Streams – Engineering & Architecture | Electrical Engineering
আমাদের আগের আর্টিকেলে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা Diploma in Electrical Engineering কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
আরো পড়ুন – বি.টেক ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (B.Tech in Electrical Engineering)
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্সের সময়সীমা হল তিন বছর। এই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সংক্রান্ত বিষয় ধারণা দেওয়া হয়।
Table of Contents
একনজরে Diploma Electrical Engineering কোর্স
কোর্সের নাম (Name of Course) | Diploma in Electrical Engineering |
কি ধরনের কোর্স (Level of Course) | স্নাতক |
প্রবেশিকা (Entrance) | রাজ্যভিত্তিক - JEXPO (For West Bengal) |
কোর্সের শ্রেণি (Type of Course) | ডিপ্লোমা |
কোর্সের বিষয় (Field of Study) | ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং |
কোর্সের সময়সীমা (Course duration) | তিন বছর (3 years) |
কোর্স ফি (Course fee) | 10,000 থেকে 5 লক্ষ |
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) পড়ার যোগ্যতা
মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষা উত্তীর্ণ করার পর এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়। সাধারণত এই পরীক্ষায় 50% নম্বর প্রয়োজন হয়। কলেজ অনুযায়ী এই নাম্বারের মাত্রা পরিবর্তন হয়।
মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষার পর প্রবেশিকা পরীক্ষা দিয়ে ডিপ্লোমা কলেজগুলিতে ভর্তি হওয়া যায়।
প্রবেশিকা পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতে ডাইরেক্ট ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।
প্রবেশিকা পরীক্ষা – ভারতবর্ষে ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য JEXPO প্রবেশিকা পরীক্ষাটিতে উত্তীর্ণ করতে হয়।
এই প্রবেশিকা পরীক্ষার আয়োজক The West Bengal Joint Entrance Examination Board, প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়। এই প্রবেশিকা পরীক্ষাটি অফলাইন মোডে পরিচালিত হয় এবং MCQ প্রশ্ন আসে।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্সের সময়সীমা কত?
এই ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্সের সময়সীমা মোট 3 বছর এবং মোট ছয়টি সেমিস্টার (semester)-এ ভাগ করা থাকে।
কোথায় পড়ব ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা)?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বেশীরভাগ পলিটেকনিক কলেজগুলিতেই ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।
পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
- Acharya Prafulla Chandra Ray Polytechnic, Kolkata
- Techno India University
- Guru Nanak Institute of Technology, Kolkata
- Baruipur Government Polytechnic, Kolkata
- Siliguri Government Polytechnic, Jabrabhita
- Sree Ramkrishna Silpa Vidyapith, Birbhum
- Ishwar Chandra Vidyasagar Polytechnic, Jhargram
- Hooghly Institute of Technology ইত্যাদি।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (Diploma) কোর্সে কোন কোন বিষয় পড়ানো হয়?
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের পাঠ্য বিষয়গুলি হল –
- Electrical Engineering
- Fundamentals of Electrical Engineering
- Elements of Mechanical Engineering
- Generation of Electrical Energy
- Thermo Fluids
- Electrical Instrumentation ইত্যাদি
[careerbondhu.com telegram channel” width=”864″ height=”288″ />
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স ফি কত?
ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা একটি ধারণা দেবার চেষ্টা করলাম।
সরকারী – 10,000 থেকে 1 লাখ টাকা
বেসরকারি – 1 লাখ থেকে 5 লাখ টাকা
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স করে কি ধরনের চাকরি পাওয়া যেতে পারে?
Electrical Design Engineer, Transform Design Engineer, Technical Trainer ইত্যাদি পদে চাকরীর সুযোগ রয়েছে।
কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –
- Cable Corporation Of India Ltd.Emerson
- Mitsubishi Electric
- Eon Electric
- Fuji Electric
- Servomax ইত্যাদি।
বর্তমানে আমরা বিদ্যুৎশক্তি ছাড়া অচল। আমাদের দৈনন্দিন সব কাজ সম্পূর্ণ করতে আমরা বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করে থাকি। এই সব ইলেকট্রিক যন্ত্রপাতি প্রস্তুতি ও সঠিকভাবে তাদের ক্রিয়াকলাপের জন্য ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারদের বিশেষ ভূমিকা রয়েছে। দেশে-বিদেশে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।