Category – Management & Business Studies
Table of Contents
BBM কোর্স কি?
BBM কোর্সের সম্পূর্ণ কথা হল Bachelor of Business Management. এটি একটি 3 বছরের স্নাতক স্তরের কোর্স। এই কোর্সটিতে বিজনেস, ইকোনমিকস ও অর্গানাইজেশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। BBM কোর্সটির সাথে BBA কোর্সের বহু মিল রয়েছে।
আরো পড়ুন – BBA কোর্স কি?
কিভাবে পড়বো BBM কোর্স?
BBM কোর্স পড়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।
বেশিরভাগ কলেজে নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। এছাড়া কিছু কলেজে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়।
BBM কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
BBM কোর্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নির্দিষ্ট কিছু কলেজে পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –
- IIAS Kolkata
- APEX Kolkata
- Attitude Management Academy, Kolkata
- Dinabandhu Andrews Institute of Technology & Management, Kolkata ইত্যাদি।
আরো পড়ুন – CA কোর্স কি?
BBM কোর্স ফি কত?
বিভিন্ন কোর্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় অনেকটা কম। BBM কোর্সের ফি সাধারণত 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে।
BBM কোর্সে কি কি পড়তে হয়?
BBM কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –
- Business Communication and Soft Skills
- Business Statistics
- Economic Environment of Business
- Indian Financial System
- Income Tax
- Financial Management
- Auditing
- Human Resource Management ইত্যাদি।
আরো পড়ুন – CMA কোর্স কি?
BBM কোর্সের ভবিষ্যৎ কেমন?
বিজনেস ম্যানেজমেন্ট এমন একটি কোর্স যা পড়ে বিভিন্ন সংস্থায় কাজের প্রচুর সুযোগ রয়েছে। দেশে-বিদেশে সর্বত্র কাজের সুযোগ থাকায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।
BBM কোর্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে, তা হল –
- Business Analyst
- Operations Manager
- Associate Manager
- Business Development Manager
- Relationship Manager
- Human Resources Manager ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।