Career Counselor
Category – Profession

কেরিয়ার কাউন্সেলর কাদের বলা হয়?

প্রাচীনকালে মানুষ বিদ্যা অর্জন করত, জ্ঞান বৃদ্ধির জন্য। বর্তমানে বিদ্যা অর্জন বা শিক্ষিত হওয়ার উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞান বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নেই তার সাথে যুক্ত হয়েছে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার বিষয়টিও। কিন্তু ভারতের মতো উন্নয়নশীল দেশে আর্থিক স্বনির্ভরতার বিষয়টি স্কুল, কলেজের পাঠ্যক্রমে বেশিরভাগ সময়ই উপেক্ষিত থেকে যায়।

বর্তমান যুগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক উত্তীর্ণ হয়েও বহু ছাত্রছাত্রী বুঝে উঠতে পারে না, ভবিষ্যতে তারা কিভাবে স্বনির্ভর হবে। ফলে বহু প্রতিভাশালী, মেধাবী ছাত্রছাত্রী সঠিক দিশার অভাবে তাদের কর্মদক্ষতাকে কাজেই লাগাতে পারেনা। বর্তমানে এটি একটি জ্বলন্ত সমস্যা।

careerbondhu.com whatsapp channel

সামগ্রিকভাবে বিচার করলে এই সমস্যাটি দেশে বেকারত্ব ও অদক্ষ যুবসমাজের পরিমাণকে বৃদ্ধি করে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে জেন-Y (Gen-Y) এখন কেরিয়ার কাউন্সেলারদের সহায়তা নিচ্ছে।

কেরিয়ার শব্দের অর্থ পেশা এবং কাউন্সেলার কথার অর্থ পরামর্শদাতা অর্থাৎ যারা ব্যক্তিগত পছন্দ, স্বাচ্ছন্দ্য এবং মার্কেটের চাহিদা অনুযায়ী আমাদের কেরিয়ার সম্পর্কে পরামর্শ দেন, তারা হলেন কেরিয়ার কাউন্সেলার।

কেরিয়ার কাউন্সেলররা কি ধরনের কাজ করেন?

কেরিয়ার কাউন্সেলরদের প্রধান কাজ ছাত্রছাত্রীকে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে গাইড করা। ছাত্রছাত্রীকে বিভিন্ন কোর্স এবং কোর্সের ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন এই কেরিয়ার কাউন্সেলররা। ছাত্রছাত্রীর দক্ষতা বুঝে সঠিক পরামর্শ দেওয়াই কেরিয়ার কাউন্সেলরদের দায়িত্ব।

careerbondhu.com telegram channel

কেরিয়ার কাউন্সেলর হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

কেরিয়ার কাউন্সেলর হওয়ার জন্য যে কোনো বিভাগ নিয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। সাইকোলজি (Psychology) তে BA/B.Sc কোর্স এবং পরে MA/M.Sc কোর্স করা থাকলে পেশায় বিশেষ সুবিধা পাওয়া যায়।


আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours

একজন সফল কেরিয়ার কাউন্সেলর হওয়ার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল কেরিয়ার কাউন্সেলর হওয়ার জন্য কিছু দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি হল –

  • কেরিয়ার কাউন্সেলর হওয়ার জন্য সমস্ত পেশা, কোর্স প্রভৃতি বিষয়ে সম্পূর্ণ এবং আপডেটেড তথ্য জেনে রাখা প্রয়োজন।
  • কমিউনিকেশন স্কিলে দক্ষ হতে হবে। (Communication Skills)
  • কেরিয়ার সংক্রান্ত পরামর্শ দেওয়া বা সমস্যাগুলির সমাধান করার দক্ষতা থাকা প্রয়োজন।
  • ছাত্রছাত্রীদের মানসিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা আবশ্যক।
  • বিভেদ না করে সকলকে এবং সব পেশাকে সমান চোখে দেখেই পরামর্শ দেওয়া প্রয়োজন।
  • ছাত্রছাত্রীর জীবনের পার্সোনাল ও প্রোফেশনাল বিষয় দুটি আলাদা রেখে পরামর্শ দেওয়া।
  • ধৈর্য ও নম্রতার সাথে ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া।

careerbondhu.com whatsapp channel

এই পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমানে জনপ্রিয় চাকরির বিভাগগুলির মধ্যে, কেরিয়ার কাউন্সেলিং অন্যতম। তাই এই পেশাটির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বা যারা কর্মজীবন শুরু করতে চলেছেন তারাই নয় এর পাশাপাশি অভিজ্ঞ পেশাদার ব্যক্তিদেরও কর্মজীবন সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করেন এই কেরিয়ার কাউন্সেলাররা। তাই এই পেশার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।

কেরিয়ার কাউন্সেলররা বিভিন্ন স্কুল, কলেজ, এডুকেশন ইনস্টিটিউট, নিউজ এজেন্সির কেরিয়ার সংক্রান্ত বিভাগগুলিতে কাজ করেন। তবে বর্তমানে শহরাঞ্চলগুলিতে চাহিদার ভিত্তিতে বহু মানুষই নিজস্ব কেরিয়ার কাউন্সেলিং সিস্টেম গঠন করে উপার্জন করছেন।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

একজন কেরিয়ার কাউন্সেলর বছরে 2 লাখ থেকে 6 লাখ টাকা আয় করে থাকেন। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে এই বেতনও ক্রমশ বৃদ্ধি পায়।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!