Category – Colleges | Engineering Colleges
2000 সালে খিদিরপুরে সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজটি (St. Thomas’ College of Engineering and Technology) প্রতিষ্ঠিত হয়। এটি একটি প্রাইভেট অর্থাৎ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ।
এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত। এই কলেজের কোর্সগুলি ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন (NBA) দ্বারা স্বীকৃত।
Table of Contents
সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে কি কি কোর্স পড়ানো হয়?
সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG)
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) রয়েছে। Bachelor of Technology (B.Tech) কোর্স এই কলেজে 5টি বিষয়ের উপর করা যায়, তা হল –
- B.Tech in Computer Science and Engineering (CSE)
- B.Tech in CSE Artificial Intelligence and Machine Learning (AIML)
- B.Tech in Electrical Engineering (EE)
- B.Tech in Electronics & Communication Engineering (ECE)
- B.Tech in Information Technology (IT).
B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর। এই B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
পশ্চিমবঙ্গের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEE পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
পোস্ট-গ্র্যাজুয়েট (PG)
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech) কোর্স। Master of Technology (M.Tech) কোর্স এই কলেজে 2টি বিষয়ের উপর করা যায়, তা হল –
- M.Tech in Artificial Intelligence and Data Science
- M.Tech in Internet of Things.
পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হয়।
সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়। কোন কোর্সে ভর্তির জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করতে হয়, তা নীচে দেওয়া হল –
B.Tech কোর্সে ভর্তি
B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য WBJEE বা JEE-Main পরীক্ষায় ভালো র্যাঙ্ক করা প্রয়োজন।
ভারতবর্ষের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য JEE (Main) পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। পড়ে নাও↓
এছাড়াও B.Tech কোর্সে ল্যাটেরাল এন্ট্রি (lateral entry) -এর জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ল্যাটেলার এন্ট্রির মাধ্যমে বি টেক কোর্সের দ্বিতীয়বর্ষে (2nd year) ভর্তি হওয়া যায়।
JELET প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
M.Tech কোর্সে ভর্তি
M.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য GATE / WBUT PGET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যোগাযোগ
Address
St. Thomas’ College of Engineering and Technology, College Campus
4, Diamond Harbour Road, Kidderpore,
Kolkata, West Bengal, India
PIN: 700023
Contact Details
Phone No:
- For inquiry: 033 24481082 / 8648857332
- For admission: 8017993801
E-mail:
- stcet@stcet.ac.in
- admission.stcet@gmail.com
Website: https://stcet.ac.in/
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।