Guru Nanak Institute of Hotel Management, Kolkata
Category – Colleges | Hotel Management Institutions

1st জুলাই 2005 সালে Guru Nanak Institute of Hotel Management প্রতিষ্ঠিত হয়।

ভারতের বেসরকারী হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলির মধ্যে অন্যতম সেরা এবং বৃহত্তম কলেজ হল গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট (Guru Nanak Institute of Hotel Management)।

গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজ ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি (NCHMCT), মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধিভুক্ত।

গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজে কি কি পড়ানো হয়?

গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজে হোটেল ম্যানেজমেন্ট ও হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়।

ডিপ্লোমা (Diploma)

ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 1.5 বছর এবং 3টি সেমিস্টারে বিভক্ত। ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।


আরো পড়ুন – Diploma in Food and Beverage Service | ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপ্লোমা কোর্স

স্নাতক (Graduation)

  • Bachelor Degree in Hotel Management and Catering Technology (BHMCT)
  • Bachelor Degree in Hospitality Management ( Hons) (BSHM)

উপরিক্ত স্নাতক কোর্সগুলির সময়সীমা 4 বছর এবং 8টি সেমিস্টারে বিভক্ত।

  • B. Sc in Hospitality & Hotel Management
  • BA in International Hospitality & Tourism Management
  • BA in International Culinary Arts

উপরিক্ত স্নাতক কোর্সগুলির সময়সীমা 3 বছর। এই কোর্সটি 6টি সেমিস্টারে ভাগ করা।

স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।


আরো পড়ুন – Hotel Management Course | হোটেল ম্যানেজমেন্ট কোর্স

স্নাতকোত্তর (Post-Graduation)

  • M.Sc in Hospitality and Hotel Management
  • MBA in Hospitality and Hotel Management

স্নাতকোত্তর কোর্সের সময়সীমা 2 বছর। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিষয় নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হয়।

গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।


আরো পড়ুন – Hospitality Management | হসপিটালিটি ম্যানেজমেন্ট

যোগাযোগ

Address

157/F, Nilgunj Road, Panihati, Near Sodepur railway Station

Kolkata, West Bengal, India

PIN: 700114

Contact Details

Phone:

  • +91 93309 06151
  • +91 93309 06150
  • 033 2523 1246

Email: info@gnihm.ac.in

Website: www.gnihm.ac.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!