Streams – Engineering & Architecture | Computer Science
আমরা আমদের একটি আর্টিকেলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে জানতে নীচের ছবিটি ক্লিক করো।
এবার আমরা কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা Diploma in Computer Science কোর্স নিয়ে আলোচনা করবো। এটি একটি তিন বছরের ডিপ্লোমা কোর্স। এই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মেলবন্ধন সংক্রান্ত মূল বিষয়গুলি (fundamentals) শেখানো হয়।
Table of Contents
একনজরে Diploma CSE কোর্স
কোর্সের নাম (Name of Course) | Diploma in Computer Science |
কি ধরনের কোর্স (Level of Course) | স্নাতক |
প্রবেশিকা (Entrance) | রাজ্যভিত্তিক - JEXPO (For West Bengal) |
কোর্সের শ্রেণি (Type of Course) | ডিপ্লোমা |
কোর্সের বিষয় (Field of Study) | কম্পিউটার সায়েন্স |
কোর্সের সময়সীমা (Course duration) | তিন বছর (3 years) |
কোর্স ফি (Course fee) | 1 লক্ষ থেকে 5 লক্ষ |
CSE (ডিপ্লোমা)পড়ার যোগ্যতা
ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার নূন্যতম যোগ্যতা হল মাধ্যমিক বা তার সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ। সাধারণত এই পরীক্ষায় 50% নম্বর প্রয়োজন হয়। অধিকাংশ খ্যাতনামা কলেজের ক্ষেত্রে গণিত এবং বিজ্ঞানে 60% নম্বর প্রয়োজন হয়।
আরো পড়ুন – Diploma in Civil Engineering | সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স
CSE (ডিপ্লোমা) প্রবেশিকা পরীক্ষা
ভারতবর্ষে ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে ভর্তি হওয়ার জন্য রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হয়।
পশ্চিমবঙ্গের সমস্ত পলিটেকনিক ও ডিপ্লোমা কলেজে অ্যাডমিশনের একটি প্রবেশিকা পরীক্ষা হল JEXPO; এটির আয়োজক The West Bengal Joint Entrance Examination Board। প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষার নম্বরের ভিত্তিতে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।
কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কত?
CSE ডিপ্লোমা কোর্সের সময়সীমা মোট 3 বছর। মোট ছয়টি সেমিস্টার (semester) থাকে।
কোথায় পড়ব CSE (ডিপ্লোমা)?
যেহেতু CSE খুবই জনপ্রিয় একটি বিষয় তাই ভারতবর্ষের বেশীরভাগ পলিটেকনিক কলেজগুলিতেই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।
পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
- Acharya Prafulla Chandra Ray Polytechnic, Kolkata
- Techno India University
- Behala Government Polytechnic, Kolkata
- Contai Polytechnic, Contai
- Dr. Meghnad Saha Institute of Technology
আরো পড়ুন – Diploma in Mechanical Engineering | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স
CSE (Diploma) কোর্সে কি কি বিষয় পড়ানো হয়?
কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –
- Engineering Mathematics
- Fundamentals of Electrical & Electronics
- Operating Systems
- Data Structure
- Programming in visual basics
- Wireless and Mobile communication ইত্যাদি।
কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ফি কত?
ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
সরকারী – 10,000 থেকে 3 লক্ষ
বেসরকারি – 2 লক্ষ থেকে 5 লক্ষ
CSE (ডিপ্লোমা) কোর্স করে কি ধরণের চাকরি পাওয়া যেতে পারে?
কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্স করে যে ধরণের কাজের সুযোগ রয়েছে, তা হল –
- Network administrator,
- Computer support specialist,
- Software Developer,
- Web Developer,
- Web technicians ইত্যাদি।
CSE (ডিপ্লোমা) কোর্স পড়ে কি সরকারী চাকরি পাওয়া যায়?
বেসরকারি সংস্থার পাশাপাশি, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান যেমন – SAIL, BHEL, BEL, GAIL, IOCL, HPCL, ONGC ইত্যাদি প্রতিষ্ঠানগুলিতে CSE কোর্স থেকে কর্মী নিয়োগ করা হয়।
সাধারণত জুনিয়র ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান এই ধরনের পদে কাজ করার সুযোগ পাওয়া যায়।
পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং | Diploma in Civil Engineering
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।