Geography Honours
Category – Genaral Studies

ভূগোল (Geography) কি?

গ্রীক শব্দ ‘geographia’, থেকে Geography শব্দটি এসেছে। ‘Geographia’ শব্দের অর্থ, ‘পৃথিবী সম্পর্কিত আলোচনা’। Geography শব্দটিকে ভাগ করলে যা হয়, Geo (পৃথিবী) + graphos (বর্ণনা) অর্থাৎ জিওগ্রাফি (Geography) শব্দের অর্থ হল পৃথিবীর বর্ণনা।

সুতরাং যে বিষয়ে পৃথিবী সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, সেই বিষয়টি হল ভূগোল বা জিওগ্রাফি (Geography)। ভূগোলের আবার দুটি ভাগ – প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল। ভূগোল বিষয়টিতে বিভিন্ন দেশের ভূ-প্রাকৃতিক গঠন, আবহাওয়া, জলবায়ু, প্রকৃতি, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

ভূগোল অনার্স বা BA/B.Sc in Geography হল স্নাতক স্তরের একটি কোর্স, যা তিন বছরের হয়।


আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours

কারা পড়বেন ভূগোল অনার্স?

  • যাদের ভূগোল বিষয়ে আগ্রহ রয়েছে
  • পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক বিষয়ে গবেষণা করতে চান, তাদের ভূগোল বিষয়টি নিয়ে পড়া উচিত।

careerbondhu.com whatsapp channel

কিভাবে পড়বো ভূগোল অনার্স?

BA/B.Sc in Geography করার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। ভূগোল ও ইকোনমিকস এই বিষয় দুটি থাকলে বিশেষ সুবিধা পাওয়া যায়। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।

এই অনার্সে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। আবার কিছু কলেজে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – UGC net exam, All India Entrance exams ইত্যাদি।


আরো পড়ুন – স্ট্যাটিস্টিকস অনার্স | Statistics Honours

ভূগোল অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই কোর্স করানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –


বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

careerbondhu.com telegram channel

ভূগোল অনার্সের ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়। সরকারি কলেজে কোর্স ফি কম হয়। সাধারণত ভূগোল অনার্সের ফি 10,000 থেকে 50,000 টাকা।

ভূগোল অনার্সে কি কি পড়তে হয়?

ভূগোল অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Geography of India
  • Human Geography
  • Maps and Scales
  • Physical Geography
  • Representation of climate data
  • Maps Projection
  • Economic Geography ইত্যাদি।

আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours

ভূগোল অনার্সের ভবিষ্যৎ কেমন?

ভূগোল অনার্স একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে দেশে-বিদেশে প্রচুর চাকরির সুযোগ রয়েছে। তাই এই অনার্সে সফল হলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

ভূগোল অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Geographer
  • Cartographer
  • Agriculture specialist
  • Landscape Architect
  • Demographer
  • Zoning investigator
  • Forest Manager
  • Land use analyst
  • Metrologist ইত্যাদি।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!