Environmental Science
Category – Genaral Studies

পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স (Environmental Science) কি?

পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা ও ভূগোল এই তিনটি বিষয় নিয়ে গঠিত হয় পরিবেশ বিজ্ঞান। এনভায়রনমেন্টাল সায়েন্সে পরিবেশ এবং পৃথিবীতে সঞ্চালিত বিভিন্ন প্রক্রিয়া বিশ্ব উষ্ণায়ন, দূষণ, বন্যা, ভূমিকম্প ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

পরিবেশ বিজ্ঞান অনার্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 3 বছর।

কারা পড়বেন পরিবেশ বিজ্ঞান অনার্স?

  • যারা এই পরিবেশ বিজ্ঞান বিষয়টি পছন্দ করেন,
  • যাদের পৃথিবীর ভৌত, রাসায়নিক, জৈবিক এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলি সম্পর্কে জানতে আগ্রহ রয়েছে,
  • পরিবেশ বিজ্ঞান বিষয়টি নিয়ে যারা কেরিয়ার গড়তে চান ও পরিবেশ বিজ্ঞানী হতে চান, তারা পরিবেশ বিজ্ঞান অনার্স পড়তে পারেন।

আরো পড়ুন – ইন্সট্রুমেন্টেশন সায়েন্স অনার্স | Instrumentation Science Honours

কিভাবে পড়বো এনভায়রনমেন্টাল সায়েন্স অনার্স?

পরিবেশ বিজ্ঞান অনার্স পড়ার জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।

[বিঃ দ্রঃ – কিছু কলেজে ভর্তি হওয়ার জন্য পদার্থবিদ্যা ও জীববিদ্যা বিষয় দুটি থাকা আবশ্যক]

এই অনার্স পড়ার জন্য সাধারণত কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না, বেশির ভাগ কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি হওয়া যায়। তবে কিছু কলেজ নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, তা উত্তীর্ণ হয়ে সেইসব কলেজে ভর্তি হওয়া যায়।


আরো পড়ুন – কম্পিউটার সায়েন্স অনার্স | Computer Science Honours

পরিবেশ বিজ্ঞান অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বহু কলেজে এই পরিবেশ বিজ্ঞান অনার্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • University of Calcutta, Kolkata
  • Amity University, Kolkata
  • Adamas University, Kolkata
  • Burdwan University, Burdwan ইত্যাদি।

আরো পড়ুন – এডুকেশন অনার্স | Education Honours

পরিবেশ বিজ্ঞান অনার্সের ফি কত?

অনার্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজে ফি তুলনামূলক কম। সাধারণত এই অনার্সের ফি 3,000 থেকে 20,000 টাকা হয়।

Environmental Science অনার্সে কি কি পড়তে হয়?

এনভায়রনমেন্টাল সায়েন্স অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি নীচে দেওয়া হল –

  • Environmental Education
  • Environment and Pollution
  • Environmental Economics
  • Natural Resources
  • Ecological Systems
  • Ecological Principles
  • Industrial and Biochemical Waste
  • Sustainable Agriculture ইত্যাদি।

আরো পড়ুন – ফিজিক্যাল এডুকেশন অনার্স | Physical Education Honours

পরিবেশ বিজ্ঞান অনার্সের ভবিষ্যৎ কেমন?

পরিবেশ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরিবেশ দূষণের ফলে আমাদের জীবনে বিভিন্ন ক্ষতিকর প্রভাব দেখা দেয়, তাই আমাদের উচিত পরিবেশকে দূষণ মুক্ত রাখা। আর এই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনার জন্য যারা বিশেষ ভূমিকা পালন করেন, তারা হলেন পরিবেশ বিজ্ঞানী। তাই কর্মক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান অনার্স পড়ুয়াদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

পরিবেশ বিজ্ঞান অনার্স পড়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি, যেমন – Pollution Control Boards, Water Management Authorities, NGOs, Environmental Consulting Firms, Urban Planning Sectors ইত্যাদি স্থানে কাজের প্রচুর সুযোগ রয়েছে। সরকারি-বেসরকারি উভয় সংস্থায় নিযুক্ত হতে পারেন।

এনভায়রনমেন্টাল সায়েন্স অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Environmental Lecturer
  • Environmentalist
  • Environmental Consultant
  • Pollution Control Officer
  • Environment Journalist
  • Waste Management Officer ইত্যাদি।

আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!