Hotel Management Joint Entrance Exam
Category – Entrance Exam

উচ্চ মাধ্যমিকের পর সেরা কলেজে হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাও? তাহলে তোমাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সম্পর্কে জানতেই হবে।

ভারতবর্ষে স্নাতক স্তরে হোটেল ম্যনেজমেন্ট পড়ার জন্য NCHM JEE প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছে।

NCHM JEE এর সম্পূর্ণ অর্থ হল ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এক্সাম (National Council for Hotel Management Joint Entrance Exam). এই পরীক্ষাটির আয়োজক হল, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) বা NTA.


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


NCHM JEE পরীক্ষা কী?

NCHM JEE মূলত স্নাতকস্তরের হোটেল ম্যানেজমেন্ট পড়ার প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া যায়, একবছরে একবার এই পরীক্ষাটি হয়। এই র‍্যাঙ্কিং এর ভিত্তিতে কলেজ নির্বাচন করা যায়।


আরো পড়ো – হোটেল ম্যানেজমেন্ট কোর্স কি?

NCHM JEE পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

NCHM JEE পরীক্ষা দেওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় বা ক্লাস 12 এ পড়তে পড়তেও এই পরীক্ষায় বসা যায়। ইংরাজি কম্পালসারি বিষয় হিসাবে থাকতে হবে।
careerbondhu.com whatsapp channel

বয়সের যোগ্যতা

NCHM JEE পরীক্ষায় বসার জন্য বয়সের ঊর্ধ্বসীমা হল 25 বছর। ST, SC ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা হল 28 বছতে

NCHM JEE পরীক্ষার বিষয় (Details of Exam)

NCHM JEE পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট (CBT) হয়।

এই পরীক্ষাতে মাল্টিপল চয়েস প্রশ্ন [MCQ] আসে। প্রত্যেকটি MCQ তে 4 নাম্বার করে থাকে।

এই পরীক্ষাটিতে 5 টি বিষয় থেকে প্রশ্ন আসে। 5 টি বিষয় থেকে মোট 200 টি প্রশ্ন আসে এবং মোট পরীক্ষা 800 নাম্বারে হয়।


আরো পড়ো – হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স কি?

এই পরীক্ষার 5 টি বিষয় হল –
• গাণিতিক প্রশ্ন (Numerical Ability and Analytical Aptitude)
• রিসেনিং অ্যান্ড লজিক্যাল ডিডাকশন (Reasoning and Logical Deduction)
• জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স (General Knowledge & Current Affairs)
• ইংরাজি (English Language)
• অ্যাপ্টিটিউড ফর সার্ভিস সেক্টর (Aptitude for Service Sector)

গাণিতিক প্রশ্ন, রিসেনিং অ্যান্ড লজিক্যাল ডিডাকশন এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটি বিষয়ের মধ্যে প্রত্যেকটি বিষয় থেকে 30 টি করে প্রশ্ন আসে এবং প্রত্যেকটি বিষয়ে 120 নাম্বার করে থাকে।
ইংরাজি থেকে 60 টি প্রশ্ন আসে এবং মোট 240 নাম্বার থাকে ইংরাজিতে।
অ্যাপ্টিটিউড ফর সার্ভিস সেক্টর থেকে 50 টি প্রশ্ন আসে এবং মোট 200 নাম্বার থাকে এই বিষয়ে।

এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে।
careerbondhu.com telegram channel

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটি দুটি ভাষায় দেওয়া যায়। ভাষা দুটি হল ইংরেজি ও হিন্দি।

সময়

এই পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 3 ঘণ্টা।

NCHM JEE পরীক্ষার সিলেবাস

1) গাণিতিক প্রশ্ন (Numerical Ability and Analytical Aptitude) – ভগ্নাংশ এবং দশমিক (Fractions and Decimals), সরলীকরণ (Simplification), HCF এবং LCM, গড় (Average), অনুপাত এবং সমানুপাত (Ratio and Proportion), শতাংশ (Percentage), সরল-সুদ (Simple Interest), চক্রবৃদ্ধি সুদ (Compound Interest), লাভ ও ক্ষতি (Profit and Loss), বর্গমূল (Square Roots), ঘনমূল (Cube Roots), লগারিদম (Logarithms) ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসে।

2) রিসেনিং অ্যান্ড লজিক্যাল ডিডাকশন (Reasoning and Logical Deduction) – সিমেট্রি (Symmetry), কোডিং এবং ডিকোডিং (Coding and Decoding), অ্যালফাবেট টেস্ট (Alphabet Test), ভিস্যুয়াল এবিলিটি (Visual Ability) ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকে।

3) জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স (General Knowledge & Current Affairs) – জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিশ্বের পরিসংখ্যানগত তথ্য (Statistical data of the world), প্রাকৃতিক দুর্যোগ (Natural calamities), বিভিন্ন প্রাণী (Animals), বিভিন্ন পুরস্কার (Prizes and awards), খেলাধুলো (Sports), বিভিন্ন সংস্কৃতি (নাচ, গান ইত্যাদি), বিভিন্ন মুদ্রা (Currencies), বিখ্যাত ব্যক্তিত্ব (Famous personalities), বিভিন্ন বই এবং লেখক (Books and authors), অর্থনীতি (Economy), বিজ্ঞান এবং প্রযুক্তি (Science and Technology) ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসে।
careerbondhu.com whatsapp channel

4) ইংরাজি (English Language) – ইংরাজির শূন্যস্থান পূরণ (Fill in the blanks), সমার্থক শব্দ (Synonyms), বিপরীত শব্দ (Antonyms), ভুল বানান সঠিক করা (Spelling mistakes), বাক্য তৈরি করা (Sentence formation), এলোমেলো বাক্যের অংশগুলি সাজিয়ে লেখা (Rearrangement of words in a sentence), একটি বিক্ষিপ্ত অনুচ্ছেদের বাক্যগুলিকে ক্রমানুসারে সাজিয়ে সঠিক অনুচ্ছেদ নির্মাণ করা (Rearrangement of a sentence in paragraph) ইত্যাদি থাকে।
প্রার্থীদের সঠিক ইংরেজির উপর দক্ষতা এবং তাদের ইংরেজি ভাষায় লেখার মাধ্যমে ভাবপ্রকাশের ক্ষমতা ইত্যাদি পরীক্ষা করা হয়।

5) অ্যাপ্টিটিউড ফর সার্ভিস সেক্টর (Aptitude for Service Sector) – এই বিষয়ে সাধারণ জ্ঞান এবং বিভিন্ন পরিস্থিতির প্রশ্ন থাকে, মনের ভাব প্রকাশ যাচাই করা হয় এই বিষয়ের মাধ্যমে। এই বিষয়ে যে যে পরীক্ষা হয় সেগুলি হল –
• IQ: বুদ্ধিমত্তার পরীক্ষা (Intelligence Quotient),
• EQ: ইমোশানাল কোশেন্ট (Emotional Quotient) এবং
• SQ: সোশ্যাল কোশেন্ট (Social Quotient)।

পর্ব সমাপ্ত! 


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!