LLB
Streams – Law & Legal Studies

LLB কোর্স কি?

ভারতবর্ষে আইনসংক্রান্ত পড়াশোনা করার জন্য যে ডিগ্রির প্রয়োজন হয়, তা হল LLB. LLB-এর সম্পূর্ণ নাম হল Legum Baccalaureus, যা ব্যাচেলর অফ ল (Bachelor of Law) নামে বেশি জনপ্রিয়। তবে এখন LLB কে Bachelor of Legislative Law-ও বলা হয়। এটি 3 বছর বা 5 বছরের একটি স্নাতক পর্যায়ের law বা আইন নিয়ে পড়াশোনা।

ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল (Bachelor of Legislative Law) হল আইনের একটি গুরুত্বপূর্ণ কোর্স। এই কোর্সে ভারতীয় সংবিধান ও তার আইনসমূহ এবং বিচার পদ্ধতি সম্পর্কে পাঠ দেওয়া হয়।

কিভাবে পড়বো LLB কোর্স ?

LLB কোর্সের দুটি ভাগ রয়েছে – 1) BA LLB ও 2) LLB.

BA LLB কোর্স

উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার পরে এই BA LLB কোর্স নিয়ে পড়াশোনা করা যায়। যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 45% নাম্বার নিয়ে উত্তীর্ণ হলে এই কোর্সে ভর্তি হওয়া যায়। ST/SC/OBC প্রার্থীদের জন্য এই নাম্বারের মাত্রায় 5% ছাড় রয়েছে অর্থাৎ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 40% নাম্বার নিয়ে উত্তীর্ণ হলেই এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্সের সময়সীমা 5 বছর।

এই ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে, প্রথমভাগে, গ্র্যাজুয়েশন (BA) ও দ্বিতীয়ভাগে LLB কোর্স। BA LLB কোর্স ছাড়াও B.Sc + LLB, B.Com + LLB ইত্যাদি কোর্সও করা যায়।

জাতীয় বা রাজ্য-স্তরের প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পরে BA LLB কোর্সে ভর্তি হওয়া যায়। কিছু ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ছাত্রছাত্রীদের মেধা অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া হয়ে থাকে।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল –

  • CLAT (Common Law Admission Test),
  • LSAT (Law School Admission Test),
  • MH CET (Maharashtra Common Entrance Test),
  • ILSAT (ICFAI Law Admission Test),
  • TS LAWCET (Telangana State Common Law Entrance Test),
  • AP LAWCET (Andhra Pradesh Common Law Entrance Test) ইত্যাদি।

[CLAT একটি জনপ্রিয় জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা, এই পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী সেরা কলেজ নির্বাচন করা যায়।]


CLAT পরীক্ষা সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নাও – CLAT Exam Details | ক্ল্যাট পরীক্ষার তথ্য

বয়স – এই কোর্সে ভর্তি হওয়ার ন্যূনতম বয়সসীমা 18 বছর এবং ঊর্ধ্বসীমার কোনো নির্দিষ্ট মাত্রা নেই।

কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের নাম নীচে দেওয়া হল, যেখানে এই BA LLB কোর্স পড়ানো হয় –

careerbondhu.com whatsapp channel

LLB কোর্স

যে সমস্ত প্রার্থীরা স্নাতকোত্তীর্ণ হয়েছেন তাদের জন্য LLB কোর্স। সাধারণত গ্র্যাজুয়েশনে 45% – 50% নাম্বার থাকতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী এই নাম্বারের মাত্রা ভিন্ন হয়ে থাকে। এই কোর্সের সময়সীমা 3 বছর।

3-বছরের LLB আইন ডিগ্রি কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষাগুলি বিভিন্ন স্তরে বিভক্ত –

  • জাতীয় স্তর (DU LLB),
  • বিশ্ববিদ্যালয়-স্তর (BVP CET Law)
  • রাজ্য-স্তর (MH CET Law)।

কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের মেধা অনুযায়ী ভর্তি নিয়ে থাকে।

[বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) দ্বারা অনুমোদিত কলেজগুলিতেই একমাত্র এই কোর্স পড়ানো হয়। এছাড়াও একজন LLB উত্তীর্ণ ব্যক্তিকে ভারতীয় সংবিধান অনুযায়ী অবশ্যই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত অল ইন্ডিয়া বার এক্সাম (AIBE)-এ উত্তীর্ণ হতেই হবে।]

বয়স – এই কোর্সে ভর্তি হওয়ার ন্যূনতম বয়সসীমা 21 বছর এবং ঊর্ধ্বসীমার কোনো নির্দিষ্ট মাত্রা নেই।

কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের নাম নীচে দেওয়া হল, যেখানে এই LLB কোর্স পড়ানো হয় –

  • Rajiv Gandhi School of Intellectual Property Law Indian Institute of Technology (IIT), Kharagpur
  • Techno India University, Kolkata
  • Indian Institute of Legal Studies (IILS), Darjeeling
  • Hooghly Mohsin College, Chinsurah
  • JIS University, Kolkata
  • UPES Dehradun
  • Chandigarh University
  • GD Goenka University, Gurgaon
  • LPU Jalandhar
  • Manipal University (MAHE)

LLB কোর্স ফি কত?

