটার সায়েন্স অনার্স | Computer Science Honours
কিভাবে পড়বো ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্স?
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্স পড়ার জন্য বিজ্ঞান বিভাগ (পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত) থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।
এই কোর্সে সাধারণত বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই মেধা বা নাম্বারের ভিত্তিতে ভর্তি হতে হয়। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। প্রবেশিকা পরীক্ষাগুলি হল –
- JEE (Main)
- JMIEEE
- KEAM
- MH CET ইত্যাদি।
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্স পড়ানো হয়।
আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্স ফি কত?
অনার্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজের ফি অনেকটাই বেশি। সাধারণত এই অনার্সের ফি 10,000 থেকে 1 লাখ টাকা।
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্সে কি কি পড়তে হয়?
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –
- Introduction to Instrumentation
- Electronic Instrumentation
- Analytical Instrumentation
- Biomedical Instrumentation
- Analog Electronics
- Power Electronics
- Digital Electronics
- Microprocessor
- Network Analysis
- Instrumental Methods of Analysis ইত্যাদি।
আরো পড়ুন – ফিজিক্যাল এডুকেশন অনার্স | Physical Education Honours
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্সের ভবিষ্যৎ কেমন?
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্স উত্তীর্ণদের বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে। শুধুমাত্র দেশে নয় বিদেশেও চাকরির প্রচুর সুযোগ রয়েছে এবং বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারি সংস্থায়ও নিযুক্ত হওয়া যায়।
ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –
- Instrumentation supervisor
- Instrumentation Engineer
- Technical Support Executive
- Lecturer
- Inspection head ইত্যাদি।
কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –
- Microsoft
- Wipro
- Amazon
- Infosys
- TCS
- IT companies ইত্যাদি।
আরো পড়ুন – এডুকেশন অনার্স | Education Honours
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।