Animation
Streams – Media Studies

অ্যানিমেশন কি?

আমরা সকলেই কম বেশি কার্টুন দেখি কিন্তু কখনও ভেবেছ এই সব কার্টুন কি ভাবে তৈরি হয়। এই সব কার্টুন তৈরি করা হয় যে পদ্ধতির মাধ্যমে অ্যানিমেশন দ্বারা।

অ্যানিমেশন হল এমন একটি পদ্ধতি যেখানে চিত্রগুলিকে পরপর এমন পদ্ধতিতে রাখা হয় যা দেখে মনে হয়, তা চলমান বা ভিডিও। এই অ্যানিমেশন প্রথম যে সময় শুরু হয়েছিল সেই সময় এগুলি আঁকা হত স্বচ্ছ সেলুলয়েড শীটে। এই অ্যানিমেশনগুলি মূলত ফোটোগ্রাফ তোলার জন্য এবং ফিল্মে প্রদর্শন করার জন্য ব্যবহৃত হত।

বর্তমানে সময় বদলেছে, বহু প্রযুক্তি ও বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার-জেনারেটেড ইমেজারি (CGI) দিয়ে তৈরি করা হয় আজকের যুগের আধুনিক অ্যানিমেশন।

কিভাবে পড়বো অ্যানিমেশন?

অ্যানিমেশনে ডিপ্লোমা কোর্স

অ্যানিমেশনে ডিপ্লোমা করার জন্য ন্যূনতম মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই ডিপ্লোমা কোর্সের সময়সীমা 6 মাস থেকে 2 বছর হয়।
careerbondhu.com whatsapp channel
নীচে কয়েকটি ডিপ্লোমা কোর্সের নাম দেওয়া হল –

  • Diploma in Animation and Filmmaking
  • Diploma in Graphic and Web designing
  • Diploma in Animation Engineering
  • Diploma in 2D animation
  • Diploma in 3D animation
  • Diploma in Classical animation ইত্যাদি।

অ্যানিমেশনে ব্যাচেলার ডিগ্রি কোর্স

ব্যাচেলর ডিগ্রি কোর্সের সময়সীমা 3 বছর হয়। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগে উচমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পাশ করা আবশ্যক।

অ্যানিমেশনে বিভিন্ন ব্যাচেলার ডিগ্রি কোর্স হয়, নীচে কয়েকটির নাম দেওয়া হল –

  • BA in Animation & Multimedia
  • BA in Animation and CG Arts
  • BA in Animation and Graphic Design
  • BA in Digital Filmmaking and Animation
  • Bachelor of Visual Arts (Animation)
  • Bachelor of Fine Arts in Animation, Graphics and Web Design
  • B.Sc in Animation
  • B.Sc in Animation and Gaming
  • B.Sc in Animation and VFX
  • B.Des in Animation ইত্যাদি

আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


এই উপরিক্ত ডিপ্লোমা ও ব্যাচেলার ডিগ্রি কোর্সগুলিতে দুভাবে ভর্তি হওয়া যায় –

  1. মেধা অনুযায়ী ও
  2. প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল – AIEED, UCEED, CEED, NID DAT ইত্যাদি।

অ্যানিমেশন কোর্সে ভর্তি হওয়ার জন্য বিশেষ কিছু দক্ষতা প্রয়োজন –

  • অ্যানিমেশন কোর্সটি তাদেরই করা উচিত যাদের ছোটো থেকেই চিত্রাঙ্কনে বিশেষ আগ্রহ রয়েছে।
  • সৃজনশীল কল্পনাশক্তি থাকা প্রয়োজন।
  • বেসিক কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন।
  • আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান আবশ্যক ইত্যাদি।

[careerbondhu.com telegram channel

অ্যানিমেশন কোথায় কোথায় পড়ানো হয়?

ডিপ্লোমা কলেজ –

  • St. Xavier’s College, Kolkata,
  • Sister Nivedita University, Kolkata,
  • Central Institute of Technology (CIT), Kokrajhar,
  • AAFT University of Media and Arts, Raipur,
  • Artemisia College of Art and Design (ACAD), Indore ইত্যাদি।

ব্যাচেলার ডিগ্রি কলেজ –

  • Visva Bharati University, Birbhum
  • Techno India University, Kolkata
  • Sister Nivedita University, Kolkata
  • International School of Design, Kolkata
  • St. Xaviers College, Kolkata
  • National Institute of Design (NID) Ahmedabad
  • Industrial Design Centre
  • Unitedworld Institute of Design
  • Indian Institute of Technology
  • NSHM Institute of Media & Design
  • Arch Academy of Design, Jaipur ইত্যাদি।

অ্যানিমেশন কোর্স ফি কত?

অ্যানিমেশনে ব্যাচেলার ডিগ্রি কোর্স করার জন্য কোর্স ফি সাধারণত 1 লাখ থেকে 8 লাখ টাকা বা আরও বেশি হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে এই কোর্স ফি ভিন্ন হয়।

অ্যানিমেশনে ডিপ্লোমা কোর্স করলে খরচ একটু কম, কোর্স ফি সাধারণত 50,000 থেকে 2 লাখ টাকা বা আরও বেশি হতে পারে।

অ্যানিমেশনে কি কি পড়তে হয়?

অ্যানিমেশন কোর্সে যে যে বিষয়গুলি পড়ানো হয়, তাদের কয়েকটির নাম নীচে দেওয়া হল –

  • Sketching and Drawing
  • Design Fundamentals
  • Craft Design Studies
  • Animation Film Production (3 Dimensional)
  • Animation Film Project
  • Design Management
  • Classical Animation Technique
  • Story Telling for Visual Media ইত্যাদি।

careerbondhu.com whatsapp channel

অ্যানিমেশন কোর্সের ভবিষ্যৎ কেমন?

বিনোদনের জগতে বিপ্লব এনেছে এই অ্যানিমেশন। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলেরই পছন্দের জিনিস এই অ্যানিমেশন। তাই বোঝাই যাচ্ছে অ্যানিমেশনের অডিয়েন্স ক্রমবর্ধমান।

আর এই ক্রমবর্ধমান চাহিদার উপর নির্ভর করে বিভিন্ন অ্যানিমেশন প্রস্তুতকারক সংস্থা নিজেদের দক্ষ কর্মীদের সহয়তায় বানিয়ে চলেছে একের পর এক যুগান্তরকারী সৃষ্টি। তাই সৃজনশীল এবং চিত্রাঙ্কনে বিশেষ আগ্রহীরা অবশ্যই বেছে নিতে পারেন এই কোর্সটি। দক্ষতা ভালোভাবে অর্জন করতে পারলে এই ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত হতে সমস্যায় পড়তে হবে না।

অ্যানিমেশন পড়ে যে ধরনের কাজ পাওয়া যায় –

  • Cartoonist
  • Video Game Designer
  • 3D Modeller
  • Animator
  • Visual Development Artist
  • Flash Animator
  • Stop Motion Animator
  • Character Animator
  • Animation Director ইত্যাদি।

এই ক্ষেত্রের কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা:

  • Cartoon Network
  • Walt Disney Animation Studio
  • Google vision
  • Google Inc
  • Reliance media works Ltd.
  • Acer
  • Pent media graphics
  • Accenture
  • Adobe systems Pvt. Ltd
  • Amazon Global Vision.
  • Toonz Animation India
  • Heart Entertainment Ltd
  • Sony Pictures Animation ইত্যাদি।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন↓

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel
বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!