DTP Operator
Category – Profession

ডিটিপি (DTP) অপারেটর কাদের বলা হয়?

বর্তমান সময় অ্যাডভার্টাইসমেন্টের (Advertisement) যুগ। যে কোনো দ্রব্য বা পরিষেবাকে জনসমক্ষে আকর্ষণীয়ভাবে আনতে প্রায় প্রত্যেক কোম্পানি বিজ্ঞাপনের পিছনে মোটা অঙ্ক ব্যয় করেন।

DTP এর সম্পূর্ণ অর্থ ডেস্কটপ পাবলিশিং (Desktop Publishing) অর্থাৎ, যারা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করেন, তাদের DTP অপারেটর বলা হয়।

DTP অপেরাটররা কি ধরনের কাজ করেন?

আমরা বিভিন্ন ব্যানার, লিফলেট, ম্যাগাজিন ও বইয়ের কভার পেজ এবং ইন্টারনেটে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই সেগুলো অধিকাংশই DTP অপারেটররা করে থাকেন।
careerbondhu.com whatsapp channel
DTP অপারেটররা সাধারণত যে কাজগুলি করে থাকেন, সেগুলি হল –

  • গ্রাফিক্স এডিট করা।
  • ফোটোশপ, অ্যাডব ইন ডিজাইন, ল্যাটেক্স ইত্যাদি সফটওয়্যারে নতুন ডিজাইন বানানো।
  • বিভিন্ন ছবির এডিটিং।
  • বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করা।

ডিটিপি (DTP) অপারেটর হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

DTP অপারেটর হওয়ার জন্য নূন্যতম উচ্চমাধ্যমিক (10+2) থাকা প্রয়োজন, তবে গ্র্যাজুয়েশন করেও এই পেশায় আসা যায়।

careerbondhu.com telegram channel

বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় DTP অপারেটর সংক্রান্ত বিভিন্ন কোর্স সুলভে করা যায়। DTP অপারেটর হবার জন্য যে সমস্ত কোর্স রয়েছে, সেগুলি হল –

  • Certification in Desktop Publishing
  • Diploma in Graphic Design
  • Diploma in Visual Design ইত্যাদি।

একজন DTP অপারেটর সাধারণত কম্পিউটারের বিভিন্ন ডিজাইন সংক্রান্ত সফটওয়্যারে দক্ষ হন, যেমন Adobe CS, Adobe InDesign, Adobe Photoshop, QuarkXpress, Scribus, LaTex ইত্যাদি।


Graphic Design কোর্স সম্পর্কে আলোচনা

একজন সফল DTP অপারেটর হওয়ার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল DTP অপারেটর হওয়ার জন্য কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

এছাড়াও যে যে বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন, সেগুলি নীচে দেওয়া হল –

  • DTP অপারেটরদের অবশ্যই সৃজনশীলতা থাকা প্রয়োজন।
  • নতুনত্ব ও আকর্ষণীয় চিন্তা ভাবনা থাকা প্রয়োজন, যা ডিজাইনে নতুনত্ব ফুটিয়ে তুলতে সাহায্য করবে।
  • ইংরাজি ভাষায় দক্ষ হওয়া প্রয়োজন।
  • গ্রাহকের সাথে কথা বলে তাদের পছন্দ অনুসারে ডিজাইন করার দক্ষতা এবং কমিউনিকেশন স্কিলে দক্ষতা থাকতে হবে।
  • বিভিন্ন ডিজাইন সফটওয়্যার (যেমন – Adobe CS, Photoshop ইত্যাদি)-এ গ্রাফিক্স এডিটিং জানা প্রয়োজন।

careerbondhu.com whatsapp channel

এই পেশার ভবিষ্যৎ কেমন?

আজকের এই প্রতিযোগিতার যুগে যে যত বেশি আকর্ষণীয় বিজ্ঞাপন করতে পারে সেই দ্রুত উন্নতি করে। আর এই কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন DTP অপারেটররা। তাই DTP অপারেটর পেশা হিসাবে যুবসমাজের কাছে একটি দারুণ অপশন। দেশে, বিদেশে প্রচুর চাকরির সুযোগ আছে।

ডিটিপি (DTP) অপারেটররা সাধারণত যে ধরনের সংস্থায় কাজ করে থাকেন, তা হল-

  • বিজ্ঞাপন সংস্থায় (advertising agencies),
  • প্রকাশনায় (publishing),
  • রঙ পৃথকীকরণ (color separation),
  • প্রিন্টিং হাউস ও প্রেস (printing) ইত্যাদি।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

একজন DTP অপারেটর সাধারণত বার্ষিক 1 লাখ থেকে 5 লাখ টাকা বেতন পেয়ে থাকেন। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে বেতনও ক্রমশ বৃদ্ধি পায়।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!