Audiologist
Category – Profession

বর্তমানে শব্দদূষণ এতো পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে তার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তার মধ্যে একটি বড় সমস্যা হল কানের সমস্যা অর্থাৎ শ্রবণশক্তি হ্রাস পাওয়া। শুধুমাত্র মানুষ নয় বিভিন্ন পশু, পাখিরও এই সমস্যা দেখা দেয়।

মানুষের ক্ষেত্রে যারা এই শ্রবণশক্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করেন তারাই অডিওলজিস্ট। নীচে অডিওলজিস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

অডিওলজিস্ট (Audiologist) কাদের বলা হয়?

অডিওলজিস্ট হলেন একজন স্বাস্থ্যকর্মী, যিনি মানুষের শ্রবণশক্তি হ্রাস বা বধিরতায় যারা ভুগছেন তাদের বিভিন্ন যন্ত্রের মাধ্যমে চিকিৎসা করেন। একজন ব্যক্তির স্বাভাবিক জীবনযাপনের জন্য সঠিক শ্রবণ ক্ষমতা থাকা খুবই প্রয়োজনীয়। আর এই প্রয়োজনীয়তা সম্পূর্ণ করার জন্য অডিওলজিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

[বিঃ দ্রঃ অডিওলজিস্ট এবং ENT ডাক্তারের পার্থক্য – ENT ডাক্তার কান, নাক ও গলার বিভিন্ন মেডিক্যাল সংক্রান্ত সমস্যা সমাধান করে এবং অডিওলজিস্ট শুধুমাত্র কানের শ্রবণ ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে।]


আরো পড়ুন – Optometrist as Profession | অপ্টোমেট্রিস্ট কিভাবে হওয়া যায়?

অডিওলজিস্টরা কি ধরনের কাজ করেন?

প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের শ্রবণ সমস্যাগুলির পরীক্ষা করেন এবং সমস্যা বুঝে চিকিৎসা করেন। সমস্যা অতিরিক্ত হলে প্রয়োজন বুঝে হিয়ারিং এইড ব্যবহার করার পরামর্শ দেন।

অডিওলজিস্ট পেশাটির আবার কয়েকটি ভাগ রয়েছে, ভাগগুলি হল –

  • Geriatric Audiologist
  • Cochlear implant Audiologist
  • Hearing Aid Audiologists
  • Educational Audiologist
  • Pediatric Audiologist
  • Tinnitus Audiologist
  • Hearing Therapist ইত্যাদি।

আরো পড়ুন – Pharmacist as Profession | কিভাবে ফার্মাসিস্ট হওয়া যায়?

অডিওলজিস্ট হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

একজন অডিওলজিস্ট হওয়ার জন্য প্রথমে জীববিদ্যা (Biology) বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এরপর অডিওলজির উপর বিভিন্ন ডিগ্রি কোর্স, ডিপ্লোমা কোর্স ও সার্টিফিকেট কোর্স রয়েছে, সেগুলি দক্ষতার সাথে সম্পূর্ণ করলে, একজন অডিওলজিস্ট হওয়া যায়। কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য প্রতি বছর প্রবেশিকা পরীক্ষা হয়।

নীচে কিছু কোর্সের নাম দেওয়া হল –

  • Bachelor in Audiology and Speech Pathology (B.ASLP)
  • Bachelor of Science in Audiology and Speech
  • B.Sc. in Audiology and Speech Pathology
  • Diploma in Audiometry Technician
  • Diploma in Hearing Language and Speech
  • Certificate Course in Audiology ইত্যাদি।

আরো পড়ুন – Dietician as Profession | কিভাবে ডায়েটিশিয়ান হওয়া যায়?

একজন সফল অডিওলজিস্ট (Audiologist) হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল অডিওলজিস্ট হবার জন্য যে যে বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন, তা হল –

  • কমিউনিকেশন স্কিল
  • মানবিক মনোভাব
  • রোগ নির্ণয়ের মানসিকতা
  • সাহায্যকারী মনোভাব ইত্যাদি।

আরো পড়ুন – Dentist as Profession | কিভাবে ডেনটিস্ট হওয়া যায়?

এই পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমান যুগ দ্রুততার যুগ। আর এই যুগে যানবাহন, শব্দবাজি এবং মাত্রাতিরিক্ত হেডফোনের ব্যবহার পরিবেশ দূষণ তথা শব্দদূষণের মাত্রাকে আরো বাড়িয়ে তুলছে। এরই সাথে উৎসবে বিভিন্ন উচ্চ আওয়াজযুক্ত মাইক, বক্স, বিভিন্ন আতশবাজি ইত্যাদি ব্যবহারের ফলেও এই শব্দদূষণের পরিমাণ বাড়ছে।

আর এই শব্দদূষণ আমাদের শ্রবণশক্তির ভারসাম্য নষ্ট করছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেরই এই শব্দ দূষণের ফলে শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে বা বধিরতা দেখা দিচ্ছে।

স্বাভাবিক জীবনযাপনের জন্য আমাদের প্রয়োজন পাঁচটি ইন্দ্রিয়রই সঠিকভাবে কাজ করা। তাই বর্তমানে শ্রবণশক্তির ভারসাম্য সঠিক রাখতে এবং আমাদের সকলকে স্বাভাবিক জীবনযাপন দেওয়ার পিছনে অডিওলজিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এই পেশার চাহিদা দেশে-বিদেশে উভয়েই রয়েছে, তাই এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।


আরো পড়ুন – Nurse as Profession | কিভাবে নার্স হওয়া যায়?

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

বেতন, কর্মস্থান ও অভিজ্ঞতার সাথে পরিবর্তিত হয়। একজন অডিওলজিস্ট বছরে প্রায় 2-7 লাখ টাকা আয় করতে পারেন।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!