Category – Genaral Studies
Table of Contents
ইতিহাস কি?
গ্রিক ও লাতিন শব্দ ‘Historia’ থেকে ইংরেজি ‘History’ শব্দটি এসেছে। ‘Historia’ শব্দের অর্থ সত্যানুসন্ধান বা গবেষণা। হিস্টরি (History) শব্দের বাংলা অর্থ ইতিহাস। বাংলা ভাষায় ‘ইতিহাস’ শব্দটি তৎসম শব্দ ‘ইতিহ’ থেকে এসেছে, যার অর্থ ঐতিহ্য।
ইতিহাস হল অতীতের কথা। ইতিহাস থেকেই আমরা অতীতের কথা জানতে পারি। অতীতের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক উত্থান পতন, প্রশাসনিক কার্যকলাপ, যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি ঘটনাপ্রবাহ জানাই হল ইতিহাস পাঠের উদ্দেশ্য।
বিভিন্ন সরকারি নথি, পুঁথি, সংবাদপত্র, গ্রন্থ, দেওয়াল লিখন, দেওয়াল চিত্র, পর্যটকদের বিবরণ ইত্যাদির মাধ্যমে অতীতের কথা বা ইতিহাস জানা যায়।
ইতিহাসের আবার কয়েকটি ভাগ রয়েছে –
- বিশ্বের ইতিহাস
- অর্থনৈতিক ইতিহাস
- ধর্মের ইতিহাস
- সংস্কৃতির ইতিহাস
- পরিবেশের ইতিহাস
- সেনাবাহিনীর ইতিহাস
- বিভিন্ন জায়গার ইতিহাস ইত্যাদি।
আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours
কারা পড়বেন ইতিহাস অনার্স?
- যাদের ইতিহাস বা অতীতের কথা সম্পর্কে আগ্রহ রয়েছে
- যারা অতীতের বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে চান
- বিভিন্ন সরকারি প্রশাসনিক পদে যারা নিযুক্ত হতে চান, তারা ইতিহাস পড়তে পারেন।
কিভাবে পড়বো ইতিহাস অনার্স?
যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই ইতিহাস অনার্স করা যায়। তবে ইতিহাস বিষয়টি থাকলে বিশেষ সুবিধা পাওয়া যায়। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার থাকা আবশ্যক। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।
এই অনার্স পড়ার জন্য বেশির ভাগ কলেজ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ভর্তি নেয়। তবে কিছু কলেজ নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, তা উত্তীর্ণ হয়ে সেই সব কলেজে ভর্তি হওয়া যায়।
আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours
ইতিহাস অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রায় সব কলেজেই এই ইতিহাস অনার্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম উল্লেখ করা হল –
- Jadavpur University
- Presidency University
- St Xavier’s College, Kolkata
- Asutosh College, Kolkata
- Scottish Church College, Kolkata
- Vidyasagar College, Kolkata
- Maulana Azad College, Kolkata
- Bethune College, Kolkata
- Lady Brabourne College, Kolkata
- Shri Shikshayatan College, Kolkata
- Bhawanipur Education Society College (BESC), Kolkata ইত্যাদি।
বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges
ইতিহাস অনার্স ফি কত?
বিভিন্ন কলেজে কোর্সের ফি ভিন্ন হয়, যেমন – সরকারি কলেজের কোর্স ফি কম, বেসরকারি কলেজের তুলনায়। সাধারণত এই ইতিহাস অনার্সের ফি 3,000 থেকে 20,000 টাকা বা তার বেশি হয়।
ইতিহাস অনার্সে কি কি পড়তে হয়?
ইতিহাস অনার্সে যে যে বিষয়ে পড়ানো হয় সেগুলি হল –
- History of India
- History of Africa
- History of Latin America
- European History
- Transformation of Europe
- Ancient World History
- World Politics ইত্যাদি।
আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours
ইতিহাস অনার্সের ভবিষ্যৎ কেমন?
ইতিহাস অনার্স একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় কাজ করার সুযোগ রয়েছে। তাই এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।
ইতিহাস অনার্স করে যে ধরনের কাজ পাওয়া যায় –
- আর্কিওলজিস্ট (Archaeologist)
- হিস্টোরিয়ান্স (Historians)
- আর্কিভিস্ট (Archivist)
- মিউজিওলজি (Museology)
- মিউজিয়াম কিউরেটর (Museum curator) ইত্যাদি।
আরো পড়ুন – স্ট্যাটিস্টিকস অনার্স | Statistics Honours
এছাড়া বিভিন্ন সরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে এবং শিক্ষক/শিক্ষিকা হিসাবে সরকারি স্কুল/কলেজে পড়ানোর সুযোগ রয়েছে।
[বিঃ দ্রঃ স্কুল-কলেজে পড়ানোর ক্ষেত্রে শুধুমাত্র ইতিহাসে স্নাতক বর্তমানে পর্যাপ্ত নয়, প্রয়োজনীয় যোগ্যতা থাকলেই তা পাওয়া সম্ভব।]
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।