Streams – Media Studies
Table of Contents
মিউজিক (Music) কি?
বিনোদনের প্রধান অংশ হল মিউজিক, এটি একটি শিল্প। বিভিন্ন মিউজিকাল যন্ত্র (বাঁশি, হারমোনিয়াম, গিটার ইত্যাদি) থেকে উৎপন্ন শব্দকে সুর ও ছন্দের সাহায্যে সাজিয়ে যে সুন্দর উপস্থাপনা আমরা পাই, তাই হল মিউজিক।
মিউজিক বিভিন্ন ধরনের হয়, উপলক্ষ অনুযায়ী মিউজিকের ধরণ পরিবর্তিত হয়। বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন অঞ্চলের মিউজিকে ভিন্নটা দেখা যায়।
মিউজিকের স্নাতক স্তরের কোর্স হল ব্যাচেলার অফ ফাইন আর্টস ইন মিউজিক বা ব্যাচেলার অফ মিউজিক কোর্স। এই কোর্সের সময়সীমা 3-4 বছর, বিভিন্ন কলেজে এই কোর্সের সময়সীমা ভিন্ন।
আরো পড়ুন – ব্যাচেলার অফ ফাইন আর্টস | Bachelor of Fine Arts
কিভাবে পড়বো ব্যাচেলার অফ মিউজিক কোর্স?
ব্যাচেলার অফ মিউজিক কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে 40-50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।
তবে মিউজিকের প্রতি যাদের আগ্রহ রয়েছে তাদেরই এই কোর্স করা উচিত।
এই কোর্সে সাধারণত মেধার ভিত্তিতে ভর্তি হওয়া যায়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষা যেমন – CET ইত্যাদি উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়।
আরো পড়ুন – Acting and Drama Course | অ্যাক্টিং অ্যান্ড ড্রামা কোর্স
ব্যাচেলার অফ মিউজিক কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
ব্যাচেলার অফ মিউজিক কোর্স বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো হয়, নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –
- Visva Bharati University, Birbhum
- Rabindra Bharati University, Kolkata
- Women’s College, Kolkata
- Bengal Music College, Kolkata
- Government College of Arts and Crafts, Kolkata
- Banaras Hindu University, Varanasi ইত্যাদি।
ব্যাচেলার অফ মিউজিক কোর্স ফি কত?
বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় অনেক কম। সাধারণত এই কোর্সের ফি 5,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত হয়।
আরো পড়ুন – B.Design Course | ব্যাচেলার অফ ডিজাইন কোর্স
ব্যাচেলার অফ মিউজিক কোর্সে কি কি পড়তে হয়?
ব্যাচেলার অফ মিউজিক কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –
- History of Indian Music
- Literature and Music
- Music Composition
- Law of Acoustics
- Vocal and Instrumental
- Classification of Rag
- Significance of Music in religion
- Performing Arts ইত্যাদি।
আরো পড়ুন – Animation Course | অ্যানিমেশন কোর্স
ব্যাচেলার অফ মিউজিক কোর্সের ভবিষ্যৎ কেমন?
বিনোদনের জগতের হৃৎপিণ্ড হল মিউজিক। প্রাচীনকাল থেকেই মানুষ মিউজিক শুনতে পছন্দ করেন। মিউজিক সর্বত্র প্রচলিত। তাই মিউজিক কোর্স করে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে প্রচুর। বিভিন্ন মিডিয়া সংক্রান্ত সংস্থায় কাজের প্রচুর সুযোগ রয়েছে।
ব্যাচেলার অফ মিউজিক কোর্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে, তা হল –
- Artist
- Lyricist
- Music Composer
- Sound Broadcasting
- Music Director ইত্যাদি।
কয়েকটি বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –
- T-Series
- Star India
- Hungama Digital Media Entertainment
- Radio Stations ইত্যাদি।
আরো পড়ুন – Journalism and Mass Communication Course | জার্নালিজম ও মাস কমিউনিকেশন কোর্স
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error