Bethune College
Category – Colleges | General Studies

জন ইলিয়ট ড্রিংকওয়াটার বেথুন (John Elliot Drinkwater Bethune),16th June, 1879 সালে প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ (Bethune College) প্রতিষ্ঠিত হয়। এটি পুরো এশিয়ার (Asia) সর্বপ্রথম মহিলা কলেজ

1881 সালে চন্দ্রমুখী বোস এবং কাদম্বিনী গাঙ্গুলী (বোস) বেথুন কলেজের ছাত্রী ছিলেন, তারা ডিগ্রী পরীক্ষার জন্য অধ্যয়ন করছিলেন।

কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ একটি বিখ্যাত মহিলা কলেজ বেথুন কলেজ, এটি একটি সরকারি কলেজ।

এই কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা 2006 ও 2015 সালে মোট 2 বার Grade A স্বীকৃতি লাভ করেছেন। NIRF ranking-এ 2019, 2020, 2021, 2022 ও 2023 পরপর পাঁচ বছর র‍্যাঙ্ক করেছে।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


কি কি পড়ানো হয় এই কলেজে?

বেথুন কলেজে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স বিভিন্ন বিষয়ের উপর শেখানো হয়। নীচে তা দেওয়া হল –

স্নাতক (Graduation)

সায়েন্স ও আর্টসের বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্স রয়েছে।

Science

সায়েন্সের মধ্যে যে যে বিষয় রয়েছে তা হল –

careerbondhu.com whatsapp channel

Arts

আর্টসের মধ্যে যে বিষয়গুলি রয়েছে তা হল –

স্নাতক কোর্সগুলির সময়সীমা 3 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।


বিভিন্ন বিষয়ের অনার্স সম্পর্কে জেনে নাও – Honours | অনার্স

 

স্নাতকোত্তর (Post-Graduation)

  • Bengali
  • English
  • Mathematics
  • Botany
  • Zoology
  • Applied Psychology (M.A/M.Sc).

স্নাতকোত্তর কোর্সের সময়সীমা 2 বছর। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

careerbondhu.com telegram channel

আরো কিছু কোর্স

Diploma/Certificate কোর্সের মধ্যে রয়েছে,

  • Bratachari
  • Computer Training Programme by WBEIDC Ltd.
  • Ethics and Value Education.

বেথুন কলেজের স্নাতক পড়ুয়াদের জন্য এই বিশেষ কোর্স করার সুযোগ রয়েছে। কোর্সগুলি স্বল্প সময়ের, সাধারণত 6 মাস থেকে 1 বছরের হয়।

কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

এই কলেজে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

যোগাযোগ

Address

Bethune College, Main Building

181, Bidhan Sarani, Kolkata,

West Bengal, India

PIN: 700006

Contact Details

Phone:

  • +91 33 2257-1712 (office)
  • +91 33 2241-1731 (PBX)

Email: bethunecollege1879@gmail.com

Website: www.bethunecollege.ac.in

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!