Category – Colleges | Hotel Management Institutions
ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি (NCHMCT), মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধিভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান হল স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, দূর্গাপুর।
পশ্চিমবঙ্গ রাজ্যে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হিসাবে SIHM দুর্গাপুর প্রতিষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় SIHM দুর্গাপুর ইনস্টিটিউটকে “আহরন” নামটি উপহার দেওয়া হয়েছে৷
Table of Contents
SIHM কলেজে কি কি পড়ানো হয়?
স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ও স্নাতক কোর্স পড়ানো হয়।
স্নাতক (Graduation)
স্নাতক কোর্সের মধ্যে রয়েছে, Bachelor of Science (B.Sc) in Hospitality and Hotel Administration. এই কোর্সের সময়সীমা 3 বছর এবং 6টি সেমিস্টারে বিভক্ত।
B.Sc in Hospitality and Hotel Administration কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা এবং NCHM JEE পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই B.Sc কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রার্থীর বয়সসীমা 25 বছর।
প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে আরো পড়ুন – NCHM JEE পরীক্ষা কি?
ডিপ্লোমা কোর্স (Diploma Course)
ডিপ্লোমা কোর্সের মধ্যে, যে যে কোর্স রয়েছে, তা হল –
- Diploma in Front Office
- Diploma in Food Production
- Diploma in Bakery and Confectionery
- Diploma in Food and Beverage Service
- Diploma in Housekeeping.
ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 1.5 বছর। যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রার্থীর বয়সসীমা 22 বছর।
আরো পড়ুন – Diploma in Food and Beverage Service | ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপ্লোমা কোর্স
স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
SIHM, Durgapur কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এছাড়াও পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।
আরো পড়ুন – Diploma in Food Production | ফুড প্রোডাকশন ডিপ্লোমা কোর্স
যোগাযোগ
Address
State Institute of Hotel Management, Main Building
Fuljhore, Durgapur, West Bengal, India.
PIN: 713206
Contact Details
Phone:
- 9830790602
- 8017843936
Email:
- sihmdurgapur@gmail.com
- Principal: principal@wbsihm.in
Website: www.wbsihm.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।