mobile repairing
Streams – Technical Courses

আধুনিক যুগে সবকিছুই আমাদের হাতের মুঠোয়। অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার কাছে দূরত্ব আজ কোনো বাঁধাই নয়। আর এর পিছনে আধুনিক প্রযুক্তি বিদ্যার সেরা উপহার মোবাইল বা স্মার্টফোনের অবদান সর্বাধিক।

বর্তমানে মোবাইল উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেরই পকেটে স্থান পেয়েছে। ক্রমাগত চাহিদা বৃদ্ধি একদিকে যেমন মোবাইলের বিক্রি বাড়িয়েছে, তেমনই মোবাইল খারাপ হলে তা সারানোর প্রয়োজনে মেকানিকের চাহিদাও বাড়িয়েছে।

মোবাইল রিপেয়ারিং কোর্স কি?

মোবাইল রিপেয়ারিং কোর্স হল একটি প্রোফেশনাল ও সেলফ-এমপ্লয়মেন্ট কোর্স। এই কোর্সে মোবাইলের সফটওয়্যার ও হার্ডওয়্যার উভয়ের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া হয়।

এই কোর্সটিতে বিভিন্ন ধরনের মোবাইল বা স্মার্টফোনের বিভিন্ন সমস্যার সমধান প্র্যাকটিক্যালি শেখানো হয়। এই কোর্সে প্রধানত,

  • মোবাইল ফোনের হার্ডওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান,
  • নতুন স্মার্টফোনের ভার্সান আপগ্রেডেশন,
  • বিভিন্ন সফটওয়্যার আপগ্রেডেশন,
  • ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন,
  • সিক্রেট কোড ব্যবহার এবং আরও অনেক কিছু শেখানো হয়।

মোবাইল রিপেয়ারিং-এ দুটি কোর্স রয়েছে, যথা –

  • সার্টিফিকেট কোর্স ও
  • ডিপ্লোমা কোর্স।

আমরা এই আর্টিকেলে মোবাইল রিপেয়ারিং ডিপ্লোমা বা Diploma in Mobile Repairing কোর্স সম্পর্কে আলোচনা করবো।

কিভাবে পড়বো মোবাইল রিপেয়ারিং ডিপ্লোমা কোর্স?

মোবাইল রিপেয়ারিং ডিপ্লোমা কোর্সের সময়সীমা 1 বছর। এই ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষা উত্তীর্ণ করেও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্স নিয়ে ভর্তি হওয়া যায়।

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না, অর্থাৎ ডাইরেক্ট অ্যাডমিশন হয়। ভারত ও পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে এই কোর্সটি পড়ানো হয়।

মোবাইল রিপেয়ারিং ডিপ্লোমা কোর্স ফি কত?

মোবাইল রিপেয়ারিং ডিপ্লোমা কোর্সের ফি বিভিন্ন ইনস্টিটিউটে ভিন্ন হয়ে থাকে। সাধারণত এই কোর্সের ফি 5,000 থেকে 30,000 টাকা হয়।

মোবাইল রিপেয়ারিং ডিপ্লোমা কোর্সে কি কি পড়তে হয়?

মোবাইল রিপেয়ারিং ডিপ্লোমা কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Basics of electronics
  • Mobile phone section & faults details
  • Dead mobile tracing steps
  • Repairing and practice of mobile
  • Different mobile OS
  • Mobile service center live training
  • HTC mobile software concept ইত্যাদি।

মোবাইল রিপেয়ারিং ডিপ্লোমা কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে সকল বাড়িতেই এমনকি বাড়ির সকল সদস্যের কাছেই রয়েছে স্মার্টফোন। স্মার্টফোন বিভিন্ন কাজে সারাদিন প্রায় ব্যবহার হয়ে থাকে। সাধারণত ইলেকট্রিক্যাল গ্যাজেটে অতিরিক্ত ব্যবহার বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। সবক্ষেত্রেই পুরনো মোবাইল পরিবর্তন করে নতুন কেনা বাস্তবসম্মত নয়। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

মোবাইল রিপেয়ারিং কোর্স করে বিভিন্ন সার্ভিস সেন্টারে বা মোবাইল রিপেয়ারিং শপে মোবাইল রিপেয়ারিং মেকানিক হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও ফোন রিপেয়ার কনসালটেন্ট হিসাবে কাজের সুযোগ রয়েছে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!