Category – Colleges | Pharmacy Colleges
2002 সালে কলকাতা ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স (Calcutta Institute of Pharmaceutical Technology and Allied Health Sciences) কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটিকে সংক্ষেপে CIPT & AHS, Howrah বলা হয়। এই CIPT & AHS কলেজটি একটি প্রাইভেট অর্থাৎ বেসরকারি কলেজ। এটি Dr. B. C. Roy Group of Colleges-এর অধীনস্থ একটি ফার্মাসি কলেজ।
ফার্মাসি পেশার মাধ্যমে যারা আমাদের দেশের স্বাস্থ্য পরিসেবায় যুক্ত হতে আগ্রহী সেই সকল ছাত্রছাত্রীদের র জন্য উন্নত ও উচ্চ শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এই কলেজটি তৈরি হয়। আজ CIPT&AHS শুধুমাত্র হাওড়া তথা রাজ্যেই নয়, সারা দেশে পরিচিতি পেয়েছে। পশ্চিমবঙ্গের ফার্মাসি কলেজগুলির মধ্যে একটি অন্যতম কলেজ হিসাবে রয়েছে কলকাতা ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স।
এই CIPT & AHS কলেজটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE), ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) ও পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা ডিপার্টমেন্ট দ্বারা স্বীকৃত এবং কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) ও পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (WBSCTE & VE & SD) দ্বারা অনুমোদিত।
Table of Contents
কলকাতা ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কলেজে কি কি পড়ানো হয়?
এই CIPT ফার্মাসি কলেজে ফার্মাসি বিষয়ের উপর ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স রয়েছে। নীচে কোর্সগুলি সম্পর্কে আলোচনা করা হল –
ব্যাচেলার অফ ফার্মাসি বা Bachelor of Pharmacy (B.Pharma / B.Pharm)
এই কোর্সটি 4 বছরের। এই কোর্স পড়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা জীববিদ্যা (P.C.M /P.C.B /P.C.M.B) ও ইংরাজি বিষয়গুলি এবং 45% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
ম্যাস্টার অফ ফার্মাসি বা Master of Pharmacy (M.Pharma / M.Pharm)
ম্যাস্টার অফ ফার্মাসি কোর্সের সময়সীমা 2 বছর। এই কোর্স পড়ার জন্য B.Pharma কোর্স 60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই কলেজে M.Pharma কোর্স তিনটি বিষয়ের উপর করা যায়, যথা –
- M.Pharma Pharmaceutics
- M.Pharma Pharmacology
- M.Pharma Bio-Technology
ডিপ্লোমা ইন ফার্মাসি বা Diploma in Pharmacy (D.Pharma / D.Pharm)
ফার্মাসির ডিপ্লোমা কোর্সটির সময়সীমা 2 বছর। উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা বিজ্ঞান বিভাগ অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা জীববিদ্যা ও ইংরাজি বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হওয়ার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়।
কলকাতা ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
কলকাতা ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী এই কলেজে ভর্তি হওয়া যায়। নীচে তা আলোচনা করা হল –
B.Pharma কোর্সের প্রবেশিকা পরীক্ষা
CIPT কলেজে বি.ফার্ম কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEE বা JEE (Main) যে-কোনো একটি প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে হবে।
এছাড়া ল্যাটেলার এন্ট্রি অর্থাৎ সরাসরি দ্বিতীয়বর্ষে ভর্তি হওয়ার জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করা আবশ্যক।
JELET পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JELET পরীক্ষা কি?
M.Pharma কোর্সের প্রবেশিকা পরীক্ষা
এই ফার্মাসি কলেজে এম.ফার্ম কোর্সে ভর্তি হওয়ার জন্য GPAT বা PGET একটি প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক নিয়ে উত্তীর্ণ হতে হয়।
যোগাযোগ
Address
Calcutta Institute of Pharmaceutical Technology and Allied Health Sciences, Main Building
Banitabla, Uluberia,
Howrah, West Bengal, India
Pin: 711316
Contact Details
Phone: 8335069517 / 8335069561/8335069571
Email: admission@urschard.in
Website: www.ciptulb.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।