Psychologist
Category – Profession

গ্রীক দার্শনিক প্লেটো সর্বপ্রথম মন সম্পর্কে ব্যাখ্যা করেন। তিনিই সর্বপ্রথম মনকে দেহ থেকে আলাদা করে গণ্য করেন। আধুনিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা হিসাবে মনোবিজ্ঞানের বিকাশ আরম্ভ হয়।

সাইকোলজিস্ট (Psychologist) কাদের বলা হয়?

সাইকোলজি (Psychology) কথার অর্থ মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ববিদ্যা। মানসিক আচরণ ও তার বিভিন্ন জটিলতা সংক্রান্ত বিষয় নিয়ে যারা কাজ করেন, তাদের সাইকোলজিস্ট বলা হয়।

মনস্তত্ত্ববিদ্যার উপর পড়াশোনার মাধ্যমে যারা মানুষের মানসিক আবেগ, আচরণ ইত্যাদির বিভিন্ন সমস্যা কাউন্সেলিং-এর মাধ্যমে দক্ষতার সাথে সমাধান করেন, তারাই মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট।

[বিঃ দ্রঃ – সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট দুটি আলাদা পেশা, উভয়েই মানসিক রোগ, আবেগ ইত্যাদি বিষয়ে চিকিৎসা করেন। সাইকিয়াট্রিস্ট হওয়ার জন্য MBBS ডিগ্রির প্রয়োজন হয় এবং এনাদের মেডিসিন প্রেসক্রাইব করার অধিকার রয়েছে।
কিন্তু, সাইকোলজিস্টরা মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন না। এনারা শুধুমাত্র কাউন্সেলিং-এর মাধ্যমে চিকিৎসা করে থাকেন। রোগীর প্রয়োজনে সাইকিয়াট্রিস্টরা রোগীকে কাউন্সিলিং-এর জন্য সাইকোলজিস্টদের কাছে রেফার করেন।] 

আরো পড়ুন – ডায়েটিশিয়ান পেশা

সাইকোলজিস্টরা কি ধরনের কাজ করেন?

বর্তমান সমাজে বিশ্বায়নের প্রভাবে দেশের অর্থনীতির উন্নয়ন একদিকে যেমন হয়েছে তেমনই তার প্রভাবে বাড়ছে নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা। যার ফলে শিশুকাল থেকেই মানুষ একাকীত্ব, অবসাদ, মানসিক চাপ ইত্যাদি সমস্যায় নিজের অজান্তেই জড়িয়ে পড়ছে। এই সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি খুঁজতে তাই বহু মানুষ দ্বারস্থ হচ্ছেন মনোবিদ বা মনোবিজ্ঞানীদের কাছে।

সাইকোলজিস্ট পেশার বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলি হল –

  • শিশু মনোবিজ্ঞান
  • শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান
  • চিকিৎসা মনোবিজ্ঞান
  • সমাজ মনোবিজ্ঞান
  • শিক্ষা মনোবিজ্ঞান
  • ক্রীড়াক্ষেত্রের মনোবিজ্ঞান
  • শিল্প মনোবিজ্ঞান ইত্যাদি।

সাইকোলজিস্ট হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

সাইকোলজিস্ট হবার জন্য সাইকোলজিতে ব্যাচেলার ডিগ্রি করা আবশ্যক। ব্যাচেলার ডিগ্রি দুটি – BA in Psychology ও B.Sc in Psychology. এরপর সাইকোলজিতে মাস্টার ডিগ্রি করা যায়।  এরপর লাইসেন্সের জন্য আবেদন করা যায়। লাইসেন্স পেয়ে গেলে আপনি একজন সাইকোলজিস্ট নামে পরিচিত হবেন।

উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় সাইকোলজি বিষয়টি থাকলে বিশেষ সুবিধা পাওয়া যায়।

এছাড়াও 1 বছরের কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে, যেমন – Child Guidance, Counselling services ইত্যাদি বিষয়ের উপর।

আরো পড়ুন – ফার্মাসিস্ট পেশা

একজন সফল সাইকোলজিস্ট (Psychologist) হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল সাইকোলজিস্ট (Psychologist) হবার জন্য বিশেষ কিছু বিষয়ে দক্ষতার প্রয়োজন, সেগুলি হল –

  • সাইকোলজিস্ট হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন সুন্দর কমিউনিকেশন স্কিল। শিশু থেকে বৃদ্ধ সকলের সাথে নম্রতা বজায় রেখে অবশ্যই কথা বলতে হবে, যাতে রোগী তার সমস্যা জানাতে কুণ্ঠা বোধ না করেন।
  • মানসিক আচরণ বা ক্রিয়াকলাপ ইত্যাদি বোঝার ক্ষমতা
  • মানুষের চরিত্র বিশ্লেষণ করার সহজাত দক্ষতা
  • অসীম ধৈর্য রাখতে হবে
  • যে কোনো পরিস্থিতিতেই নিজের সমস্ত আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে
  • সব সময় হাসিখুশি প্রাণোচ্ছল থাকতে হবে
  • রোগীদের সমস্যাকে যথা সম্ভব গোপনীয় রাখতে হবে
  • মোটিভেশন করার দক্ষতা একান্ত প্রয়োজন।
আরো পড়ুন – নার্সিং পেশা

এই পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমান সময়ে এটি একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পেশা। দৈহিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকার প্রয়োজনীয়তা অসীম। তাই এই পেশার চাহিদা ক্রমশ বাড়ছে। বিভিন্ন সরকারি/বেসরকারি সংস্থা যেমন – হাসপাতাল, স্কুল, ক্রীড়াক্ষেত্রে ইত্যাদি সংস্থায় এনারা নিযুক্ত হতে পারেন। এছাড়াও নিজস্ব চেম্বার খুলে উপার্জন করা যেতে পারে। দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ থাকায়, এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

এই পেশার বার্ষিক উপার্জন প্রায় 6-8 লাখ হয়। অভিজ্ঞতা ও কর্মক্ষেত্র অনুযায়ী আয় পরিবর্তিত হয়।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!