Computer Hardware and Networking
Category – Technical Courses

Diploma in Computer Hardware and Networking কি?

কম্পিউটার বর্তমান সময়ে এমন একটি ইলেকট্রনিক গ্যাজেট যেটি সর্বত্র ব্যবহার হয়। কম্পিউটারের হার্ডওয়্যার হল একটি গুরুত্বপূর্ণ অংশ। হার্ডওয়্যার সঠিক না থাকলে কম্পিউটার চালানো অসম্ভব। এর সাথে রয়েছে নেটওয়ার্কিং ব্যবস্থা, বর্তমানে যে কোনো কাজে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কম্পিউটারের হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক সম্পর্কে যে কোর্সে ধারণা দেওয়া হয়, সেই কোর্সটি হল কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং ডিপ্লোমা। এই কোর্সে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা সম্পর্কে ধারণা দিয়ে, সেগুলি সমাধান করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই কোর্সের সময়সীমা 1-3 বছর।


আরো পড়ুন – মোবাইল রিপেয়ারিং কোর্স | Mobile Repairing Course

কিভাবে পড়বো কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং ডিপ্লোমা কোর্স?

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই কোর্সে মেধার ভিত্তিতে অথবা প্রবেশিকা পরীক্ষার দ্বারা ভর্তি হওয়া যায়। বিভিন্ন সরকারি/বেসরকারি ITIs ও পলিটেকনিক কলেজে এই কোর্স করানো হয়।

কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং ডিপ্লোমা কোর্স ফি কত?

এই কোর্সের ফি বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন। সাধারণত ফি 15,000 – 50,000 টাকা হয়।

কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং ডিপ্লোমা কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ের উপর ধারণা দেওয়া হয় সেগুলি হল –

  • Fundamentals of Computer Hardware
  • Computer Hardware & Troubleshooting
  • Networking Essentials & Protocols
  • Network Operating System
  • Development of Generic Skills
  • Emerging Technologies & ED ইত্যাদি।

আরো পড়ুন – সার্টিফায়েড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্স | Certified Refrigeration and Air Conditioning Course

Diploma in Computer Hardware and Networking কোর্সের ভবিষ্যৎ কেমন?

কম্পিউটার একটি খুবই প্রয়োজনীয় গ্যাজেট, বর্তমানে আমরা প্রায় সমস্ত কাজেই কম্পিউটারের উপর নির্ভরশীল। তাই এই কোর্সটি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই কোর্স করে দেশে বিদেশে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!