Bangabasi College Courses
Category – Colleges | General Studies

1887 সালে আচার্য গিরিশ চন্দ্র বস (Acharya Girish Chandra Bose) বঙ্গবাসী কলেজ (Bangabasi College) প্রতিষ্ঠা করেন। এটি একটি বেসরকারি বা প্রাইভেট (Private) কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু বর্তমানে কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ একটি সরকারি কলেজ।

এই কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা 2 বার Grade B+ স্বীকৃতি লাভ করেছেন।

কি কি পড়ানো হয় এই কলেজে?

বঙ্গবাসী কলেজে স্নাতক ও স্নাতকোত্তর আর্টস, সায়েন্স ও কমার্সের বিভিন্ন বিষয় পড়ানো হয়।

স্নাতক (Graduation)

স্নাতক কোর্সটি 5টি ভাগে বিভক্ত, যথা –

  • ল্যাঙ্গুয়েজ ও লিটেরাচার (Language & Literature)
  • সোশ্যাল সায়েন্স (Social Science)
  • পিয়োর সায়েন্স (Pure Science)
  • বায়োলজিক্যাল সায়েন্স (Biological Science)
  • কমার্স (Commerce)

এই পাঁচটি ভাগে যে যে বিষয় রয়েছে, তা নীচে দেওয়া হল –

Language & Literature

ল্যাঙ্গুয়েজ ও লিটেরাচারের মধ্যে রয়েছে –

Social Science

সোশ্যাল সায়েন্সের মধ্যে,

Pure Science

পিয়োর সায়েন্সের মধ্যে যে যে বিষয় রয়েছে, তা হল –

Biological Science

বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে রয়েছে,


বিভিন্ন বিষয়ের অনার্স সম্পর্কে জেনে নাও – Honours | অনার্স

Commerce

কমার্সের মধ্যে রয়েছে, বি.কম (B.Com)


আরো পড়ুন – B.Com. কোর্স কি?

স্নাতক কোর্সগুলির সময়সীমা 3 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

স্নাতকোত্তর (Post-Graduation)

স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে, Zoology. এই স্নাতকোত্তর কোর্সের সময়সীমা 2 বছর। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

এই কলেজে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

যোগাযোগ

Address

Bangabasi College, Main Building

19, Rajkumar Chakraborty Sarani, Sealdah

Kolkata, West Bengal, India

PIN: 700009

Contact Details

Phone:

  • (033) 2360 5995
  • (033) 2350 0273

Email: bangabasi1887@gmail.com

Website: www.bangabasi.ac.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!