Content Writer
Category – Profession

আমাদের আশেপাশের মানুষের কাছে মনের ভাব প্রকাশের জন্য আমরা কথা বলি, কিন্তু একসাথে বহু মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার আধুনিককালে বহু উপায় থাকলেও কিছু বছর আগে পর্যন্ত এক মাত্র উপায় ছিল লিখিত মাধ্যম। সংবাদপত্র থেকে বই, ম্যাগাজিন থেকে প্রচারপত্র সহ বিভিন্ন পত্রপত্রিকা, দেওয়াল লিখন ইত্যাদির মাধ্যমে আমরা একই সাথে বহু মানুষকে সংযুক্ত করতে পারি। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে এই সমস্ত উপায় ছিল খুবই পরিচিত মাধ্যম।

বর্তমানে তথ্য আদান প্রদানের সেই চিরাচরিত মাধ্যমই হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ পেশা। অফলাইন বিভিন্ন প্রকার মিডিয়া থেকে শুরু করে আজকের অনলাইন দুনিয়ার এক বিরাট অংশ (প্রোমোশান, বিজ্ঞাপন, শিক্ষা, বিনোদন) জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের কন্টেন্ট। পেশার এই ক্ষেত্রটির ভবিষ্যৎ তাই খুবই উজ্জ্বল।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


কন্টেন্ট রাইটার (Content Writer) কাদের বলা হয়?

এক কথায় বলতে গেলে, যারা কন্টেন্ট লেখে তাদের কন্টেন্ট রাইটার বলে। আমরা গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু জানার জন্য যখন সার্চ করি তখন অনেকগুলি ওয়েব পেজ আসে। আমরা বিভিন্ন ওয়েব পেজ খুলে দেখতে পাই যে সেখানে আমরা যে বিষয়ে খুঁজেছি তার সম্পর্কে অনেক কিছু লেখা থাকে, এইসব লেখাগুলি কন্টেন্ট রাইটাররা লিখে থাকেন।

কন্টেন্ট রাইটাররা কি ধরনের কাজ করেন?

কন্টেন্ট রাইটার নামের মধ্যেই কাজ লুকিয়ে আছে। কন্টেন্ট মানে বিষয়বস্তু এবং রাইটার মানে লেখক, অর্থাৎ কোনো বিষয়বস্তু সম্পর্কে লেখাই হল কন্টেন্ট রাইটারের প্রধান কাজ। 

content-writer
কন্টেন্ট রাইটার পেশা

এছাড়া কন্টেন্ট রাইটারের আরও কিছু দায়িত্ব থাকে, সেগুলি হল –

  • যে বিষয় নিয়ে লিখতে হবে সেই বিষয়গুলি নিয়ে গবেষণা করা।
  • কোম্পানির পণ্য/পরিষেবা প্রচারের জন্য পরিষ্কার ও নির্ভুল কন্টেন্ট লেখা।
  • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে সুগঠিত ড্রাফট (Draft) প্রস্তুত করা।
  • সোশ্যাল মিডিয়া বা ওয়েব সাইটে আপলোড করা।

কন্টেন্ট রাইটার হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

কন্টেন্ট রাইটারের জন্য গ্র্যাজুয়েশন পাশ করা প্রয়োজন। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করলেই এই কন্টেন্ট রাইটার হওয়া যায়। কিন্তু ইংরেজি, সাংবাদিকতা ইত্যাদি ক্ষেত্রে পড়াশোনা করা থাকলে ঐ সংক্রান্ত কন্টেন্ট লিখতে সুবিধা হয়।

তবে যে কোনো সময়েই এই পেশার সাথে যুক্ত হওয়া যায়। যদি নিজের কোনো ব্লগ বা ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি নিয়মিত লেখার অভ্যাস থাকে, সেক্ষেত্রে বড় কোনো কাজ পেতে বিশেষ সুবিধা হয়।
careerbondhu.com whatsapp channel

একজন সফল কন্টেন্ট রাইটার (Content Writer) হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল কন্টেন্ট রাইটার হবার জন্য যে যে দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি নীচে দেওয়া হল –

