Occupational Therapist
Category – Profession

অকুপেশনাল থেরাপিস্ট (Occupational Therapist) কাদের বলা হয়?

অকুপেশনাল থেরাপিস্ট হলেন একজন স্বাস্থ্যকর্মী। বিভিন্ন রোগী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের স্বাধীনভাবে দৈনন্দিন কাজকর্ম করার উপযোগী করে তুলতে যারা সাহায্য করেন, তারা হলেন অকুপেশনাল থেরাপিস্ট

অকুপেশনাল থেরাপিস্টরা কি ধরনের কাজ করেন?

অকুপেশনাল থেরাপিস্টরা রোগীদের পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদের বিভিন্নভাবে সাহায্য করেন। এনারা বৃদ্ধদের সুস্থ থাকতে এবং প্রতিবন্ধীদের যত্নের সাথে তাদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সহায়তা করেন।

অকুপেশনাল থেরাপিস্টরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন, যেমন – পেডিয়াট্রিক্স, অর্থোপেডিকস, জেরিয়াট্রিক্স, নিউরোলজি, লো ভিশন থেরাপি, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, অনকোলজিকাল রিহ্যাবিলিটেশন, মেন্টাল হেলথ এবং এসসিস্টিভ টেকনোলজি।


আরো পড়ুন – Pharmacist as Profession | কিভাবে ফার্মাসিস্ট হওয়া যায়?

অকুপেশনাল থেরাপিস্ট হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

অকুপেশনাল থেরাপিস্ট হওয়ার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) বিষয় তিনটিতে 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর B.Sc. in Occupational Therapy বা Bachelor of Occupational Therapy (BOT) কোর্স করতে হয়।


আরো পড়ুন – Dietician as Profession | কিভাবে ডায়েটিশিয়ান হওয়া যায়?

একজন সফল অকুপেশনাল থেরাপিস্ট (Occupational Therapist ) হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল অকুপেশনাল থেরাপিস্ট হওয়ার জন্য যে যে বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি হল –

  • ধৈর্য
  • সাহায্য করার মানসিকতা
  • সহানুভূতি
  • নম্র ও ভদ্র ব্যবহার
  • কমিউনিকেশন স্কিল ইত্যাদি।

আরো পড়ুন – DTP অপারেটর | DTP Operator

এই পেশার ভবিষ্যৎ কেমন?

গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ক্ষেত্রগুলির মধ্যে একটি অন্যতম ক্ষেত্র হল চিকিৎসাক্ষেত্র। চিকিৎসাক্ষেত্রটি সম্পন্ন করতে প্রয়োজন স্বাস্থ্যকর্মী। অকুপেশনাল থেরাপিস্টরা বিভিন্ন সংস্থা যেমন – হাসপাতাল, নার্সিং হোম, হেলথ এজেন্সি, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম ইত্যাদিতে নিযুক্ত হওয়া যায়। তাই এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মস্থানের উপর নির্ভর করে বেতন পরিবর্তন হয়। সাধারণ একজন অকুপেশনাল থেরাপিস্টের বেতন বার্ষিক প্রায় 1-2 লাখ টাকা

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!