Category – Genaral Studies
ইংরাজি হল একটি ইন্দো-ইউরোপীয় ভাষা। ইংরাজি ভাষাটি জার্মানীয় গোত্র অ্যাংগল্স, জুট ও স্যাক্সনদের ভাষা থেকে এসেছে। প্রায় 38 কোটি মানুষের মাতৃভাষা হল ইংরাজি। মাতৃভাষাভাষীর সংখ্যার বিচারে এর অবস্থান বিশ্বে তৃতীয়। ইংরেজি ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক হলেন উইলিয়াম শেকসপিয়র।
ইংরাজি ভাষায় অনার্স হল তিন বছরের একটি স্নাতক স্তরের কোর্স। এই কোর্সটিতে ইংরাজি কবিতা, গদ্য, প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি এবং ইংরাজি সাহিত্যের ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই কোর্সটি ছাত্রছাত্রীদের ইংরাজি ভাষায় দক্ষ হয়ে উঠতে সাহায্য করে।
Table of Contents
কারা পড়বেন ইংলিশ অনার্স?
- যারা ইংরাজি ভাষা পড়তে ভালোবাসেন,
- ইংরাজি ভাষা নিয়ে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে চান,
- যারা বিভিন্ন বিদেশী ভাষার অনুবাদক (Translator) হতে চান তাদের এই ইংরাজি অনার্স পড়া উচিত।
আরো পড়ুন – বাংলা অনার্স | Bengali Honours
কিভাবে পড়বো ইংরাজি অনার্স?
ইংরাজি ভাষায় অনার্স পড়ার জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।
এই অনার্সে ভর্তি হওয়ার জন্য সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে কিছু কলেজ নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, সেই প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ করে সেই কলেজে ভর্তি হওয়া যায়।
ইংলিশ অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রায় সব কলেজেই এই ইংরাজি অনার্স পড়ানো হয়। নীচে কয়েকটির নাম দেওয়া হল –
- Calcutta University, Kolkata
- Jadavpur University, Kolkata
- Presidency University, Kolkata
- JNU, Delhi ইত্যাদি।
বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges
ইংরাজি অনার্স ফি কত?
বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন হয়। সরকারি কলেজে কোর্স ফি কম হয়। সাধারণত এই অনার্সের ফি 5,000 থেকে 30,000 টাকা।
আরো পড়ুন – জুলজি অনার্স | Zoology Honours
English Honours-এ কি কি পড়তে হয়?
ইংরাজি অনার্সে যে যে বিষয়ে পড়তে হয়, সেগুলি হল –
- History of English Literature
- Communicative English
- Basics of Phonetics
- Poetry and Drama
- Modern European Drama
- American Literature
- World Literature ইত্যাদি।
আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours
ইংরাজি অনার্সের ভবিষ্যৎ কেমন?
এটি একটি জনপ্রিয় কোর্স। প্রত্যেক দেশে এই ভাষার গুরুত্ব রয়েছে। এই ইংরাজি অনার্স করে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে।
ইংরাজি অনার্স করে যে ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়া যায়, সেগুলি হল –
- Print and Media industry
- Marketing and publication industry
- Lectureship in College and universities
- Language institutes
- Faculty in Schools ইত্যাদি।
ইংরাজি অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –
- Content writer & Editor
- Print media writer
- Tourist Guide
- Translator ইত্যাদি।
আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।