  • বিষয় বস্তুকে একটি সহজ ও সুন্দর গল্পের আকারে লেখার দক্ষতা থাকা প্রয়োজন, যাতে মানুষ তা সহজে বুঝতে পারে।
  • SEO অর্থাৎ Serach Engine Optimizer সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
  • ইন্টারনেটের মাধ্যমে বা বই বা বিভিন্ন উৎস ব্যবহার করে যে বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সম্পর্কে জানা দরকার।
  • যে ভাষায় কন্টেন্ট লেখা হবে সেই ভাষায় দক্ষ হতে হবে এবং সেই ভাষার ব্যাকরণে দক্ষ হতে হবে।
  • লেখার পর অনেক সময় এডিট করতে হয়, সুতরাং এডিটিং সম্পর্কে জ্ঞান আবশ্যক।
  • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (যেমন – WordPress) সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
  • নির্দিষ্ট সময়সীমার মধ্যে লেখা শেষ করার ক্ষমতা থাকতে হবে।
content-writing-profession
কন্টেন্ট রাইটারের দক্ষতা

এই পেশার ভবিষ্যৎ কেমন?

লেখার মাধ্যমে কোনো প্রোডাক্ট সম্পর্কিত তথ্য বিপুল পরিমাণ লোকের কাছে ছড়িয়ে দেওয়াই হল কন্টেন্ট রাইটারের উদ্দেশ্যে। বর্তমান সময়ে বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট বা পরিষেবা ক্ষেত্র তৈরি হচ্ছে আর সেই সব প্রোডাক্ট বা পরিষেবা মানুষের কাছে পৌঁছানোর জন্য কন্টেন্টের প্রয়োজন হয়। সুতরাং কন্টেন্ট রাইটিংকে নিজের পেশা হিসাবে নির্বাচন করলে উজ্জ্বল ভবিষ্যৎ-এর সম্ভাবনা রয়েছে।


বিভিন্ন পেশা সম্পর্কে জানতে ক্লিক করো।

বিভিন্ন ইন্ডাস্ট্রি ও কোম্পানিতে কন্টেন্ট রাইটারের প্রয়োজন হয়ে থাকে। নীচে কয়েকটি ইন্ডাস্ট্রি ও কোম্পানির নাম দেওয়া হল –

  • মিডিয়া ইন্ডাস্ট্রি
  • PR ইন্ডাস্ট্রি
  • IT ইন্ডাস্ট্রি
  • ডিজিটাল মার্কেটিং এজেন্সি
  • ক্রিয়েটিভ রাইটার
  • ই-কমার্স কোম্পানি
  • অনলাইন লার্নিং (এডুকেশন সম্পর্কিত) সিস্টেম ইত্যাদি।

সবচেয়ে বড় কথা, অধিকাংশ মানুষ এই পেশার সঙ্গে ফ্রিল্যান্সার হিসাবে যুক্ত হন। সেক্ষেত্রে অন্য কোনো পেশার সাথে যুক্ত থেকেও কন্টেন্ট রাইটিং করা যেতে পারে।

careerbondhu.com telegram channel

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

কেউ যদি প্রথম এই কন্টেন্ট রাইটারের কাজ করেন, সেক্ষেত্রে ফ্রেশার্সরা প্রতি মাসে 8,000 – 10,000 টাকা উপার্জন করতে পারেন। তবে কি ভাষায় লেখা হচ্ছে এবং কোন বিষয়ের উপরে লেখা হচ্ছে তার উপর ভিত্তি করে বেতন নির্ধারিত হয়।

অভিজ্ঞ কন্টেন্ট রাইটাররা তাদের দক্ষতার উপর ভিত্তি করে 20,000 – 25,000 টাকা বা তারও বেশী প্রতি মাসে উপার্জন করতে পারেন।

কিছু ওয়েবসাইট যেখান থেকে ফ্রিল্যান্সিং কনটেন্ট রাইটিং কাজ পাওয়া যায়।

UpWork

বিশ্বের অন্যতম Content Writing Job Listing Company হল UpWork. এখানে কনটেন্ট রাইটাররা বিনামূল্যে রেজিস্টার করে দেশে এবং বিদেশের বিভিন্ন প্রজেক্টে কাজ করে উপার্জন করতে পারে।

Freelancer

এটিও একটি বিখ্যাত Content Writing Job Listing Company। এখান থেকেও রেজিস্টার করে ফ্রিলান্সিং কনটেন্ট রাইটিং করা যায়।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!