Category – Specialized Courses
Table of Contents
ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা (Diploma in Interior Design) কোর্স কি?
ইন্টেরিয়র ডিজাইন কথাটির আক্ষরিক অর্থ আভ্যন্তরীণ সৌন্দর্য। পৃথিবীর সবথেকে উন্নত প্রাণী মানুষ, সৃজনশীলতায় অন্যান্য প্রাণীদের তুলনায় অনেকটাই এগিয়ে। মানুষ তার বাসস্থান এবং তার চারিপাশের পরিবেশকে সুন্দর করে রাখতে পছন্দ করে। শুধুমাত্র ঘর, বাড়ি নয় বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, স্টোর এমনকি হসপিটাল ইত্যাদিকে সুন্দর, আকর্ষণীয় ও মনোরম করে তোলার জন্য যাদের প্রয়োজন তারাই ইন্টেরিয়র ডিজাইনার। এই ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্সটি করে ইন্টেরিয়র ডিজাইনার হওয়া যায়। এই কোর্সের সময়সীমা 1-4 বছর হয়।
কিভাবে পড়বো ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্স?
ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা রয়েছে, যেমন – CEED, NID DAT ইত্যাদি। এছাড়া কিছু প্রতিষ্ঠান মেধা অনুযায়ী ভর্তি নিয়ে থাকে।
আরো পড়ুন – B.Des in Accessories Design | B.Des অ্যাকসেসারিস ডিজাইন কোর্স
এছাড়া ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার জন্য বিশেষ কিছু বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন –
- সৃজনশীলতা
- নির্দিষ্ট বাজেটের ভিত্তিতে সঠিক পরিকল্পনা
- ছবি আকার দক্ষতা
- রঙ সম্পর্কে জ্ঞান
- স্পেস ম্যানেজমেন্ট
- সৌন্দর্য সম্পর্কে ধারণা
- উন্নত কমিউনিকেশন স্কিল ইত্যাদি।
ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা (Diploma in Interior Design) কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সরকারি ও বেসরকারি বহু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্সটি করানো হয়। নীচে কয়েকটি নাম দেওয়া হল –
সরকারি কলেজ
- Netaji Subhas Open University (NSOU), Kolkata
- Maulana Abul Kalam Azad University of Technology, Kolkata
- Meera Bai Institute of Technology, Delhi
- Aligarh Muslim University, Aligar
- Devi Ahilya Vishwavidyalaya, Indore
- Premlila Vithaldas Polytechnic, Mumbai ইত্যাদি।
আরো পড়ুন – Jewellery Design Course | জুয়েলারি ডিজাইন কোর্স
বেসরকারি কলেজ
- IACT Global, Kolkata
- Exterior Interior Limited, Kolkata
- International School of Design, Kolkata
- INIFD, Kolkata
- George Institute of Interior Design, Kolkata
- Poddar International College, Jaipur
- JD Institute of Fashion Technology, Bangalore
- AAFT University of Media and Arts, Raipur ইত্যাদি।
ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্স ফি কত?
ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্স ফি বিভিন্ন ইন্সটিটিউটে ভিন্ন হয়। সাধারণত এই কোর্সের ফি 50,000 থেকে 2 লাখ পর্যন্ত বা আরো বেশি হতে পারে।
ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্সে কি কি পড়তে হয়?
ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –
- Building Materials
- Building Construction
- Residential Interior Space Design
- Commercial Interior Space Design ইত্যাদি।
আরো পড়ুন – Graphics Design Course | গ্রাফিক্স ডিজাইন কোর্স
ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা (Diploma in Interior Design) কোর্সের ভবিষ্যৎ কেমন?
বিশ্বায়নের যুগে উন্নত দেশগুলির ঝাঁ চকচকে জীবনযাত্রা উন্নয়নশীল দেশগুলিতেও প্রভাব বিস্তার করেছে। তাই বর্তমানে আমাদের চারপাশে যে সমস্ত স্কুল, কলেজ, অফিস, শপিং মল, হাসপাতাল, পার্লার ইত্যাদি গড়ে উঠছে, সেগুলো সবই প্রায় পশ্চিমি আদবকায়দার অনুকরণে তৈরি হচ্ছে।
আর এই সব অত্যাধুনিক ডিজাইনসহ সমস্ত প্রয়োজন ছোটো স্পেসের মধ্যে সুন্দরভাবে প্লেস করতে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা বাড়ছে। তাই এই কোর্সটি একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ থাকায়, এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।