Category – Profession
সেবাই পরম ধর্ম। বিশ্বের বিভিন্ন মনিষীরা তাদের কাজের মাধ্যমে এই বাণী বারবার প্রমাণ করে গেছেন। মানবসমাজ বাকি অন্যান্য জীবকূলের থেকে সভ্যতা, বুদ্ধি, সংস্কৃতিতে অনেকাংশে এগিয়ে, তবে সব থেকে বড় বিষয় মানবতা। অসহায়কে সহায়তা প্রদানই মানবসমাজকে জীবকূলের মধ্যে শ্রেষ্ঠ করে তুলেছে।
অসুস্থ, অসমর্থ, অক্ষম মানুষকে সুস্থ করে তোলাই চিকিৎসকের কাজ। আর সেই কাজে রোগী ও চিকিৎসকের মধ্যে যারা সেতুবন্ধন করেন তারাই নার্স বা সেবিকা।
জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবেশ দূষণ, মানসিক অবসাদ প্রভৃতি কারণে রোগ, অসুস্থতার প্রাদুর্ভাব দিনে দিনে বাড়ছে, আর তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে উন্নত স্বাস্থ্য পরিষেবার চাহিদা। অপ্রতুল চিকিৎসক ও সেবক-সেবিকার সংখ্যা মুমূর্ষুদের উন্নত চিকিৎসা প্রদানের পথে প্রধান সমস্যা। সাম্প্রতিক কিছু রিপোর্ট অনুসারে দেখা গেছে রোগী পিছু নার্সের সংখ্যার অনুপাত এখন খুব কম।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
বর্তমান এবং ভবিষ্যতে সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে নার্সদের সংখ্যা বৃদ্ধি একান্ত প্রয়োজন। তাই এই পেশার ভবিষ্যৎ খুব উজ্জ্বল।
নার্স কাদের বলা হয়?
রোগীদের পাশে থেকে চিকিৎসার কাজে সাহায্য করে তাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তোলাই হল সেবক বা সেবিকাদের প্রধান কাজ। এই কাজ যারা করেন, তাদের নার্স বলা হয়।
নার্সরা কি ধরনের কাজ করেন?
একজন নার্স যে ধরনের কাজ করেন, সেগুলি হল –
• রোগীর রোগের গতি প্রকৃতি রেকর্ড চার্ট করা।
• রোগীর প্রয়োজন অনুসারে তার দেখাশোনা করা।
• কোনোরকম শারীরিক পরীক্ষার প্রয়োজন হলে রোগীকে সহায়তা করা।
• চিকিৎসক, রোগী এবং রোগীর পরিজনের মধ্যে সংযোগ মাধ্যম হিসাবে কাজ করা।

একজন নার্সকে বহু কাজ করতে হয়। রোগীকে চিকিৎসকের নির্দেশ মতো প্রয়োজনীয় ওষুধ ও পথ্য দেওয়া এবং রোগীর সেবায় নিযুক্ত থাকাই তার একমাত্র কাজ নয়। স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে এর পাশাপাশি চিকিৎসাকেন্দ্রে স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত কিছু দায়িত্ব পালন করতে হয়। আমরা নার্সিং পেশার সঙ্গে জড়িত বিভিন্ন পদগুলি দেখে নেব –
• নার্সিং প্রজেক্ট অফিসার,
• অ্যাসিস্ট্যান্ট নার্স
• স্টাফ নার্স
• ওটি সিস্টার
• নার্সিং সুপারভাইজার
• নার্সিং কলেজ ইন্সট্রাক্টর
• ডেমোনস্ট্রেটর ইনচার্জ
• নার্সিং অধ্যাপক/অধ্যাপিকা
নার্স হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?
উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটি বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা 40-50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া জরুরী। এর সাথে ইংরাজিতেও 45% নাম্বার থাকা আবশ্যক।
নার্স হওয়ার জন্য বিশেষ কিছু কোর্স –
• উচ্চমাধ্যমিকের পর এক বছরের সার্টিফিকেট কোর্স করেও নার্স হওয়া যায়।
• এছাড়াও দুই বা তিন বছরের ডিপ্লোমা কোর্স,
[ডিপ্লোমা কোর্সের আবার দুটি ভাগ রয়েছে – Auxiliary Nursing Midwife (ANM) এবং General Nursing Midwife (GNM)] করে নার্স হওয়া যায়।]
• এছাড়াও নার্সিং-এ B.Sc করার জন্য চার বছরের স্নাতক কোর্স করা যায়।
• স্নাতক কোর্সের পর দুই বছরের স্নাতকোত্তর কোর্স করা যায় অর্থাৎ নার্সিং-এ M.Sc ডিগ্রি লাভ হয়।
উপরিক্ত কোর্সগুলি পড়ার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষা দিতে হয় –
• ডিপ্লোমা কোর্স করার জন্য প্রবেশিকা পরীক্ষা – ANM (R) & GNM,
• B.Sc কোর্স করার প্রবেশিকা পরীক্ষা হল AIIMS BSc Nursing exam, NEET, DSAT, ITM, JENPAS ইত্যাদি।
• M.Sc করার জন্য যে যে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, সেগুলি হল – JEMScN, AIIMS MSc Exam, MET, DSAT, CET ইত্যাদি।

একজন সফল নার্স হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?
একজন সফল নার্স হবার জন্য যে যে দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি হল –
• যত্নবান।
• কথা বলার দক্ষতা।
• সহমর্মিতা।
• সব বিষয়ে লক্ষ্য রাখা।
• দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা।
• অদম্য মানসিক শক্তি।
• সমস্ত পরিস্থিতিতে ইতিবাচক থাকা।
• রোগীর সুস্থতার বিষয়ে দায়বদ্ধ থাকা।
এই পেশার ভবিষ্যৎ কেমন?
উন্নয়নশীল দেশ ভারতবর্ষে দারিদ্র্য, অপুষ্টি, অশিক্ষা, সচেতনতার অভাব, পরিবেশ দূষণ এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। তাই চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন আবশ্যক। তবে আশার আলো একটাই স্বাধীনতার পর থেকে চিকিৎসাবিজ্ঞানে উন্নতির সাথে সাথে মানুষের গড় আয়ু (life expectancy) বেড়েছে। আজকের দিনে ক্যানসারের মতো দুরারোগ্য রোগের চিকিৎসা সম্ভব। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসাক্ষেত্রের ব্যপ্তি।
তবে আমাদের দেশে চিকিৎসা পরিষেবা অপ্রতুল। সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, আমাদের দেশে 1000 জন নাগরিক পিছু নার্সের সংখ্যা মাত্র 1.7 জন। এই তথ্য থেকেই খুব স্পষ্ট, আগামীদিনে জনস্বাস্থ্য পরিষেবার উন্নয়নে প্রচুর দক্ষ সেবক – সেবিকার প্রয়োজন হবে। আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নয়নের জন্য এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল। দেশে, বিদেশে এই পেশায় কাজের সুযোগের কোনো অভাব নেই।
এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?
একজন নার্স শুরুতে প্রায় 15,000 থেকে 20,000 টাকা মাসিক বেতন পেয়ে থাকেন। একজন নার্সের বছরে আয় প্রায় 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত আয় হয়ে থাকে। অভিজ্ঞতা ও পদমর্যাদার বিচারে বেতনও ক্রমশ বৃদ্ধি পায়।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।