সরকারি কলেজে BA LLB ও LLB কোর্স করলে খরচ একটু কম হয় যেখানে বেসরকারি কলেজে এই কোর্সের খরচ একটু বেশি হয়।

BA LLB কোর্সের ফি LLB কোর্সের ফি থেকে বেশি হয়ে থাকে, কারণ BA LLB কোর্স 5 বছরের এবং LLB কোর্স 3 বছরের হয়।

সাধারণত BA LLB কোর্সের ফি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে 50,000 টাকা থেকে 2 লাখ হয়ে থাকে। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি 5 লাখ থেকে 15 লাখ অবধি বা আরো বেশি হতে পারে।

সাধারণত LLB কোর্সের ফি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে 30,000 টাকা থেকে 1 লাখ হয়ে থাকে। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি 2 লাখ থেকে 10 লাখ অবধি বা আরো বেশি হতে পারে।

careerbondhu.com telegram channel

LLB কোর্সে কি কি পড়তে হয়?

BA LLB তে যে যে বিষয়গুলি পড়তে হয়, সেগুলির কিছু নাম নীচে দেওয়া হল –

  • Law of Torts
  • History of Legal and Constitutional Development in India (HLCD)
  • Political Science
  • English
  • Criminal Law
  • Law of Contracts
  • Family Law
  • Economics and Law
  • Sociology
  • Labour Laws
  • Environment Law
  • Seminar Course
  • Human Rights, International Humanitarian and Refugee Law ইত্যাদি।

[এলএলবি (LLB) ডিগ্রি অর্জনকারী প্রার্থী শ্রম আইন (labour law), সম্পত্তি অধিকার (intellectual property rights), কর্পোরেট আইন (corporate law), পারিবারিক আইন (family law), ফৌজদারি আইন (criminal law), মানবাধিকার (human rights) এবং আন্তর্জাতিক আইন (international law) ইত্যাদি বিষয়গুলি অধ্যায়ন করতে হয়।]

BA LLB-এর ক্ষেত্রে শেষ 3 বছরের সিলেবাস, LLB-এর 3 বছরের সিলেবাসের সমান হয়।

LLB কোর্সের ভবিষ্যৎ কেমন?

এই সমাজ ব্যবস্থায় নিয়মনীতি, শৃঙ্খলা যেমন রয়েছে, তেমনি কিছু স্বার্থান্বেষী মানুষের কাছে মাঝে মাঝে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। আর এই কারণেই প্রয়োজন বিচার ব্যবস্থার। তাই এই বয়সে প্রাচীন পেশাটির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।
careerbondhu.com whatsapp channel
একজন আইনজীবী কাজের ক্ষেত্র বিরাট, তারা যে সমস্ত ক্ষেত্রে নিযুক্ত হতে পারেন তা নীচে বর্ণনা করা হল,

  • সর্বাগ্রে ভারতীয় বিচার ব্যবস্থায় অংশ নিতে পারেন।
  • বেসরকারী সেক্টরে একজন আইনজীবী আইনি উপদেষ্টা এবং আইনি পরামর্শদাতা হিসাবে কাজ করতে পারেন।
  • শুল্ক বিষয়ক বিভিন্ন কাজ করতে পারেন।
  • বিবাহ, ডিভোর্স বিষয়ক বিভিন্ন কাজ করতে পারেন।
  • সরকারী বিভিন্ন দপ্তরে যেমন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাঙ্ক, বনবিভাগ, পরিবহন, শিল্প থেকে কৃষি ইত্যাদি জায়গায় যুক্ত হতে পারেন।

ভারতে BA LLB ও LLB কোর্সের পর কাজ করার বিশাল সুযোগ রয়েছে। প্রকৃতপক্ষে, ভারতীয় আইন ব্যবস্থা আইনজীবীদের ঘাটতিতে ভুগছে। তাই বিভিন্ন ভাবে এই আইনজীবীরা জীবিকা নির্বাহ করতে পারেন।

LLB/BA LLB পড়ে যে ধরনের প্রফেশনে প্র্যাকটিস করে থাকেন –

  • Independent Lawyer /Attorney
  • Solicitor
  • Corporate Lawyer
  • Legal Advisor
  • Public Prosecutor
  • Advocate
  • Criminal Lawyer ইত্যাদি।

আরো পড়ুন – Cyber Law Course | সাইবার ল কোর্স কি?

কিছু বিখ্যাত সংস্থা, যেখানে ল-ইয়ার (Lawyer) নিয়োগ করে থাকেন –

  • Trilegal
  • AZB & Partners
  • S&R Associates
  • Desai and Diwanji
  • Khaitan and Co.
  • Hammurabi and Solomon
  • Talwar Thakore and Associate
  • Shardul Amarchand Mangaldas & Co. ইত্যাদি।

LLB কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

আমরা আগেই বলেছি যে সরকারের বিভিন্ন সেক্টরে ল-ইয়াররা প্র্যাকটিস করে থাকেন। সরকারি অ্যাডভোকেট (P.P), কোর্টের জার্জ (Judge) ইত্যাদি বিভিন্ন পদে সরকারি চাকরি পাওয়া যায়। UPSC পরীক্ষা দিয়েও বিভিন্ন ল-ইয়ার পদে সরকারি চাকরি পাওয়া যায়।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!