Dr-BC-Roy-College-of-Pharmacy-and-AHS
Category – Colleges | Pharmacy Colleges

2005 সালে দুর্গাপুরে ডঃ বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স (Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences) কলেজটি প্রতিষ্ঠিত হয়, যা সংক্ষেপে BCRCP AHS বা BCRCP, Durgapur নামে পরিচিত। এটি Dr. B. C. Roy Group of Colleges-এর অধীনস্থ একটি ফার্মাসি কলেজ। এই BCRCP কলেজটি প্রাইভেট অর্থাৎ বেসরকারি কলেজ।

ফার্মাসি কলেজগুলির মধ্যে একটি অন্যতম সেরা কলেজ হল ডঃ বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স। এই কলেজটি NAAC দ্বারা গ্রেড B++ (Grade B++) স্বীকৃতি লাভ করেছে এবং 2023 সালে NIRF র‍্যাঙ্কিং-এ 100th র‍্যাঙ্ক করেছে।

ডঃ বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কলেজটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE), ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা ডিপার্টমেন্ট দ্বারা অ্যাপ্রুভ করা। এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) এবং পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (WBSCTE & VE & SD) দ্বারা অনুমোদিত।

ডঃ বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কলেজে কি কি কোর্স পড়ানো হয়?

এই BCRCP ফার্মাসি কলেজে ফার্মাসি বিষয়ে ব্যাচেলার, মাস্টার ও ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। নীচে কোর্সগুলি সম্পর্কে আলোচনা করা হল –

ব্যাচেলার অফ ফার্মাসি বা Bachelor of Pharmacy (B.Pharma / B.Pharm)

এই কোর্সটি 4 বছরের হয়। এই কোর্স পড়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষা পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা জীববিদ্যা (P.C.M / P.C.B / P.C.M.B) ও ইংরাজি বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হতে হবে।

ম্যাস্টার অফ ফার্মাসি বা Master of Pharmacy (M.Pharma / M.Pharm)

ম্যাস্টার অফ ফার্মাসি কোর্সের সময়সীমা 2 বছর। এই কোর্স পড়ার জন্য B.Pharm উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই কলেজে M.Pharm কোর্স চারটি বিষয়ের উপর করা যায়, যথা –

  • M.Pharm Pharmaceutics
  • M.Pharm Pharmacology
  • M.Pharm Industrial Pharmacy
  • M.Pharm Pharmaceutical Analysis.

ডিপ্লোমা ইন ফার্মাসি বা Diploma in Pharmacy (D.Pharma / D.Pharm)

ফার্মাসির ডিপ্লোমা কোর্সটির সময়সীমা 2 বছরউচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা বিজ্ঞান বিভাগ উত্তীর্ণ হওয়ার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়।

Pharmacy Course
ফার্মাসি কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

ডঃ বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

ডঃ বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী এই কলেজে ভর্তি হওয়া যায়। নীচে তা আলোচনা করা হল –

B.Pharm কোর্সের প্রবেশিকা পরীক্ষা

WBJEE বা JEE (Main) যে-কোনো একটি প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করে BCRCP কলেজে B.Pharm কোর্সে ভর্তি হওয়া যায়।

WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

এছাড়া ল্যাটেলার এন্ট্রির জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করা আবশ্যক।


JELET পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JELET পরীক্ষা কি?

M.Pharm কোর্সের প্রবেশিকা পরীক্ষা

M.Pharm কোর্সে ভর্তি হওয়ার জন্য GPAT বা PGET একটি প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হয়।

D.Pharm কোর্সের প্রবেশিকা পরীক্ষা

এই কলেজে D.Pharm কোর্সে ভর্তি হওয়ার জন্য WBSCT&VE&SD বোর্ড দ্বারা আয়োজিত ফার্মাসি বা কমন এন্ট্রান্স টেস্ট (PET / CET) প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করা আবশ্যক।

যোগাযোগ

Address

Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences, Main Building

Dr. Meghnad Saha Sarani, Bidhan Nagar,

Durgapur, West Bengal, India

Pin: 713206

Contact Details

Phone: 9434652910 / 7477788556 / 9475172394

Email: bcrcp_dgp@yahoo.co.in

Website: https://bcrcp.ac.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!