Category – Colleges | Engineering Colleges
2009 সালে পিনাকল এডুকেশনাল ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠিত একটি পলিটেকনিক কলেজ হল এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (Elitte Institute of Engineering and Management), যা সংক্ষেপে EIEM নামেও পরিচিত। এটি একটি প্রাইভেট অর্থাৎ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।
এই পলিটেকনিক কলেজটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (WBSCTE বা WBSCT&V.E&SD) এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত।
Table of Contents
এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে কি কি কোর্স পড়ানো হয়?
এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের কিছু বিষয়ে ডিপ্লোমা (Diploma) কোর্স পড়ানো হয়। ডিপ্লোমা কোর্স সম্পর্কে নীচে আলোচনা করা হল –
ডিপ্লোমা (Diploma) কোর্স
ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 3 বছর। মাধ্যমিক পরীক্ষার পরই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।
এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং-এর যে যে বিষয়ে ডিপ্লোমা কোর্স করার সুযোগ রয়েছে, তা নীচে দেওয়া হল –
- Diploma in Civil Engineering
- Diploma in Electrical Engineering
- Diploma in Mechanical Engineering
- Diploma in Automobile Engineering
- Diploma in Computer Science & Technology Engineering
- Diploma in Electronics & Telecommunication Engineering.
এই EIEM কলেজে ম্যানেজমেন্টের যে বিষয় ডিপ্লোমা কোর্স পড়ানো হয়, তা হল – Diploma in Hotel Management & Catering Technology
এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় সাধারণত 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়। এরপর JEXPO প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করে কাউন্সিলিং-এর মাধ্যমে EIEM কলেজে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।
এছাড়াও ল্যাটেরাল এন্ট্রির জন্য VOCLET প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করে, ডিপ্লোমা কোর্সের দ্বিতীয় বর্ষে (2nd year) ভর্তি হওয়া যায়।
যোগাযোগ
Address
Elitte Institute of Engineering and Management, Main Building
PO: Karnamadhabpur, PS: Ghola, Sodepur
Near Namaz-para, Kalyani Express Highway
Kolkata, West Bengal, India
Pin: 700113
Contact Details
Phone:
- 9163316560
- 9831500840
Email:
- info@petindia.org
- admission.eiem@petindia.org
Website: https://petindia.org/eiem/
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।