Streams – Medicine & Allied Studies
হোমিওপ্যাথি কি?
চিকিৎসাবিজ্ঞানের অন্যতম একটি শাখা হল হোমিওপ্যাথি।
এই Homeopathy শব্দটি এসেছে জার্মান Physician Samuel Hahnemann এর নাম থেকে। Samuel Hahnemann 1796 সালে Allopathic Medicine এর mainstream থেকে আলাদাভাবে আরেকটি চিকিৎসাবিদ্যার বিভাগ তৈরি করেন যার নাম হোমিওপ্যাথি (Homeopathy)।
মনে করা হয় যে, চিকিৎসার কিছু ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধের বেশকিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সেই চিন্তাভাবনা থেকেই হোমিওপ্যাথির ধারণা তৈরি হয়। 1807 সালে ‘হোমিওপ্যাথি’ শব্দটি প্রিন্ট হয়ে প্রথম প্রকাশিত হয়।
“ A system of medical practice that treats a disease especially by the administration of minute doses of a remedy that would in larger amounts produce symptoms in healthy persons similar to those of the disease”. – Merriam Webster
আমাদের দেশে হোমিওপ্যাথি হল তৃতীয় জনপ্রিয় ডাক্তারি পরিষেবা। এর আগে আছে অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদ।
হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার জন্য BHMS কোর্স রয়েছে, কোর্সটি সম্পর্কে বিস্তারিত নীচে আলোচনা করা হল।
Table of Contents
BHMS কোর্স কি?
BHMS হল মেডিকেল ফিল্ডের (Homeopathy) একটি স্নাতকস্তরের ডিগ্রি প্রোগ্রাম। এই ডিগ্রিটি হোমিওপ্যাথি মেডিসিন এবং সার্জারির উপরে করা হয়। BHMS এর পুরো কথা হল ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যানড সার্জারি Bachelor of Homeopathic Medicine and Surgery ।
এই ডিগ্রিটি সম্পূর্ণ করার পর একজন ছাত্র বা ছাত্রী সমাজে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে স্বীকৃতি পায়।
একনজরে BHMS কোর্স
কোর্সের নাম (Name of Course) | BHMS or Bachelor of Homeopathic Medicine and Surgery (হোমিওপ্যাথি) |
কি ধরনের কোর্স (Level of Course) | স্নাতক |
প্রবেশিকা (Entrance) | NEET (UG) |
কোর্সের শ্রেণি (Type of Course) | ডিগ্রি |
কোর্সের বিষয় (Field of Study) | হোমিওপ্যাথি মেডিসিন এবং সার্জারি |
কোর্সের সময়সীমা (Course duration) | সাড়ে পাঁচ বছর (5.6 years) |
কোর্স ফি (Course fee) | (Course fee) মোট খরচ 20,000 - 80,00,000 (সরকারী কলেজ) |
হোমিওপ্যাথি কোর্স পড়ার যোগ্যতা
BHMS কোর্স পড়ার জন্য উচ্চমাধ্যমিকে বা (10+2) এর সমতুল কোনো পরীক্ষায় 50% নম্বর থাকতে হবে এবং আবশ্যিক বিষয় হিসেবে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা পড়তেই হবে।
শিক্ষার্থীর বয়স নূন্যতম 17 বছর হতেই হবে।
বর্ণান্ধ, দৃষ্টিশক্তিহীন, মূক ও বধির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই কোর্স করার সুবিধা নেই।
[বি দ্র: BHMS কোর্সটি করার পর কেউ চাইলে M.D. কোর্সও করতে পারে। সেক্ষেত্রে M.D. in Homeopathic (Homeopathy), (Materia Medica), M.D. in Homeopathy (Homoeopathic) (Paediatrics) ইত্যাদি কোর্স করতে পারে।]
হোমিওপ্যাথি কোর্সের প্রবেশিকা পরীক্ষা
ভারতবর্ষে BHMS পড়ার জন্য প্রধানত NEET-UG (National Eligibility cum Entrance Test) পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় প্রাপ্ত র্যাঙ্ক এবং কাউন্সিলিং-এর ভিত্তিতে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়।
এছাড়াও কিছু রাজ্য ভিত্তিক পরীক্ষাও আছে BHMS পড়ার জন্য। যদিও এই প্রবেশিকা থেকে মূলত বেসরকারি কলেজেই ভর্তি হওয়া যায়; যেমন, PUCET, IPU CET, BVP CET, KEAM ইত্যাদি ।
BHMS কোর্সের সময়সীমা
BHMS কোর্সের মোট সময়সীমা 5.5 বছর, যার মধ্যে মোট 9টি সেমিস্টার এবং 1 বছরের ইন্টার্নশিপ থাকে।
হোমিওপ্যাথি কোর্সে কি কি পড়তে হয়?
