Accountant
Category – Profession

অ্যাকাউন্টেন্ট (Accountant) কাদের বলা হয়?

Accountant-এর বাংলা অর্থ হল হিসাবরক্ষক। প্রত্যেক কোম্পানিতে এমন একজন ব্যক্তি থাকেন যিনি কোম্পানির আর্থিক দিকটি সামলান অর্থাৎ ব্যবসার হিসাব-নিকাশ রেকর্ড করেন, তা মেইনটেইন ও অ্যানালিসিস করেন এবং ব্যবসার খরচ সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করেন, তাকে অ্যাকাউন্টেন্ট (Accountant) বলা হয়।

অ্যাকাউন্টেন্টরা কি ধরনের কাজ করেন?

অ্যাকাউন্টেন্টরা কোম্পানির বিভিন্ন আর্থিক লেনদেন থেকে শুরু করে লাভ-ক্ষতি, ব্যালেন্স শীট, হিসাবরক্ষণ পরিচালনা এবং অন্যান্য আর্থিক ডকুমেন্টস তৈরি সম্পর্কিত কাজ করেন।

অ্যাকাউন্টেন্ট হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যাচেলার অফ কমার্স (B.Com) কোর্সটি করা আবশ্যক। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় কমার্স থাকলে বিশেষ সুবিধা পাওয়া যায়।


আরো পড়ুন – ব্যাচেলার অফ কমার্স | B.com কোর্স সম্পর্কে

একজন সফল অ্যাকাউন্টেন্ট হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য যে যে দক্ষতা থাকা প্রয়োজন, তা হল –

  • হিসাব নিকাশের ব্যাপারে দক্ষতা
  • ধৈর্য থাকা প্রয়োজন
  • যে কোনো পরিস্থিতিতে শান্তভাবে সামলানো
  • কমিউনিকেশন স্কিল ইত্যাদি।

আরো পড়ুন – CA কোর্স সম্পর্কে

এই পেশার ভবিষ্যৎ কেমন?

জনপ্রিয় পেশাগুলির মধ্যে অন্যতম একটি পেশা হল অ্যাকাউন্টেন্ট। আমাদের পৃথিবীর দৈনন্দিন সব কাজই অর্থনীতি নির্ভর। অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাজেই হিসাবরক্ষক বা অ্যাকাউন্টেন্টদের ভূমিকা অনস্বীকার্য। তাই এই পেশার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর প্রায় সমস্ত সংস্থায় কাজের সুযোগ রয়েছে। এই পেশার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

কর্মস্থান ও অভিজ্ঞতা বৃদ্ধির উপর বেতন নির্ভরশীল। একজন অ্যাকাউন্টেন্টের বার্ষিক আয় সাধারণত 2 – 6 লাখ টাকা পর্যন্ত বা তার বেশি হয়।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!