bachelor-of-dental-surgery-course
Category – Medicine & Allied Studies

তুমি কি ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার হতে চাও?

তাহলে তোমাকে BDS কোর্স সম্পর্কে জানতে হবে। অনেকেই মনে করেন MBBS কোর্স করে দাঁতের ডাক্তার হওয়া যায়; এটি সঠিক নয়। BDS কোর্স সম্পন্ন করে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার হওয়া যায়।

এই BDS কোর্সটি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো।

BDS কোর্স কি?

BDS -এর সম্পূর্ণ কথা Bachelor of Dental Surgery (ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি). BDS কোর্সটি একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 5 বছর

আমাদের দাঁত বা দাঁত সম্পর্কিত কোনো সমস্যা যে সকল ডাক্তার সমাধান করে থাকেন, তাদের ডেন্টিস্ট বলা হয়। সুতরাং, এই BDS কোর্স পড়ে দন্ত বিশেষজ্ঞ বা ডেন্টিস্ট হওয়া যায়।

BDS-Course
ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার

কিভাবে পড়বো BDS কোর্স?

BDS কোর্স পড়ার জন্য যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। উচ্চমাধ্যমিকের পাঠ্য বিষয়গুলির মধ্যে পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) এই তিনটি বিষয় থাকতেই হবে।

এরপর প্রবেশিকা পরীক্ষা – NEET UG পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করে BDS কোর্সে ভর্তি হওয়া যায়।

NEET Exam Details
NEET পরীক্ষা সম্পর্কে আরো জেনে নাও উপরের ছবিটি ক্লিক করে।

BDS কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই BDS কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি স্বনামধন্য কলেজের নাম দেওয়া হল –

  • Dr R Ahmed Dental College and Hospital, Kolkata
  • Guru Nanak Institute of Dental Science and Research, Kolkata
  • Kusum Devi Sunderlal Dugar Jain Dental College and Hospital, Kolkata
  • Burdwan Dental College and Hospital, Burdwan
  • Haldia Institute of Dental Sciences and Research, Purba Medinipur
  • North Bengal Dental College, Sushrutanagar
  • King George’s Medical University, Lucknow
  • Indira Gandhi Institute of Dental Sciences, Kerala
  • ITS Centre for Dental Studies and Research, Ghaziabad
  • Institute of Medical Sciences Banaras Hindu University, Varanasi
  • Government Dental College and Hospital, Jaipur ইত্যাদি।

ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি কোর্স ফি কত?

বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন, সরকারি কলেজে কোর্স ফি তুলনামূলক কম হয়। ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি কোর্সের ফি প্রায় 2 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত হয়।

Bachelor of Dental Surgery কোর্সে কি কি পড়তে হয়?

ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, তা নীচে দেওয়া হল –

  • General Pathology and Microbiology
  • Dental Anatomy Embryology and Oral Histology
  • Oral Pathology & Oral Microbiology
  • Dental Materials
  • General Medicine
  • General Surgery
  • Public Health Dentistry
  • Oral Medicine & Radiology
  • Conservative Dentistry and Endodontics ইত্যাদি।

ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি কোর্সের ভবিষ্যৎ কেমন?

মানুষ যতদিন আছে ততদিন শরীরের সমস্যা রয়েছে, তাই ডাক্তারের চাহিদাও রয়েছে। দাঁত আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ; তাই দাঁতের সমস্যা হলে তা ফেলে রাখা অসম্ভব। শুধু তাই নয়, বয়স বাড়ার সাথে সাথে দাঁত ও মাড়ির নানান সমস্যা দেখা দেয়। আর দাঁতের সমস্যা হলেই আমাদের দন্ত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া ছাড়া কোন উপায় নেই। তাই বলা যায়, এই পেশায় প্রচুর সম্ভাবনা।

dentist
দাঁতের ডাক্তারদের ভবিষ্যৎ উজ্জ্বল।

শুধু তাই নয়, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি কোর্স ভালোভাবে সম্পূর্ণ করলে দেশে-বিদেশে প্রাইভেট প্র্যাকটিস করার প্রচুর সুযোগ রয়েছে।

বেসরকারি হাসপাতাল বা প্রাইভেট ডেন্টাল ক্লিনিকে বহু ডাক্তার সাফল্যের সঙ্গে প্র্যাকটিস করেন। এছাড়া ডেন্টাল কলেজে শিক্ষাকতা করার সুযোগও থাকে।

ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি কোর্স করে অবশ্যই সরকারি হাসপাতালে ডেন্টিস্ট হয়ে প্র্যাকটিস এবং সরকারি ডেন্টাল কলেজে লেকচারার (Lecturer) হয়ে শিক্ষকতা করার সুযোগ রয়েছে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!