হোমিওপ্যাথি কোর্সে প্রধান যে যে বিষয়গুলি পড়তে হয়, তা এখানে উল্লেখ করা হল। যেমন,
- Introduction to Herbology
- Essential principles of Homeopathy
- Mind and body Healing Techniques
- Introduction to Alternative Medicine
- History of Holistic Health
- Introduction to Traditional Chinese Medicine
- Health, Wellness and Longevity
- Healing through Nutritional Therapies
- Immunology and Immune System Disorders
- Fundamentals of Ayurvedic Plant Healing ইত্যাদি বিষয়।
হোমিওপ্যাথি কোর্স কোথায় পড়ানো হয়?
2019 সালের তথ্য অনুযায়ী ভারত সরকারের আয়ুশ মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত ভারতে মোট 194 (সরকারী এবং বেসরকারি) শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ছাত্রছাত্রীরা এই সরকারী এবং বেসরকারি কলেজের মধ্যে তাদের পছন্দের কলেজ বেছে নিতে পারে।
এখানে CCH (Centrail Council of Homeopahty) স্বীকৃত পশ্চিমবঙ্গ এবং ভারতের কয়েকটি অন্যতম সেরা সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া হল।
পশ্চিমবঙ্গের স্বনামধন্য BHMS কলেজ
- National Institute of Homeopathy
- The Calcutta Homeopathic Medical College and Hospital
- D.N.De Homoeopathic Medical College & Hospital
- Medinipur Homeopathic Medical College
- Mahesh Bhattacharya Homoeopathic Medicine ইত্যাদি
ভারতের স্বনামধন্য BHMS কলেজ
- Nehru Homoeopathic College and Hospital, New Delhi
- Anand Homoeopathic Medical College and Research Institute, Anand – Gujarat
- Gujarat Homoeopathic Medical College
- Govt. Homoeopathic Medical College, Bangalore
- Govt. Homoeopathic Medical College and Hospital, MACT, Bhopal ইত্যাদি
BHMS কোর্স ফি কত?
এই কোর্সের ফি সাধারণভাবে সরকারী ক্ষেত্রে 20,000 টাকা থেকে শুরু হয়, বেসরকারী ক্ষেত্রে কোর্স ফি সাধারণত 3 লাখ টাকা থেকে শুরু হয়।
হোমিওপ্যাথি কোর্স করে ভবিষ্যতের সুযোগ কি?
ভারতবর্ষে Health Care Industry বা স্বাস্থ্য পরিষেবা একটি বিরাট ইন্ডাস্ট্রি। বিশেষ করে কোভিড মহামারী ভারতবর্ষের মত বিশাল দেশে স্বাস্থ্য পরিষেবার অপ্রুতুলতা সামনে নিয়ে এসেছে। ভারত হোমিওপ্যাথি ইন্ডাস্ট্রির অন্যতম একটি বড় মার্কেট, তাই ভারতকে ’ল্যান্ড অফ হোমিওপ্যাথি (Land of Homeopathy)’ বলা হয়।
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে যে আগামী পাঁচ বছরের বছরের মধ্যে অল্টারনেট মেডিসিনের (আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ইউনানি, ন্যাচারোপ্যাথ এবং সিদ্ধা) মার্কেট সাইজ 50% বৃদ্ধি পাবে। পৃথিবীর প্রায় সমস্ত দেশেই হোমিওপ্যাথির কম-বেশি চল আছে। তাই কাজের সুযোগও আছে ভালোই।
তবে ভারতের সামাজ ব্যবস্থায় অ্যালোপ্যাথিক ডাক্তারদের যে সম্মানের দৃষ্টিতে দেখা হয়, প্রায় সমতুল পরিশ্রমী হোমিওপ্যাথিক ডাক্তারদের সেই সম্মান দেওয়া হয় না। এটি অবশ্যই একটি নেতিবাচক দিক।
বিভিন্ন হোমিওপ্যাথি কলেজে রিসার্চ এসোসিয়েট বা প্রফেসার হিসেবেও কাজ করা যায়। সরকারী কলেজে কাজ করার সুযোগ আছে।
সাধারণত একজন BHMS GRADUATE যে ধরনের কাজ করতে পারে সেগুলি হল,
- Homeopathic Medical consultant.
- Homeopathic Medical Officer.
- Homeopathy lecturer and pharmacist-cum-dispenser ইত্যাদি।
হোমিওপ্যাথি কোর্স করে সরকারী চাকরি কি কি পাওয়া যায়?
যে ধরনের সরকারীপদগুলিতে চাকরির সুযোগ রয়েছে সেগুলি হল,
- Homoeopathy Medical Officer
- Doctor
- Pharmacist
- Public Health Specialists ইত্যাদি
সরকারী অফিসে মেডিকেল অফিসার হিসেবেও কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে UPSC Combined Medical Service Examination পাশ করা দরকার।
হোমিওপ্যাথি ডাক্তারের বেতন কেমন?
BHMS কোর্স শেষ করলে প্রাথমিকভাবে একজন হোমিওপ্যাথি ডাক্তার 20,000 থেকে 40,000 পর্যন্ত বেতন পায়। পরবর্তীতে অভিজ্ঞতার সাথে তা আরো বৃদ্ধি পায়।
পর্ব সমাপ্ত! আরো পড়ুন – MBBS | এমবিবিএস অ্যালোপ্যাথি
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।