diploma in automobile engineering
Streams – Engineering & Architecture | Automobile Engineering

আমাদের আগের আর্টিকেলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা Diploma in Automobile Engineering কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে গাড়ির নকশা প্রস্তুতি (designing), উৎপাদন (manufacturing), যান্ত্রিক প্রক্রিয়া (mechanical mechanism) এবং বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ (operations) সম্পর্কে ধারণা দেওয়া হয়।

একনজরে Diploma Automobile Engineering কোর্স

কোর্সের নাম
(Name of Course)
Diploma in Automobile Engineering
কি ধরনের কোর্স
(Level of Course)
স্নাতক
প্রবেশিকা
(Entrance)
রাজ্যভিত্তিক -
JEXPO (For West Bengal)
কোর্সের শ্রেণি
(Type of Course)
ডিপ্লোমা
কোর্সের বিষয়
(Field of Study)
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
কোর্সের সময়সীমা (Course duration)তিন বছর (3 years)
কোর্স ফি
(Course fee)
10,000 থেকে 2 লক্ষ

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) পড়ার যোগ্যতা

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পড়ার জন্য নূন্যতম মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষা উত্তীর্ণ করা আবশ্যক। সাধারণত এই পরীক্ষায় 50% নাম্বার প্রয়োজন হয়।

মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষার পর প্রবেশিকা পরীক্ষা দিয়ে ডিপ্লোমা কলেজগুলিতে ভর্তি হওয়া যায়। অনেক শিক্ষার্থীই উচ্চমাধ্যমিকের পরও প্রবেশিকা পরীক্ষা দিয়ে এই Diploma in Automobile Engineering কোর্সে ভর্তি হয়।

প্রবেশিকা পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতে ডাইরেক্ট ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।

প্রবেশিকা পরীক্ষা – ভারতবর্ষে ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য JEXPO প্রবেশিকা পরীক্ষাটিতে উত্তীর্ণ করতে হয়।

JEXPO

এই প্রবেশিকা পরীক্ষার আয়োজক The West Bengal Joint Entrance Examination Board, প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়। এই প্রবেশিকা পরীক্ষাটি অফলাইন মোডে পরিচালিত হয় এবং MCQ ধরনের প্রশ্ন আসে।


JEXPO পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JEXPO পরীক্ষা কি?

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্সের সময়সীমা কত?

এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্সের সময়সীমা মোট 3 বছর এবং মোট ছয়টি সেমিস্টার (semester)-এ ভাগ করা থাকে।

কোথায় পড়ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা)?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বেশীরভাগ পলিটেকনিক কলেজগুলিতেই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
  • Bengal Institute of Technology, Bardhaman
  • Elitte Institute of Engineering and Management, Kolkata
  • Kingston Polytechnic College, Kolkata
  • SCM Institute of Engineering and Technology, Kolkata
  • The New Horizons Institute of Technology (NHIT), Durgapur
  • Cooch Behar Polytechnic, Cooch Behar ইত্যাদি।

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (Diploma) কোর্সে কোন কোন বিষয় পড়তে হয়?

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের পড়ার বিষয়গুলি হল –

  • Automobile Mechanics
  • Auto Electrical and Electronics
  • Machine Design and Theory of M/Cs
  • Modern Vehicle Technology
  • Vehicle Maintenance
  • Hydraulics, Pneumatics and Power Plant ইত্যাদি

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স ফি কত?

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা একটি ধারণা দেবার চেষ্টা করলাম।

সরকারী – 10,000 থেকে 1 লাখ টাকা
বেসরকারি – 50,000 থেকে 2 লাখ টাকা

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স করে কি ধরনের চাকরি পাওয়া যেতে পারে?

Automobile Engineer, Designer (CAD), Technician, Inspection and Quality Control professional, Material specialist ইত্যাদি পদে চাকরীর সুযোগ রয়েছে।

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • TATA Motors
  • Mahindra and Mahindra
  • JBM Auto
  • TVS Motor Company
  • Bajaj Auto
  • Hero Motocorp ইত্যাদি।

বর্তমানে আমরা কোথাও যাওয়ার হলে কোনো না কোনো যানবাহন ব্যবহার করে থাকি। আর্থিক ক্ষমতা বৃদ্ধি এবং এখনকার দ্রুত গতির জীবনের উপর ভর করে বলা যায়, যানবাহনের চাহিদা আরও বাড়বে। আর সেই যানবাহন প্রস্তুতিতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অপরিসীম। দেশে-বিদেশে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। তাই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!