diploma in civil engineering
Streams – Engineering & Architecture | Civil Engineering

আমাদের আগের আর্টিকেলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার এই আর্টিকেলে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা Diploma in Civil Engineering কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা তিন বছরের কোর্স। এই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে বিভিন্ন বিল্ডিং, ব্রিজ, রাস্তা তৈরি করা ও সেগুলি ডিজাইন করা ইত্যাদি শেখানো হয়।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


একনজরে Diploma Civil Engineering কোর্স

কোর্সের নাম
(Name of Course)
Diploma Civil Engineering
কি ধরনের কোর্স
(Level of Course)
স্নাতক
প্রবেশিকা
(Entrance)
রাজ্যভিত্তিক -
JEXPO (For West Bengal)
কোর্সের শ্রেণি
(Type of Course)
ডিপ্লোমা
কোর্সের বিষয়
(Field of Study)
সিভিল ইঞ্জিনিয়ারিং
কোর্সের সময়সীমা (Course duration)তিন বছর (3 years)
কোর্স ফি
(Course fee)
10,000 থেকে 8 লক্ষ

সিভিল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) পড়ার যোগ্যতা

ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কলেজ অনুযায়ী এই নাম্বারের মাত্রা পরিবর্তন হয়।

Diploma-in-computer-science-engineering
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স সম্পর্কে আলোচনা

ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা রয়েছে। প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে নীচে আলোচনা করা হল –

সিভিল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) প্রবেশিকা পরীক্ষা

ভারতবর্ষে ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য JEXPO প্রবেশিকা পরীক্ষাটিতে উত্তীর্ণ করতে হয়।

JEXPO

এই প্রবেশিকা পরীক্ষার আয়োজক The West Bengal Joint Entrance Examination Board, প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়। এই প্রবেশিকা পরীক্ষাটি অফলাইন হয় এবং MCQ প্রশ্ন আসে।

JEXPO-Exam-details
JEXPO পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য আলোচনা

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতে ডাইরেক্ট ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।

সিভিল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্সের সময়সীমা কত?

সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্সের সময়সীমা মোট 3 বছর এবং ছয়টি সেমিস্টারে (semester) ভাগ করা হয়।

careerbondhu.com whatsapp channel

কোথায় পড়ব সিভিল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা)?

ভারতবর্ষের বেশীরভাগ পলিটেকনিক কলেজগুলিতেই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান

সিভিল ইঞ্জিনিয়ারিং (Diploma) কোর্সে প্রধান কি কি বিষয় পড়ানো হয়?

সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Building Material
  • Engineering Drawing
  • Building Acoustics and Noise Control
  • Evaluation of Project
  • Construction Engineering and Management
  • Open Elective ইত্যাদি।

careerbondhu.com telegram channel

ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ফি কত?

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা একটি ধারণা দেবার চেষ্টা করলাম।

সরকারী – 10,000 থেকে 1 লক্ষ
বেসরকারি – 2 লক্ষ থেকে 8 লক্ষ

civil-engineering-course-details
সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

সিভিল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স করে কি ধরনের চাকরি পাওয়া যেতে পারে?

Civil Engineer, Plant Engineer, Construction Engineer, Construction Project Assistant, Structural Engineer, Assistant Engineer ইত্যাদি পদে কাজের সুযোগ পাওয়া যায়।

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • TATA Consulting Engineers
  • Nucleus Premium Properties Private Limited
  • Power Grid Corporation of India
  • Emaar Properties
  • Rama Group
  • Ascent Consulting,
  • Black cat engineering ইত্যাদি।

সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে। দেশ-বিদেশে প্রচুর চাকরির সুযোগ থাকায়, এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!