Category – Profession
Weather Department বা আবহাওয়া দপ্তর সম্পর্কে আমরা সকলেই জানি।
জীবজগতের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের ভূমিকা সর্বাধিক। আবহাওয়া, জলবায়ু ইত্যাদি হল বায়ুমন্ডলেরই বিভিন্ন অবস্থা।
এক কথায় বলা যায় বায়ুপ্রবাহ, ঝড়, বৃষ্টি ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন গবেষণা এবং এই প্রাকৃতিক বিষয়গুলির উপর আগাম পূর্বাভাস দেওয়ার কাজ যে দপ্তর থেকে পরিচালিত হয়, তাকে আবহাওয়া দপ্তর বলা হয়।
Table of Contents
আবহাওয়াবিদ বা মেটেওরোলোজিস্ট (Meteorologist) কাদের বলা হয়?
আবহাওয়া দপ্তরে যারা উপরে উল্লেখিত কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করেন, তাদের আবহাওয়াবিদ বা Meteorologist বলা হয়।
[বিঃ দ্রঃ ওয়েদার ডিপার্টমেন্ট, মেটেওরোলোজি ডিপার্টমেন্ট (Meteorological Department) নামেও পরিচিত।]
একজন আবহাওয়াবিদ হলেন একজন বিজ্ঞানী যিনি আবহাওয়া সম্পর্কে গবেষণা করেন।আবহাওয়াবিদরা পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবী পৃষ্ঠ, মহাসাগর এবং বায়োস্ফিয়ার ইত্যাদি সম্পর্কে অধ্যায়ন করেন।
[মেটেওরোলোজিস্টের বিভিন্ন ভাগ হয়। যারা প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে ধারণা দেন, তাদের আবহাওয়ার পূর্বাভাসকারী বা অপারেশনাল মেটিওরোলজিস্ট বলা হয়।]
আরো পড়ুন – Reporter as Profession | রিপোর্টার কিভাবে হওয়া যায়?
আবহাওয়াবিদরা কি ধরনের কাজ করেন?
আবহাওয়াবিদরা, আবহাওয়া, জলবায়ুর উপর বিভিন্ন গবেষণা করেন এবং নিয়মিত আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস দেন। এনারা বর্তমান ও ভবিষ্যতের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপ, আর্দ্রতা, বাতাসের গতি ইত্যাদি আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলির পরিমাপ করেন।
আবহাওয়াবিদ হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?
আবহাওয়াবিদ হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আবহাওয়া সংক্রান্ত বিষয়ে ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি কোর্স করা আবশ্যক। নীচে কয়েকটি কোর্সের নাম নীচে দেওয়া হল –
- B.Tech in Atmospheric Sciences
- B.Sc in Meteorology ইত্যাদি।
[বিঃদ্রঃ মেটেওরোলজিতে ডিপ্লোমা কোর্স করার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।]
আরো পড়ুন – RJ পেশার খুঁটিনাটি | Radio Jockey as Profession
একজন সফল আবহাওয়াবিদ হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?
একজন সফল আবহাওয়াবিদ হওয়ার জন্য যে যে বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন, তা হল –
- তথ্য বিশ্লেষণের দক্ষতা
- কম্পিউটার সম্পর্কে ধারণা
- ধৈর্য থাকা প্রয়োজন
- কমিউনিকেশন স্কিল ইত্যাদি।
আরো পড়ুন – Career Counselor as Profession | কিভাবে কেরিয়ার কাউন্সেলার হওয়া যায়?
আবহাওয়াবিদ পেশার ভবিষ্যৎ কেমন?
বর্তমানে এটি একটি জনপ্রিয় পেশা। দেশে বিদেশে এই পেশার প্রচুর সুযোগ রয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে।
কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –
- Indian Air Force
- National Remote Sensing Agency
- Indian Meteorology Department (IDM)
- Indian Institute of Tropical Meteorology
- Indian Space Research Organization (ISRO)
- Space Application Centre
- Defense Research and Development Organization (DRDO)
- Department of Science and Technology ইত্যাদি।
আরো পড়ুন – Translator as Profession | ট্রান্সলেটর কিভাবে হওয়া যায়?
আবহাওয়াবিদরা কেমন বেতন পাওয়া যেতে পারে?
কর্মস্থান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন পরিবর্তিত হয়। এই পেশার বার্ষিক আয় সাধারণত 2-10 লাখ পর্যন্ত হয়।
পর্ব সমাপ্ত! |
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।