Category – Govts Jobs
আপনার কি SBI ব্যাঙ্কে চাকরি করতে চান? SBI ব্যাঙ্কে ক্লার্ক পদে কাজ করার জন্য একটি পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাটি হল SBI Clerk পরীক্ষা, যা নীচে আলোচনা করা হল।
Table of Contents
SBI Clerk পরীক্ষা কী?
SBI Clerk এর সম্পূর্ণ কথা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্ক (State Bank of India Clerk). স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় জুনিয়র অ্যাসোসিয়েটস পদের জন্য প্রতি বছর প্রার্থীদের নিয়োগের জন্য SBI ক্লার্ক পরীক্ষা পরিচালনা করে। বর্তমানে ভারতবর্ষে ব্যাঙ্কে কর্মী নিয়োগের পরীক্ষাগুলির মধ্যে SBI ক্লার্ক হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতি বছর নিয়মিতভাবে বিপুল সংখ্যক কর্মী এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়।
SBI Clerk পরীক্ষার যোগ্যতা (Eligibility)
শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) বা সমতুল ডিগ্রি উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
[বিঃদ্রঃ যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে রয়েছেন, তারাও চাইলে আবেদন করতে পারেন। শুধুমাত্র ইন্টারভিউয়ের সময় তাদের স্নাতকোত্তীর্ণ হতে হবে।]
বয়সের যোগ্যতা
এই SBI Clerk পরীক্ষাটি দেওয়ার বয়সসীমা হল 20-28 বছর।
এই বয়সসীমা S.C, S.T ও O.B.C প্রার্থীদের জন্য একটু বেশি। S.C ও S.T প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় রয়েছে অর্থাৎ পরীক্ষার্থীর বয়স সর্বাধিক 33 বছর হতে পারে। O.B.C প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় রয়েছে অর্থাৎ পরীক্ষার্থীর বয়স সর্বাধিক 31 বছর হতে পারে।
PwBD প্রার্থীদের জন্য এই বয়সসীমার ছাড় আরও বেশি, 10 বছর ছাড় পেয়ে থাকেন। PwBD (SC/ST) প্রার্থীদের জন্য 15 বছরের ছাড় এবং PwBD (OBC) প্রার্থীদের জন্য 13 বছরের ছাড় রয়েছে।
SBI Clerk পরীক্ষার বিষয় (Details of Exam)
SBI Clerk পরীক্ষাটি দুটি পর্যায়ে (Phase) হয়ে থাকে, যথা – Phase-I প্রিলিমস (Prelims) ও Phase-II মেইন্স (Mains)। এই দুটি পর্যায়ে উত্তীর্ণ হলে SBI Clerk পদে নিযুক্ত হওয়া যায়।
প্রিলিমস (Prelims) ও মেইন্স (Mains) পরীক্ষা দুটিই অনলাইনে হয় অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট (CBT) হয়।
Phase-I প্রিলিমস (Prelims)
প্রিলিমস অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটি অবজেকটিভ টেস্ট (Objective Test) হয়। তিনটি বিষয় থেকে প্রশ্ন আসে –
• ইংরাজি (English Language),
• নিউমেরিক্যাল এবিলিটি (Numerical Ability) ও
• রিজিনিং এবিলিটি (Reasoning Ability)।
পরীক্ষাটিতে মোট 100 টি MCQ থাকে এবং প্রত্যেকটি MCQ তে 1 নাম্বার করে থাকে অর্থাৎ মোট নাম্বার 100 হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30 টি প্রশ্ন এবং নিউমেরিক্যাল এবিলিটি ও রিজিনিং এবিলিটি থেকে 35 টি প্রশ্ন আসে। প্রত্যেকটি বিষয়ের জন্য নির্ধারিত সময় হল 20 মিনিট।
Phase-II মেইন্স (Mains)
মেইন্স পরীক্ষাটিতে অবজেকটিভ টেস্ট (Objective Test) হয়। পরীক্ষাটি মোট 200 নাম্বারের হয়।
এই পরীক্ষাটি 4 টে বিষয়ের উপর হয় এবং মোট নাম্বার 200. এই পরীক্ষাটিতে মোট 190 টি প্রশ্ন আসে। বিষয় চারটি হল –
