Category – Genaral Studies
Table of Contents
গণিত (Mathematics) কি?
গণিত (Mathematics) বা অঙ্ক হল পরিমাণ, হিসাব ইত্যাদি বিভিন্ন বিষয়ে গণনা করা। গণিত হল এমন একটি বিষয় যা ব্যবসা, চিকিৎসা ক্ষেত্র, পদার্থবিদ্যা সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ নেয়।
গণিতে অনার্স হল একটি তিন বছরের স্নাতক স্তরের কোর্স।
কারা পড়বেন গণিত অনার্স?
- যাদের গণিত বিষয়টি পছন্দ করেন,
- যারা গণিত নিয়ে গবেষণা করতে চান
- গণিত বিষয়ে যারা ভবিষ্যৎ গড়ে তুলতে চান তারা গণিত বিষয়টি নিয়ে অনার্স পড়তে পারেন।
আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours
কিভাবে পড়বো গণিত অনার্স?
গণিত অনার্স পড়ার জন্য বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও গণিত (Mathematics)-এ 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।
এই অনার্স পড়ার জন্য সাধারণত উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে কিছু কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
প্রবেশিকা পরীক্ষাগুলি হল –
- DUET,
- CUCET,
- GSAT,
- PUBDET ইত্যাদি।
আরো পড়ুন – স্ট্যাটিস্টিকস অনার্স | Statistics Honours
গণিত অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?
গণিত অনার্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়, নীচে কয়েকটি ইউনিভার্সিটির নাম দেওয়া হল –
- Calcutta University
- Jadavpur University
- Presidency University
- BHU University ইত্যাদি।
বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges
গণিত অনার্স ফি কত?
গণিত অনার্সের ফি সাধারণত 2,000 থেকে 50,000 টাকা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই অনার্সের ফি ভিন্ন হয়। সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজে ফি বেশি হয়।
গণিত অনার্সে কি কি পড়তে হয়?
গণিত অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –
- Calculus
- LaTeX and HTML
- Algebra
- Differential Equations
- Numerical Analysis
- Mathematical Finance
- Biomathematics
- Number Theory ইত্যাদি।
আরো পড়ুন – পদার্থবিদ্যা অনার্স | Physics Honours
গণিত অনার্সের ভবিষ্যৎ কেমন?
গণিতে অনার্স করে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং ব্যাঙ্কে চাকরির সুযোগ রয়েছে। এই কোর্স করে শুধুমাত্র দেশে নয়, বিদেশেও চাকরির সুযোগ রয়েছে।
গণিত অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –
- Mathematician
- Numerical Analyst
- Data Analyst
- Cost Estimator
- Teacher
- Professor ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।