Radio Jockey
Category – Profession

রেডিও জকি (Radio Jockey) কাদের বলা হয়?

রেডিও জকি (Radio Jockey) একটি খুবই জনপ্রিয় পেশা। রেডিও জকির শর্ট ফ্রম RJ. RJ নামেও এই পেশাটি বিখ্যাত।

রেডিও জকি নামের শুরুতেই রয়েছে রেডিও, যারা রেডিও চ্যানেলে বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করেন তাদের রেডিও জকি বলা হয়।

রেডিও শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। বর্তমান যুগ আধুনিক ডিজিটাল যুগ হওয়া সত্ত্বেও রেডিও প্রেমী অসংখ্য মানুষ পাওয়া যাবে। রেডিও জকিদের বিভিন্ন ভাগ রয়েছে, নীচে তা দেওয়া হল –

  • FM Radio Jockeys
  • Sports Talk Radio Jockeys
  • Talk Radio Jockeys ইত্যাদি।

আরো পড়ুন – Reporter as Profession | রিপোর্টার কিভাবে হওয়া যায়?

রেডিও জকিরা কি ধরনের কাজ করেন?

রেডিও জকিদের প্রধান কাজ যে কোনো প্রোগ্রাম হোস্ট বা পরিচালনা করা। রেডিও জকির ভাগ অনুযায়ী এনাদের কাজের ধরন নীচে আলোচনা করা হল।

FM রেডিও জকির কাজ

FM রেডিও জকিরা রেডিও স্টেশনে অডিয়েন্স বা শ্রোতাদের সাথে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথোপকথন করেন, তাদের পছন্দমত গান বাজান, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ইন্টারভিউ নেন ইত্যাদি এদের প্রধান কাজ। সাধারণত কমিউনিটি রেডিও স্টেশনে এনারা কাজ করেন।


আরো পড়ুন – Modeling as Profession | মডেল কিভাবে হওয়া যায়?

স্পোর্টস টক রেডিও জকির কাজ

কোনো খেলার ম্যাচে কমেন্ট্রি করা বা কোনো খেলা সংক্রান্ত ইভেন্টে নিয়ে আলোচনা করাই হল স্পোর্টস টক রেডিও জকির কাজ।

টক রেডিও জকি

এনাদের কাজ হল কোনো টক শো-তে অংশগ্রহণ করা এবং সেই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, অনুষ্ঠানে থিমের উপর নির্ভর করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রেডিও জকি হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

রেডিও জকি পেশাটি পুরুষ, মহিলা উভয়ই করতে পারেন। এই পেশাটিতে যুক্ত হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। এই পেশার জন্য কিছু শিক্ষাগত যোগ্যতা লাগে, নীচে তা আলোচনা করা হল।

শিক্ষাগত যোগ্যতা

রেডিও জকি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।


আরো পড়ুন – Beautician as Profession | কিভাবে বিউটিশিয়ান হওয়া যায়?

জার্নালিজম ও মাস কমিউনিকেশনে ব্যাচেলার ডিগ্রি কোর্স করা প্রয়োজন বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স রয়েছে রেডিও জকির উপর সেগুলিও করা যায়।

নীচে কয়েকটি কোর্সের নাম দেওয়া হল –

  • BA in Journalism and Mass Communication
  • BA in Mass Communication
  • Diploma in Radio Programming and Broadcast Management (DRPM)
  • Diploma & Certificate Course in Radio Jockey
  • Diploma in Radio Management
  • Certification course in Radio Jockeying
  • Certificate Course in Radio Production Program
  • Certificate Course in Radio Jockeying and Anchoring TV Journalism ইত্যাদি।

আরো পড়ুন – Translator as Profession | ট্রান্সলেটর কিভাবে হওয়া যায়?

একজন সফল রেডিও জকি হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল রেডিও জকি হবার জন্য কিছু বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি হল –

  • কমিউনিকেশন স্কিল
  • সৃজনশীল
  • বুদ্ধিদীপ্ত ভাবনা চিন্তা
  • হাস্যরসিক
  • নম্র ও ভদ্রভাবে কথা বলা ইত্যাদি।

এই পেশার ভবিষ্যৎ কেমন?

এটি একটি জনপ্রিয় পেশা এবং অল্প সময়ে এই পেশায় খ্যাতি ও কেরিয়ার গড়ে তোলা যায়। একটি গবেষণায় জানা গেছে যে আগামী পাঁচ বছরে রেডিও জকিদের মোট কর্মসংস্থান 6.2 শতাংশ বৃদ্ধি পাবে। এই পেশায় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে অ্যাঙ্কার, অন এয়ার পারসোনালিটি, প্রোডাকশন ডায়রেক্টর ইত্যাদি পদে যুক্ত হওয়া যায়। বিনোদন জগতের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।


আরো পড়ুন – Career Counselor as Profession | কিভাবে কেরিয়ার কাউন্সেলার হওয়া যায়?

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

কর্মস্থান ও অভিজ্ঞতা বৃদ্ধির সাথে বেতন পরিবর্তিত হয়। সাধারণত এই পেশার বার্ষিক আয় 3-8 লাখ টাকা হয়।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!