Streams – Media Studies
Table of Contents
জুয়েলারি ডিজাইন (Jewellery Design) কোর্স কি?
জুয়েলারি অর্থাৎ গহনা বা অলংকার। এই গহনা বা জুয়েলারি বিভিন্ন ধরনের হয়, যেমন সোনা, রূপা ও বিভিন্ন ধাতুর তৈরি, পাথরের তৈরি ইত্যাদি। গহনা তৈরির পুরো বিষয়টি বেশ জটিল। বিভিন্ন মানুষের ভিন্ন পছন্দ, তাই গহনা তৈরির বিভিন্ন ডিজাইন তৈরি করতে হয় মানুষের পছন্দের মত।
বিভিন্ন জুয়েলারির ডিজাইন সম্পর্কিত ধারণা যে কোর্সে দেওয়া হয়, সেই কোর্সই হল জুয়েলারি ডিজাইন কোর্স। জুয়েলারি ডিজাইনের বিভিন্ন কোর্স রয়েছে, নীচে কয়েকটি কোর্সের নাম দেওয়া হল –
- B.Des in Jewellery Design
- BA in Jewellery Design
- B.Sc in Jewellery Design and Management
- Diploma in Jewellery Design & Technology ইত্যাদি।
জুয়েলারি ডিজাইনের কোর্সগুলির মধ্যে সবথেকে বিখ্যাত ও প্রচলিত কোর্স হল B.Des in Jewellery Design. এই কোর্স সম্পর্কে নীচে আলোচনা করা হল।
B.Des in Jewellery Design কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর। এই কোর্সে গহনা তৈরির বিভিন্ন ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কিভাবে পড়বো B.Des in Jewellery Design কোর্স?
এই কোর্সটি পড়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এই কোর্সে সাধারণত মেধার ভিত্তিতে অর্থাৎ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।
আরো পড়ুন – B.Des in Accessories Design | B.Des অ্যাকসেসারিস ডিজাইন কোর্স
B.Des in Jewellery Design কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –
- National Institute of Fashion Technology, Kolkata
- DreamZone School of Creative Studies, Kolkata
- Profex Institute of Technical Education, Kolkata ইত্যাদি।
B.Des in Jewellery Design কোর্সের ফি কত?
বিভিন্ন কোর্স ফি বিভিন্ন কলেজে ভিন্ন হয়। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণত এই কোর্সের ফি 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বা তার বেশি হয়।
B.Des in Jewellery Design কোর্সে কি কি পড়তে হয়?
B.Des in Jewellery Design কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –
- Foundation of design
- History of jewellery
- Methods of design
- Instruments for design
- Elements of design
- Computer-aided design (CAD) ইত্যাদি।
আরো পড়ুন – B.Design Course | ব্যাচেলার অফ ডিজাইন কোর্স
B.Des in Jewellery Design কোর্সের ভবিষ্যৎ কেমন?
প্রাচীনকাল থেকেই মানুষ নিজের পোশাক পরিচ্ছদের সঙ্গে সঙ্গে বিভিন্ন অলংকার পড়ে নিজেকে সাজিয়ে রাখতেন। আগে মানুষ নিজের অলংকার নিজেই বিভিন্ন পাথর, ধাতু, ফুল ইত্যাদি দিয়ে বানিয়ে পড়তেন। বর্তমানেও মানুষ নিজেকে সাজিয়ে তোলার জন্য পোশাকের সাথে বিভিন্ন গহনা পড়ে। বিভিন্ন জুয়েলারি তৈরি ও ডিজাইনের জন্য প্রয়োজন জুয়েলারি ডিজাইনারদের। তাই এই কোর্স পড়ুয়াদের চাহিদা ক্রমবর্ধমান। দেশে-বিদেশে বিভিন্ন জুয়েলারি সংক্রান্ত সংস্থায় কাজের সুযোগ রয়েছে।
এই কোর্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে, তা হল –
- Jewellery Designer
- Jewellery Consultant
- Gemologist ইত্যাদি।
কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –
- Tanishq by Tata Group
- PC Chandra Jewellers
- Malabar Gold and Diamonds
- Kalyan Jewellers
- Gitanjali Jewellers
- Amrapali Jewels ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।