B.Sc in Clinical Research
Category – Specialized Courses

ক্লিনিক্যাল রিসার্চ (Clinical Research) কোর্স কি?

স্বাস্থ্যসেবা বিজ্ঞান (Healthcare Science)-এর একটি শাখা হল ক্লিনিক্যাল রিসার্চ (Clinical Research), যা ওষুধ, চিকিৎসা সংক্রান্ত ডিভাইস, ডায়াগনস্টিক প্রোডাক্ট এবং চিকিৎসা পদ্ধতির নিরাপত্তা এবং কার্যকারিতা ইত্যাদি নির্ধারণ করার জন্য ধারণা দেওয়া হয়।

ক্লিনিক্যাল রিসার্চ-এ বি.এসসি (B.Sc in Clinical Research) কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 3 বছর।

কিভাবে পড়বো B.Sc in Clinical Research কোর্স?

B.Sc in Clinical Research কোর্সে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীকে পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) বিষয় তিনটি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন কলেজে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের চাহিদা ভিন্ন, সাধারণত 50% নাম্বার প্রয়োজন।

এই কোর্সে দুইভাবে ভর্তি হওয়া যায়, যথা –

  • উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে অর্থাৎ ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি হওয়া যায়।
  • কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

নীচে কয়েকটি প্রবেশিকা পরীক্ষার নাম নীচে দেওয়া হল –

  • NEET
  • ICRI
  • CUET
  • NIMS ইত্যাদি।

আরো পড়ুন – B.Sc in Microbiology | B.Sc মাইক্রোবায়োলজি

B.Sc in Clinical Research কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

B.Sc in Clinical Research পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • NIMS University, Jaipur
  • AIIMS Delhi
  • National Institute of Management and Research Studies, Mumbai ইত্যাদি।

B.Sc in Clinical Research কোর্স ফি কত?

কোর্স ফি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন হয়। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণ এই কোর্সের ফি 20,000 টাকা থেকে 1 লাখ টাকা


আরো পড়ুন – B.Sc in Data-Science | ডেটা সায়েন্স বিএসসি কোর্স

B.Sc in Clinical Research কোর্সে কি কি পড়তে হয়?

ক্লিনিক্যাল রিসার্চ কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Chemical Clinical Research
  • Guidelines for Clinical Trials
  • Environmental Studies
  • Basic Pharmacology and Pharmacy
  • Biostatistics and Clinical Trial Designs
  • Marketing Management
  • Health, Hospital and Drug Administration
  • Healthcare Administration ইত্যাদি।

আরো পড়ুন – মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স | Diploma in Medical Laboratory Technology

B.Sc in Clinical Research কোর্সের ভবিষ্যৎ কেমন?

চিকিৎসাক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ সেক্টর। তাই চিকিৎসাক্ষেত্রের বিভিন্ন দিক নিরাপত্তা ও কার্যকারিতা সঠিকভাবে পর্যালোচনা করা জন্য প্রয়োজন ক্লিনিক্যাল রিসার্চারদের। বর্তমানে চিকিৎসাক্ষেত্রের চাহিদা যেমন বাড়ছে তেমনই ক্লিনিক্যাল রিসার্চক্ষেত্রের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন চিকিৎসাক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। শুধুমাত্র দেশে নয় বিদেশেও কাজের সুযোগ থাকায়, এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

B.Sc in Clinical Research কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Clinical Research Physician
  • Clinical Research Analyst
  • Clinical Research Coordinator
  • Clinical Research Associate
  • Clinical Supervisor
  • Biostatistician
  • Pharmaceutical ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!