Accessories Design
Streams – Media Studies

অ্যাকসেসারিস ডিজাইন (Accessories Design) কোর্স কি?

Accessories-এর বাংলা অর্থ হল আনুষাঙ্গিক। মানুষ নিজের পোশাকের সাথে বিভিন্ন জিনিস ব্যবহার করে নিজেকে আকর্ষণীয় করে তোলে, যে জিনিসগুলি ব্যবহার করে সেগুলিকে অ্যাকসেসারিস (Accessories) বলে। এই অ্যাকসেসারিসের মধ্যে পড়ে, বিভিন্ন কানের দুল, নেকলেস, চুড়ি, ঘড়ি, সানগ্লাস, ব্যাগ, স্কার্ফ, বেল্ট ইত্যাদি।

উপরিক্ত দ্রব্যগুলির ডিজাইন সংক্রান্ত কোর্সই হল অ্যাকসেসারিস ডিজাইনিং কোর্স। অ্যাকসেসারিস ডিজাইনিং কোর্সের সাথে ফ্যাশন ডিজাইনের খানিকটা মিল রয়েছে। বিভিন্ন অঞ্চল ভেদে এই অ্যাকসেসারিসের ডিজাইন ভিন্ন হয়।

অ্যাকসেসারিস ডিজাইন (Accessories Design)-এর একটি প্রচলিত কোর্স হল B.Des in Accessories Design। এটি একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর।

কিভাবে পড়বো B.Des অ্যাকসেসারিস ডিজাইন কোর্স?

B.Des in Accessories Design কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সাধারণত এই কোর্সে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবে।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল –


আরো পড়ুন – NIFT Entrance Exam | NIFT প্রবেশিকা পরীক্ষা

অ্যাকসেসারিস ডিজাইন কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

অ্যাকসেসারিস ডিজাইন কোর্স যে যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো হয়, তার মধ্যে বিখ্যাত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, নীচে দেওয়া হল –

  • National Institute of Fashion Technology, Kolkata
  • Pearl Academy, New Delhi
  • Symbiosis Institute of Design, Pune
  • National Institute of Design, Ahmedabad ইত্যাদি।

B.Des in Accessories Design কোর্স ফি কত?

বিভিন্ন কোর্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন হয়। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের থেকে তুলনামূলক কম। B.Des in Accessories Design কোর্সের ফি সাধারণত 20,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত বা তার বেশি হয়।

অ্যাকসেসারিস ডিজাইন কোর্সে কি কি পড়তে হয়?

B.Des in Accessories Design কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Principles of Design
  • Elements of Design
  • History of Design
  • History of Fashion
  • Fabric Embellishment
  • Textile Studies
  • Fashion Studies
  • Machinery
  • Photography
  • Fashion Illustration
  • Basics of Computer
  • CAD ইত্যাদি।

আরো পড়ুন – B.Design Course | ব্যাচেলার অফ ডিজাইন কোর্স

B.Des in Accessories Design কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে মানুষ নিজেকে নিয়ে খুবই সচেতন, যেমন নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন তেমনই নিজের পোশাক পরিচ্ছদ, নিজের সৌন্দর্য সম্পর্কেও সচেতন। তাই বিভিন্ন অ্যাকসেসারিসের ব্যবহার করে নিজেকে প্রেসেন্টেবল লুকে রাখতে চান। এই কারণে প্রয়োজন হয় অ্যাকসেসারিস ডিজাইনারদের। বর্তমানে এই পেশার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একজন দক্ষ অ্যাকসেসারিস ডিজাইনার হয়ে উঠলে ভবিষ্যৎ উজ্জ্বল। দেশে-বিদেশে কাজের সুযোগ রয়েছে।

অ্যাকসেসারিস ডিজাইন কোর্স করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, তা হল –

  • Accessory designer
  • Accessory Stylist
  • Product manager
  • Brand Manager
  • Leather Accessory Designer
  • Jewellery Designer
  • Visual merchandiser ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!