Botany Honours
Category – Genaral Studies

বোটানি (Botany) কি?

বোটানি (Botany) এর বাংলা অর্থ হল উদ্ভিদবিজ্ঞান। জীববিজ্ঞান (Biology)-এর একটি শাখা হল উদ্ভিদবিজ্ঞান। যে বিষয়ে উদ্ভিদ সম্পর্কে বিভিন্ন গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেই বিষয়টি হল উদ্ভিদবিজ্ঞান বা বোটানি।

উদ্ভিদবিজ্ঞানে বড়, ছোটো সকল প্রকার উদ্ভিদ থেকে শুরু করে ছত্রাক, শৈবাল, শ্যাওলা, ফার্ন ইত্যাদি সমস্ত কিছু নিয়ে ধারণা দেওয়া হয়। বোটানির আবার কয়েকটি শাখা রয়েছে, তা হল – প্ল্যান্ট, ফরেনসিক উদ্ভিদবিদ্যা, প্যালিওবোটানি এবং আর্কিওবোটানিকালের মতো বিভিন্ন শাখা রয়েছে।

আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓

উদ্ভিদবিজ্ঞান বা বোটানি অনার্সকে ইংরাজিতে B.Sc in Botany বলা হয়, এটি একটি তিন বছরের স্নাতক স্তরের কোর্স।


আরো পড়ুন – জুলজি অনার্স | Zoology Honours

কারা পড়বেন বোটানি অনার্স?

  • যাদের উদ্ভিদবিজ্ঞান বিষয়টি নিয়ে আগ্রহ রয়েছে,
  • উদ্ভিদের বিভিন্ন বিষয় নিয়ে যারা গবেষণা করতে চান, তারা বোটানি অনার্স করতে পারেন।

কিভাবে পড়বো বোটানি অনার্স?

বোটানি অনার্স করার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) বিষয় তিনটি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এই অনার্সে সাধারণত বেশির ভাগ কলেজে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। তবে কিছু কলেজ নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, তা উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়।


আরো পড়ুন – জৈবরসায়ন অনার্স | Biochemistry Honours

বোটানি অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই বোটানি অনার্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –


বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

বোটানি অনার্স ফি কত?

B.Sc in Botany এর ফি শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী পরিবর্তিত হয়। সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজে কোর্স ফি বেশি হয়। সাধারণত এই অনার্সের ফি 5,000 থেকে 30,000 টাকা হয়।

careerbondhu.com whatsapp channel

বোটানি অনার্সে কি কি পড়তে হয়?

উদ্ভিদবিজ্ঞান অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Microbiology
  • Plants and environment
  • Plant Diversity And Physiology
  • Genetics and cytogenetics
  • Lower Plant Diversity
  • Fungi and Plant viruses
  • Plant ecology
  • Plant physiology
  • Basics Of Botany ইত্যাদি।

আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours

বোটানি অনার্সের ভবিষ্যৎ কেমন?

‘একটি গাছ একটি প্রাণ’- এই কথাটি সবাই জানে। উদ্ভিদ আমাদের বিভিন্ন উপকার করে। উদ্ভিদ যেমন জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় তেমনই বিভিন্ন প্রাণঘাতি রোগের ওষুধও পাওয়া যায় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। এছাড়া বিভিন্ন জিনিসপত্র যা আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ সেগুলিও তৈরি হয় উদ্ভিদ দিয়ে, উদ্ভিদের ভূমিকা মানুষ তথা অন্যান্য প্রাণী জগতের কাছে অসীম। তাই উদ্ভিদ নিয়ে গবেষণা ও বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য আবিষ্কার করার জন্য প্রয়োজন বোটানিস্টদের।
careerbondhu.com telegram channel
বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় কাজের সুযোগ থাকায়, এই অনার্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

বোটানি অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Botanist
  • Plant scientist
  • Plant Researcher
  • Agronomist
  • Ecologist
  • Horticulturist
  • Florist
  • Biologist
  • Agriculture Officer ইত্যাদি।

আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • Horticulture Companies
  • Department of Agriculture
  • Biological Companies
  • Environmental Protection Agency
  • Forest Service
  • Nature Conservancy ইত্যাদি।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!