Category – Profession
Table of Contents
ক্যালিগ্রাফিস্ট (Calligraphist) কাদের বলা হয়?
Calligraphy (ক্যালিগ্রাফি) কথাটির বাংলা অর্থ চারুলিপি। চারুলিপি কথাটি লিপিবিদ্যা, লিপিকলা বা হস্তলিপিশিল্প নামেও পরিচিত। ক্যালিগ্রাফি হল একটি ভিস্যুয়াল আর্ট, যা লেখা (Write)-এর সাথে সম্পর্কিত।
এই ক্যালিগ্রাফি যারা করেন তাদের ক্যালিগ্রাফিস্ট (Calligraphist) বলা হয়। বিভিন্ন ডিজাইন এবং লেখা সুন্দরভাবে ফুটিয়ে তোলাই হল ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফির মূল উদ্দেশ্য লোকজনের দৃষ্টি আকর্ষণ করা।
আরো পড়ুন – আর্কিওলজিস্ট কিভাবে হওয়া যায়? | Archaeologist as Profession
ক্যালিগ্রাফিস্টরা কি ধরনের কাজ করেন?
ক্যালিগ্রাফিস্টদের প্রধান কাজ বিভিন্ন পেন ও তুলি ব্যবহার করে ডিজাইনের মাধ্যমে ক্যালিগ্রাফি বা চারুলিপি করা। এই ক্যালিগ্রাফি বিভিন্ন রকমের হয়, মুদ্রার উপর লেখা, স্মৃতি নথি, জন্ম ও মৃত্যু সার্টিফিকেটে, বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে এমনকি টেলিভিশন ও ফিল্মে ‘প্রপ’ হিসাবে ব্যবহৃত হয় ক্যালিগ্রাফি।
ক্যালিগ্রাফিস্ট হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?
ক্যালিগ্রাফিস্ট হওয়ার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। নূন্যতম উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরো পড়ুন – রিপোর্টার | Reporter
একজন সফল ক্যালিগ্রাফিস্ট (Calligraphist) হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?
একজন সফল ক্যালিগ্রাফিস্ট হওয়ার জন্য বিশেষ কিছু বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন, তা হল –
- সুন্দর হাতের লেখা
- সৃজনশীলতা
- বিভিন্ন ডিজাইন সম্পর্কে জ্ঞান
- বিভিন্ন ভাষার উপর দক্ষতা ইত্যাদি।
আরো পড়ুন – কন্টেন্ট রাইটার | Content Writer
এই পেশার ভবিষ্যৎ কেমন?
বর্তমানে মানুষ সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়। বিভিন্ন লেখাকে আরো সুন্দর করে তুলতে এই হস্তলিপি শিল্প ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ক্যালিগ্রাফিস্ট বর্তমানে একটি জনপ্রিয় পেশা। বিভিন্ন সংস্থা যেমন – বিজ্ঞাপন, মিডিয়া, প্রিন্ট ইন্ডাস্ট্রি ইত্যাদি পেশায় এর চাহিদা রয়েছে। দেশে-বিদেশে এই পেশার চাহিদা থাকায় এই পেশাটির ভবিষ্যৎ উজ্জ্বল।
এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?
একজন ক্যালিগ্রাফিস্ট বার্ষিক 2-6 লাখ টাকা আয় করেন। কর্মস্থান, দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই আয় পরিবর্তিত হয়।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।