Category – Specialized Courses
আপনি কি পাইলট হতে চান? ছোটোবেলা থেকে এরোপ্লেন ওড়ানোর স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রইল এই আর্টিকেলটি। আমাদের আজকের আলোচনা পাইলট ট্রেনিং কোর্স।
পাইলট অর্থাৎ বিমান-চালক। যারা এরোপ্লেন বা বিমান চালায় অর্থাৎ ওড়ায় তাদের পাইলট বলা হয়। এরোপ্লেন ওড়ানোর জন্য দক্ষ হতে হয়, তার জন্য বিভিন্ন কোর্স রয়েছে। তার মধ্যে একটি কোর্স হল পাইলট ট্রেনিং কোর্স, তা নীচে আলোচনা করা হল।
Table of Contents
পাইলট ট্রেনিং কোর্স (Pilot Training Course) কি?
পাইলট হওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া। পাইলট হওয়ার জন্য বিভিন্ন ধাপ রয়েছে, সেই ধাপগুলি অর্জন করে নিলে একজন দক্ষ পাইলট হওয়া যায়। পাইলট হওয়া একটি চ্যালেঞ্জিং এবং জটিল প্রক্রিয়া। তাই একজন দক্ষ পাইলট হতে সাহায্য করে পাইলট ট্রেনিং কোর্স। এই কোর্স বর্তমানে একটি জনপ্রিয় কোর্স।
এটি এমন একটি কোর্স যেখানে পাইলট হওয়ার জন্য সমস্ত রকম ট্রেনিং দেওয়া হয়। এই কোর্সের সময়সীমা 2 বছর। এই কোর্সে এরোপ্লেন ওড়ানোর জন্য থিয়োরি এবং প্র্যাকটিকাল বিষয়ে জ্ঞান অর্জন করানো হয়।
গাড়ি চালানোর জন্য যেমন লাইসেন্স প্রয়োজন, তেমনই এরোপ্লেন ওড়ানোর জন্যও পাইলট লাইসেন্স প্রয়োজন।
এই পাইলট লাইসেন্স আবার কয়েকটি ভাগে বিভক্ত, সেগুলি হল –
- Student Pilot Licence (SPL)
- Private Pilot Licence (PPL)
- Commercial Pilot Licence (CPL)
এই পাইলট ট্রেনিং কোর্সের মধ্যে রয়েছে দুটি ট্রেনিং, যথা – গ্রাউন্ড ট্রেনিং এবং ফ্লাইং ট্রেনিং।
গ্রাউন্ড ট্রেনিং (Ground Training)
গ্রাউন্ড ট্রেনিং-এ প্লেন ওড়ানোর বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
ফ্লাইং ট্রেনিং (Flying Training)
কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL) পাওয়ার জন্য শিক্ষার্থীকে 200 ঘণ্টা প্লেন ওড়ানোর ট্রেনিং দেওয়া হয়, এটি পাইলট ট্রেনিং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
আরো পড়ুন – Airhost/Airhostess পেশা সম্পর্কে বিস্তারিত আলোচনা।
কিভাবে পড়বো পাইলট ট্রেনিং কোর্স?
