AC Technician
Category – Profession

AC টেকনিশিয়ান (Technician) কাদের বলা হয়?

বিশ্ব উষ্ণায়ন বর্তমানে পৃথিবীর সবথেকে বড় সমস্যা। গ্রীন হাউসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাই বর্তমানে ভারতবর্ষের মত উষ্ণ ক্রান্তীয় জলবায়ুর দেশে মাত্রাতিরিক্ত গরম থেকে বাঁচতে AC-র ব্যবহার ক্রমশ বাড়ছে। আজ তাই AC (অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র) বিলাসবহুল দ্রব্য থেকে অত্যাবশ্যকীয় পণ্যে পরিণত হয়েছে। প্রায় সকল মধ্যবিত্তের ঘরেই আজ গড়ে একটি AC তো আছেই।

যে কোনো ইলেকট্রনিকস গ্যাজেটের মতই AC-রও বিভিন্ন সমস্যা প্রায়শই দেখা যায়, এছাড়া নিয়মিত সার্ভিসিং করানোরও প্রয়োজন থাকে। যারা AC-র বিভিন্ন সমস্যা ও তার সার্ভিসিং সংক্রান্ত বিভিন্ন কাজ করেন, তারাই AC টেকনিশিয়ান।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


AC টেকনিশিয়ানরা কি ধরনের কাজ করেন?

AC টেকনিশিয়ানরা যে সমস্ত কাজ করেন, সেগুলি হল –

• এয়ার কন্ডিশনার ইনস্টল,
• পরিদর্শন (inspect) ও মেইন্টেনেন্স (maintain)
• AC-র ভিতরের বিভিন্ন যন্ত্রাংশ মেরামতি।
• AC-র সম্পূর্ণ সার্ভিসিং।
• এছাড়াও AC-র মধ্যে বায়ু ঠিকঠাক চলাচল করছে কিনা তা পর্যবেক্ষণ
• AC-র কুলিং ইউনিটে নিয়মিত মেইনটেনের কাজ এবং AC-র যান্ত্রিক এবং বৈদ্যুতিক ত্রুটি নিরাময় ইত্যাদি করেন।

careerbondhu.com whatsapp channel

AC টেকনিশিয়ান হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

AC টেকনিশিয়ান হবার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ করে AC মেরামত সংক্রান্ত টেকনিশিয়ান কোর্স করা আবশ্যক। এই কোর্সগুলিতে প্রার্থীদের রেফ্রিজারেশন ফান্ডামেন্টস, গ্যাস হিটিং সিস্টেম, AC সিস্টেমের যন্ত্রাংশ এবং শিল্প সুরক্ষার মত ধারণাগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

AC টেকনিশিয়ান হবার জন্য বিভিন্ন সরকারি বেসরাকারি সংস্থায় যে কোর্সগুলি রয়েছে, সেগুলি হল –

• Diploma in Air Conditioning Mechanics Course
• Diploma in Refrigeration and Air Conditioning ইত্যাদি

একজন সফল AC টেকনিশিয়ান হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল AC টেকনিশিয়ান হবার জন্য বেশ কিছু দক্ষতা থাকা প্রয়োজন, নীচে সেগুলি দেওয়া হল –

• হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার সম্পর্কে জ্ঞান
• বিশ্লেষণাত্মক চিন্তার দক্ষতা
• ইঞ্জিনিয়ারিং সাইন্স এবং টেকনোলজি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন
• সুন্দর গ্রাহক পরিষেবার দক্ষতা
• দক্ষ কমিউনিকেশন স্কিল
• অন্যদের সাথে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা
• বাজারে প্রতিদিন বিভিন্ন ব্র্যান্ডের নিত্যনতুন মডেল আসছে, সেগুলি সম্পর্কে নিয়মিত আপডেটেড থাকা।
careerbondhu.com telegram channel

এই পেশার ভবিষ্যৎ কেমন?

আগেই বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাবের কথা। গ্রীষ্মের দাবদাহের প্রভাবে প্রচণ্ড গরম বৃদ্ধি পেয়েছে যা অসহনীয় হয়ে উঠছে। তাই ঘরে ঘরে এখন AC অর্থাৎ এয়ার কন্ডিশনার বর্তমান।

মধ্যবিত্তের কাছে AC-র প্রয়োজন বাড়লেও সামান্য সমস্যায় তা দ্রুত বদলে ফেলা সম্ভব নয়। তাই AC-র নিয়মিত সার্ভিসিং এবং সমস্যা হলে সঠিক রিপেয়ারিং প্রয়োজন। সেক্ষেত্রে AC কে দীর্ঘকালীন সময় ধরে ব্যবহার করা যায়। আর এই AC মেরামত করেন AC টেকনিশিয়ানরা। সুতরাং এই পেশাটির ভবিষ্যৎ উজ্জ্বল।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

একজন AC টেকনিশিয়ানের বার্ষিক আয় প্রায় 1-3 লাখ হতে পারে। অভিজ্ঞতা ও কোম্পানির পরিবর্তনের সাথে সাথে বেতন পরিবর্তিত হয়।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – DTP অপারেটর পেশা


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!