Category – Profession
Table of Contents
ডেনটিস্ট (Dentist) কাদের বলা হয়?
যখন দাঁত সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় তখন আমরা ডেনটিস্টের কাছে যাই। এক কথায় দাঁতের ডাক্তারদের ডেনটিস্ট বা ডেন্টাল সার্জন বা দন্তরোগ বিশেষজ্ঞ বলা হয়।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
ডেনটিস্টরা কি ধরনের কাজ করেন?
একজন ডেনটিস্টের কাজ দাঁত সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করা। সমস্যাগুলির মধ্যে রয়েছে –
- দাঁতের ক্ষয় পূরণ
- দাঁতের ক্যাভিটিস বা গহ্বর ঠিক করা
- ভাঙা দাঁত ঠিক করা
- দাঁতের ছোটো সার্জারি করা
- বেশি ক্ষয়পূর্ণ দাঁত তোলা
- দাঁতের গঠনগত ত্রুটি থাকলে তা বিভিন্ন ডিভাইসের সাহায্যে সঠিক করা ইত্যাদি।
আরো পড়ুন – Nurse as Profession | কিভাবে নার্স হওয়া যায়?
এছাড়া একজন ডেনটিস্ট রোগীর দাঁত, মাড়ি এবং অন্যান্য মুখ সম্পর্কিত সমস্ত সমস্যা নির্ণয় করে, তা চিকিৎসা করেন এবং দাঁত ও মাড়ির যত্ন নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন।
ডেনটিস্ট হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?
একজন ডেনটিস্ট হওয়ার প্রথম ধাপ হল উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), জীববিদ্যা (Biology) নিয়ে এবং 60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তারপর 5 বছরের ব্যাচেলার ডিগ্রি কোর্স Bachelor of dental surgery (BDS) কোর্স করা আবশ্যক। এই BDS কোর্সে ভর্তি হওয়ার জন্য NEET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
আরো পড়ুন – NEET পরীক্ষা কি?
একজন সফল ডেনটিস্ট হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?
একজন সফল ডেনটিস্ট হওয়ার জন্য বিশেষ কিছু বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন, তা হল –
- সঠিক রোগ নির্ণয় করা
- ঝুঁকি নেওয়ার ক্ষমতা
- যে কোনো পরিস্থিতিকে শান্তভাবে সামলানো ইত্যাদি।
আরো পড়ুন – Pharmacist as Profession | কিভাবে ফার্মাসিস্ট হওয়া যায়?
এই পেশার ভবিষ্যৎ কেমন?
দাঁতের সমস্যা এমন একটি সমস্যা যার কোনো বয়সসীমা নেই, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকল বয়সে এই দাঁতের সমস্যা দেখা দিতে পারে, আর বর্তমানে খাদ্যাভ্যাসের বিভিন্ন আকস্মিক পরিবর্তন দাঁতের সমস্যা ক্রমশ বাড়িয়ে তুলছে। তাই দক্ষ ডেনটিস্টের চাহিদা ক্রমশ বাড়ছে। দেশে-বিদেশে প্র্যাকটিস করার সুযোগ রয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালে এবং নিজস্ব চেম্বার খুলে প্র্যাকটিস করা যেতে পারে।
এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?
একজন ডেনটিস্টের বার্ষিক আয় প্রায় 2 লাখ – 8 লাখ টাকা হয়। অভিজ্ঞতা ও কর্মস্থান অনুযায়ী এই আয় পরিবর্তিত হয়।
আরো পড়ুন – Bachelor of dental surgery (BDS) কোর্স
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।