রিজনিং এবিলিটি ও কম্পিউটার অ্যাপটিটুড (Reasoning Ability & Computer Aptitude)
এই বিষয়টি থেকে 50 টি প্রশ্ন আসে এবং মোট নাম্বার 60 থাকে। এই বিষয়ের জন্য 45 মিনিট সময় থাকে।
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটুড (Quantitative Aptitude)
এই বিষয়টি থেকে 50 টি প্রশ্ন আসে। এই বিষয়ে মোট নাম্বার 50. এই বিষয়ের জন্য নির্ধারিত সময়সীমা 45 মিনিট।
জেনারেল/ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস (General/ Financial Awareness)
এই বিষয়টি থেকে 50 টি প্রশ্ন আসে। এই বিষয়ে মোট নাম্বার 50 এবং সময়সীমা 35 মিনিট।
ইংরাজি (General English)
এই বিষয়টি থেকে 40 টি প্রশ্ন আসে, মোট নাম্বার 40 এবং সময়সীমা 35 মিনিট।
প্রিলিমস ও মেইন্স পরীক্ষা দুটিতে ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং রয়েছে। ভুল উত্তর দিলে প্রতি ভুলের জন্য 14 নাম্বার (বা প্রতি 4 টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।
পরীক্ষার ভাষা
প্রিলিমস (Prelims) ও মেইন্স (Mains) পরীক্ষাটি সাধারণত দুটি ভাষায় দেওয়া যায়, যথা – ইংরাজি ও হিন্দি ভাষায় কিন্তু কয়েকটি রাজ্যের নিজস্ব ভাষায়ও পরীক্ষা দেওয়া যায় যেমন – পশ্চিমবঙ্গে পরীক্ষা দিলে ইংরাজি, হিন্দি ও বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যায় (ইংরাজি বিষয়ের পরীক্ষাটি বাদে)।
পরীক্ষার সময়
প্রিলিমস পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 1 ঘণ্টা। মেইন্স পরীক্ষার জন্য 2 ঘণ্টা 40 মিনিট সময় নির্ধারিত রয়েছে।
আর পড়ুন – IBPS Clerk পরীক্ষা কি?
SBI Clerk পরীক্ষার সিলেবাস
প্রিলিমস ও মেইন্স পরীক্ষার বিষয়গুলির সিলেবাস প্রায় একই হয়। নীচে প্রত্যেকটি বিষয়ের সিলেবাস আলোচনা করা হল।
ইংরাজি
এই বিষয় থেকে যে ধরনের প্রশ্ন আসে, সেগুলি হল –
- Reading Comprehension,
- Fill in the Blanks,
- Synonyms and Antonyms,
- Sentence Rearrangement,
- Sentence Correction,
- Cloze Test,
- Idioms and Phrases,
- Vocabulary ইত্যাদি।
নিউমেরিক্যাল এবিলিটি/কোয়ান্টিটেটিভ অ্যাপটিটুড
যে বিষয়ের উপর প্রশ্ন আসে, সেগুলি হল –
- ডেটা ইন্টারপ্রিটেশন
- ডেটা সাফিয়েন্সি
- সময় এবং কাজ
- সময় এবং দূরত্ব
- সুদকষা
- স্টক ও শেয়ার
- সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
- অনুপাত সমানুপাত
- শতকরা
- লাভক্ষতি
- অংশীদারি কারবার
- মিশ্রণ
- সমীকরণ এবং বীজগণিত
- ত্রিকোণমিতি (সিলিন্ডার, কোণ, গোলক) ইত্যাদি।
রিজিনিং এবিলিটি
এই বিষয় থেকে যে যে বিভাগ থেকে প্রশ্ন আসে, তা হল –
- পাজেল
- সিটিং অ্যারেঞ্জমেন্ট
- কোডিং-ডিকোডিং
- ইনপুট-আউটপুট
- অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং
- আলফানিউমেরিক সিরিজ ইত্যাদি।
জেনারেল/ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস
এই বিষয় থেকে যে বিভাগ থেকে প্রশ্ন হয়, সেগুলি হল –
- কারেন্ট অ্যাফেয়ার্স
- স্ট্যাটিক জেনারেল অ্যাওয়ারনেস
- ব্যাঙ্কিং অ্যান্ড ফাইনান্সিয়াল টার্মস
- ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস
- ইম্পরট্যান্ট গভর্মেন্ট স্কিম
- ইন্ডিয়ান কনস্টিটিউশন ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।