পাইলট ট্রেনিং কোর্স করার জন্য কিছু যোগ্যতা প্রয়োজন। পাইলট লাইসেন্স অনুযায়ী যোগ্যতা ভিন্ন রয়েছে –
স্টুডেন্ট পাইলট লাইসেন্স/Student Pilot Licence (SPL)
এই লাইসেন্স পাওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই লাইসেন্স কোর্সের জন্য প্রার্থীর বয়স 16 বছর বা তার ঊর্ধ্বে হওয়া প্রয়োজন। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি মৌখিক পরীক্ষা এবং একটি পাইলট অ্যাপটিটুড টেস্ট দিতে হয়।
প্রাইভেট পাইলট লাইসেন্স/Private Pilot Licence (PPL)
এই লাইসেন্সের জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা অঙ্ক, রাসায়নিকবিদ্যা ও পদার্থবিদ্যা নিয়ে এবং 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই লাইসেন্স কোর্সের জন্য প্রার্থীকে 17 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে।
কমার্শিয়াল পাইলট লাইসেন্স/Commercial Pilot Licence (CPL)
এই লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স 18 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে। এই লাইসেন্সের জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা অঙ্ক, রাসায়নিকবিদ্যা ও পদার্থবিদ্যা নিয়ে এবং 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এছাড়া কমার্শিয়াল পাইলট লাইসেন্স-এর জন্য প্রাইভেট পাইলট লাইসেন্স-এ 3 বছরের অভিজ্ঞতা থাকা একান্ত আবশ্যক।
[বিঃদ্রঃ এই কোর্সের সবক্ষেত্রেই ইংরাজি ভাষায় দক্ষ হওয়া প্রয়োজন। শারীরিক সুস্থতা এবং সঠিক দৃষ্টি শক্তি থাকতে হবে।]
পাইলট ট্রেনিং কোর্সের জন্য বেশির ভাগ ইন্সটিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠানেই ডাইরেক্ট অ্যাডমিশন হয়। আবার কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেও অ্যাডমিশন হয়।
প্রবেশিকা পরীক্ষাগুলি হল – TS EAMCET, JEE Main/ JEE Advanced ইত্যাদি।
পাইলট ট্রেনিং কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই পাইলট ট্রেনিং কোর্স পড়ানো হয়, নীচে নাম দেওয়া হল –
- JT Aviation College Raghunathpur Campus, Kolkata
- Calcutta Pilot Training Institute, Kolkata
- Calcutta Aviation for Pilot Training Consultation, Kolkata
- ADITYA TRAINING ACADEMY, Kolkata
- Indira Gandhi Rashtriya Uran Akademi (IGRUA), Uttar Pradesh
- Flytech Aviation, Hyderabad
- Government Aviation Training Institute (GATI), Odisha
- Carver Aviation Academy, Maharashtra ইত্যাদি।
পাইলট ট্রেনিং কোর্স ফি কত?
পাইলট ট্রেনিং কোর্সের ফি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন হয়। বেসরকারি কলেজের তুলনায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি কম হয়। পাইলট ট্রেনিং কোর্স ফি সাধারণত 50,000 থেকে 20 লাখ হয়।
পাইলট ট্রেনিং কোর্সে কি কি পড়তে হয়?
পাইলট ট্রেনিং কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলির কয়েকটি নাম নীচে দেওয়া হল –
- Flight Training Process
- Solo Flight and Dual Flights
- Basic Flight instruments
- Aviation Meteorology
- Flight Physiology
- Forces acting on the aeroplane
- Air regulation and navigation
- Normal & Cross Wind take-off
- Approach and Landing
- Aeromedical Factors
- Eight-on Pylons
- Stability and Control
- Go-around Factors ইত্যাদি।
পাইলট ট্রেনিং কোর্সের ভবিষ্যৎ কেমন?
একজন দক্ষ পাইলট হলে তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। বিভিন্ন সরকারি/বেসরকারি এয়ার লাইসেন্স কোম্পানিতে নিয়মিত পাইলট নিয়োগ হয়। তাই এই কোর্স করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার প্রচুর সুযোগ রয়েছে, তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
পাইলট ট্রেনিং কোর্স করে যে যে ধরনের পাইলট হওয়া যায়, সেগুলি হল –
- কমার্সিয়াল পাইলট
- ফ্লাইট ইনস্ট্রাকটর
- কো-পাইলট
- এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট
- প্রাইভেট জেট পাইলট
- এয়ার ফোর্স পাইলট ইত্যাদি।
পাইলট ট্রেনিং কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?
পাইলট ট্রেনিং কোর্স করে অবশ্যই সরকারি চাকরি পাওয়া যায়। বিভিন্ন সরকারি এয়ারলাইন্স কোম্পানি রয়েছে যেখানে প্রচুর কাজের সুযোগ রয়েছে।
নীচে কয়েকটি বিখ্যাত সরকারি এবং বেসরকারি এয়ারলাইন্স কোম্পানির নাম দেওয়া হল, যারা নিয়োগ করে থাকেন –
- Air India
- Indian Air Force
- Indian Airlines
- Air Asia
- Indigo
- Spice Jet
- Go First
- Akasa Air
- Vistara
- Jet Airways ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।